For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন একটা সময়ে আইপিএল-এ নজরকাড়া, বর্তমানে ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্দীপ লামিছানে

মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন একটা সময়ে আইপিএল-এ নজরকাড়া, বর্তমানে ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্দীপ লামিছানে

Google Oneindia Bengali News

চলতি মাসের শুরুর দিকেই নেপালের জাতীয় দলের অধিনায়ক সন্দীপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী এক কিশোরী'কে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর্ বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের প্রভাব পড়েছে লামিছানের কেরিয়ারে এবং তিনি মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েন যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হয় জানিয়েছেন লামিছানে।

কী অভিযোগ রয়েছে লামিছানের বিরুদ্ধে:

কী অভিযোগ রয়েছে লামিছানের বিরুদ্ধে:

কাঠমান্ডুর গৌশালা মেট্রোপলিটন পুলিশ সার্কেলে ১৭ বছরের এক কিশোরী এফআইআর দায়ের করেন সন্দীপ লামিছানের বিরুদ্ধে। তাঁর অভিযোগ ২২ বছর বয়সী সন্দীপ লামিচানে তাঁকে কাঠমান্ডুর একটি হোটেলের ঘরে ধর্ষণ করে। যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে ২১ অগস্ট কাঠমাণ্ডু এবং ভক্তপুরের একাধিক জায়গায় ওই কিশোরীকে ঘুরতে নিয়ে যান সন্দীপ এবং ওই রাতেই তাঁকে ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে এই অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রমাণের সন্ধান চালাচ্ছে তারা। বিভিন্ন সিসিটিভি ফুটেজ খাতিয়ে দেখা হচ্ছে। পুরোপুরি তদন্ত না করে কোনও মন্তব্য করা সম্ভব নয়, জানায় পুলিশ।

ক্রিকেট কেরিয়ারে বড় ধাক্কা:

ক্রিকেট কেরিয়ারে বড় ধাক্কা:

তাঁর বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে বের হয় অ্যারেস্ট ওয়ারেন্ট। এর পরই সন্দীপ লামিছানেকে অনিদৃষ্ট কালের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল পাশাপাশি তাঁর থেকে কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্বও। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে তাঁকে রিলিজ করে দিয়েছে জামাইকা তালওয়াস। জীবনের অন্ধকার সময়ের মধ্যে দিয়ে বর্তমানে গেলেও সন্দীপ আশাবাদী তিনি বিচার পাবেন। তিনি জানিয়েছেন, 'মিথ্যা অপবাদ'-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। নেপালি ভাষায় নিজের ফেসবুকে লামিছানে লিখেছেন, "আমার কী করা উচিৎ না করা উচিৎ আমি বুঝে পাচ্ছি না।"

মিথ্যা অপবাদের বিরুদ্ধে লড়াই চালাবো:

মিথ্যা অপবাদের বিরুদ্ধে লড়াই চালাবো:

লামিছানে লিখেছেন, "এক দিক থেকে মানসিক ভাবে যেখানে এইগুলো আমায় বিধ্বস্ত করেছে, সেখানে শরীরিক ভাষা আমি অসুস্থ হয়ে পড়েছি মানসিক চাপ এবং খারাপ স্বাস্থ্যের কারণে। নিজেরে সবার থেকে সরিয়ে নিয়েছি। মানসিক স্থিতাবস্থা আমার ফিরিয়ে আনতে ডাক্তারের পরামর্শ মতো চলছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি ঘটছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি নেপালে ফেরার চেষ্টা করছি আমার বিরুদ্ধে ওঠা মিথ্যা অপবাদের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য। এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমি লড়াই চালাবো। নেপালের সংবিধান অনুযায়ী দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি নির্দোষ। সংবিধান সম্মানের সঙ্গে বাঁচায় অধিকার দেয় আমাদের।"

আইপিএল-এ লামিচানে:

আইপিএল-এ লামিচানে:

নেপালের ক্রিকেটকে বিশ্ব স্তরে ভাল মতো পরিচিতি এনে দেওয়ার মূল কারিগর সন্দীপ লামিচানে। তাঁর মতো সফল ক্রিকেটার আর একটিও উঠে আসেনি নেপাল থেকে। বিদেশের একাধিক ফ্রাঞ্চাইজি লিগে তিনি নিয়মিত মুখ। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সন্দীপ। ২০১৮ সালে আইপিএল-এ নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পান তিনি। দিল্লি ক্যাপিটলসের জার্সিতে আইপিএল-এ সন্দীপের অভিষেক হয়। আইপিএল-এ ৯টি ম্যাচে ১৩টি উইকেট তিনি সংগ্রহ করেছেন। নেপালের জার্সিতে সন্দীপ লামিচানে শেষ বার খেলেন অগস্টে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে। পাঁচ ম্যাচের মোট ১২টি উইকেট সংগ্রহ করেন তিনি। যার মধ্যে একটি ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।

কে এল রাহুলকে নিয়ে উদ্বিগ্ন নন লিটল মাস্টার, কেন দ্রুত উইকেট হারাচ্ছেন তারকা ওপেনার খোলসা করলেন কিংবদন্তিকে এল রাহুলকে নিয়ে উদ্বিগ্ন নন লিটল মাস্টার, কেন দ্রুত উইকেট হারাচ্ছেন তারকা ওপেনার খোলসা করলেন কিংবদন্তি

English summary
Sandeep Lamichhane affected physically and mentally after arrest warrant issued against him. Currently suspended and Former Nepal captain Sandeep Lamichhane is accused of Raping a 17 year old girl in Kathmandu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X