For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ আফ্রিকায় সাফল্যের জন্য বিরাটদের বার্তা ‘ক্রিকটে ঈশ্বর’-এর

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামার আগে বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন তেন্ডুলকরের উপদেশ ভেসে এল চেতেশ্বর পূজারা-বিরাট কোহলিদের জন্য। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়া বোলারদের কী ভাবে সামলাতে হবে তা নিয়েই উপদেশ দিয়েছেন সচিন।

দক্ষিণ আফ্রিকায় সাফল্যের জন্য বিরাটদের বার্তা ‘ক্রিকটে ঈশ্বর’-এর

কাগিসো রাবাডা-লুঙ্গি এনগিডি'দের সামলাতে ভারতীয় ব্যাটসম্যানদের 'ফ্রন্ট ফুট ডিফেন্স'-এর উপর জোর দিতে বলেছেন সচিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বিরাট কোহলি'র দল, যার সূচনা হবে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে। সচিন জানিয়েছেন, ভারতীয় ব্যাটসম্যানদের সাফল্য নির্ভর করবে তাদের ফ্রন্ট ফুট ব্যবহার করার দক্ষতার উপর।

লিটল মাস্টারের কথায়, "আমি সব সময়ে বলেছি ফ্রন্ট ফুট ডিফেন্স খুব গুরুত্বপূর্ণ। আপফ্রন্ট ফ্রন্ট ফুট ডিফেন্স ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফ্রন্টফুট ডিফেন্স-ই এখানে কাজে আসতে চলেছে। প্রথম ২৫ ওভারে ফ্রন্ট ফুট ডিফেন্স কঠিন হতে চলেছে।"

ইংল্যান্ডে লোকেশ রাহুল এবং রোহিত শর্মা'র ব্যাটিং-এর উদাহরণ টেনে দলের বাকি ব্যাটসম্যাদের সচিনের উপদেশ রাবাডাদের বিরুদ্ধে রোহিত-রাহুলের ব্যাটিং স্টাইল ফলো করো। ফ্রন্ট ফুট ডিফেন্স-এর কার্যকারীতা সম্পর্কে মাস্টার ব্লাস্টারের বলেন, "ইংল্যান্ডে রোহিত এবং রাহুল যখন রান পেয়েছে তখন ওরা এর (ফ্রন্ট ফুট ডিফেন্স) উপরই জোর দিয়েছে। একাধিক বার ওরা সমস্যায় পড়েছে ঠিকই এটা হতেই পারে। প্রত্যেক ব্যাটসম্যানই বিট হয়। বোলাররা উইকেট তোলার জন্য বোলিং করে। ফলে এটা স্বাভাবিক। কিন্তু যখন তোমার ব্যাট শরীরের থেকে দূরে যাওয়া শুরু করবে তখনই খোঁচা লাগার সম্ভবনা বাড়বে।"

ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করে এসেছেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। সচিন জানিয়েছেন, ইংরেজদের বিরুদ্ধে রোহিত এবং রাহুলের এই সাফল্যের প্রধান কারণ হল এঁরা দু'জনেই বলগুলি শরীরের কাছে খেলে। 'ক্রিকেট ঈশ্বর'-এর কথায়, "এই দুই ব্যাটসম্যানের সাফল্যের প্রধান কারণ এদের হাত শরীরের কাছে থাকে। বিগত সফরগুলিতে ইংল্যান্ডের মাটিতে ব্যর্থতা এবং শেষ সফরে ভারতীয় ওপেনারদের দুরন্ত পার্টনারশিপের মধ্যে এটাই প্রধান পার্থক্য।"

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল রোহিত শর্মা'র সার্ভিস পাবে না। হ্যামস্ট্রিং-এর চোটের কারণে ছিটকে গিয়েছে লাল বলের ক্রিকেটে সদ্য সহ-অধিনায়ক নিযুক্ত হওয়া রোহিত শর্মা। রোহিত ছিটকে যাওয়া দলের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছে লোকেশ রাহুল। চোটের কারণে ছিটকে যাওয়া রোহিতের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে প্রিয়াঙ্ক পানচল'কে। বক্সিং ডে টেস্টে লোকেশ রাহুলের সঙ্গে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়ান টেস্টে ওপেন করবেন ময়াঙ্ক আগারওয়াল।

English summary
Sachin Tendulkar shared valuable advice for Indian Batsmen right before the starting of Test Series against South Africa in their home land. Sachin adviced to focus of front foot defense to tackle the South African Bowlers. Sachin said front foot play of Indian batters will determine how they fare against Rabada and Ngidi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X