For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়াকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিনের ভারত, বিধ্বংসী ব্যাটিং নমন-পাঠানের

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া লেজেন্ডসকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে পৌঁছে গেল ইন্ডিয়া লেজেন্ডস। সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন দলের জয় এসেছে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে। ৬২ বলে ৯০ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা নমন ওঝা। ইরফান পাঠান তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ১২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিনের ভারত

রায়পুরে বৃষ্টির কারণে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ফাইনালটি হয় রিজার্ভ ডে-তে। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সচিন। অস্ট্রেলিয়ার প্রাক্তনীদের দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। বেন ডাঙ্ক করেন ২৬ বলে সর্বাধিক ৪৬। অধিনায়ক শেন ওয়াটসন ২১ বলে ৩০, ওপেনার অ্যালেক্স ডুলান ৩১ বলে ৩৫ রান করেন। ক্যামেরন হোয়াইট ১৮ বলে ৩০ ও ব্র্যাড হ্যাডিন ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন। অভিমন্যু মিঠুন ৪ ওভারে ২৫ ও ইউসুফ পাঠান ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ২টি করে উইকেট সংগ্রহ করেন। ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন রাহুল শর্মা।

জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সচিনের ইন্ডিয়া লেজেন্ডস। ২টি চারের সাহায্যে ১১ বলে ১০ রান করেন সচিন। সুরেশ রায়না ৮ বলে ১১, যুবরাজ সিং ১৫ বলে ১৮, স্টুয়ার্ট বিনি ৬ বলে ২, ইউসুফ পাঠান ২ বলে ১ রান করেন। ইউসুফ আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ১৫.৪ ওভারে ৫ উইকেটে ১২৫। চাপের মুখ থেকে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে নমন ওঝা ও ইরফান পাঠানোর ঝোড়ো ব্যাটিং। ওঝার ৬২ বলে ৯০ রানের ইনিংসে রয়েছে সাতটি চার ও পাঁচটি ছয়। পাঠান ২টি চার ও চারটি ছক্কা হাঁকান। তাঁদের অপরাজেয় জুটিই ভারতকে ফাইনালে পৌঁছে দেয়। শেন ওয়াটসন ২টি উইকেট নেন। নাথান রেয়ারডন, ব্রাইস ম্যাকগেইন ও জেসন ক্রেজা নেন একটি করে উইকেট। ব্রেট লি ৩.২ ওভারে ১৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।

কাল রায়পুরে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডস খেলবে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের বিরুদ্ধে। শনিবার ফাইনাল ম্য়াচটিও হবে রায়পুরেই।

English summary
Sachin Tendulkar-Led India Legends Beat Australia Legends To Reach RSWS Final In Raipur. Naman Ojha Remains Unbeaten On 90 Off 62 Deliveries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X