For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের নেতৃত্বে আগেও ইডেনে টি ২০ আন্তর্জাতিক জিতেছে ভারত, কবে জানেন?

  • |
Google Oneindia Bengali News

জয়পুর ও রাঁচিতে প্রথম দুটি টি ২০ আন্তর্জাতিক জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ ভারতের সামনে টানা দুটি টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি। গত বছর নিউজিল্যান্ড সফরে টি ২০ সিরিজ ভারত ৫-০-এ জিতেছিল। গৌতম গম্ভীর মনে করছেন, ভারতীয় দল পরীক্ষা-নিরীক্ষার পথে যদিও হাঁটে, তাহলেও ৩-০ ব্যবধানে সিরিজ জেতার লক্ষ্যে গা ছাড়া ভাব দেখানো উচিত নয়।

রোহিতের নেতৃত্বে আগেও ইডেনে টি ২০ আন্তর্জাতিক জিতেছে ভারত, কবে জানেন?

রোহিত শর্মা পাকাপাকিভাবে ভারতের টি ২০ অধিনায়ক। রাহুল দ্রাবিড় কোচ। তাঁদের জমানায় ভারত সিরিজ জয়ের ট্রফিটি পাবে ক্রিকেটের নন্দনকাননে ইডেন গার্ডেন্সে। তবে রোহিত শর্মা এর আগেও ইডেনে ভারতকে টি ২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সেটি ২০১৮ সালের ৪ নভেম্বর। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১০৯ রান তুলেছিল। ভারত ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ওই ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ যাদব। ভারতের হয়ে সর্বাধিক ৩১ রান করেছিলেন দীনেশ কার্তিক। রোহিত শর্মা ওই ম্যাচে টস জিতে ফিল্ডিংই নিয়েছিলেন।

রোহিতের নেতৃত্বে আগেও ইডেনে টি ২০ আন্তর্জাতিক জিতেছে ভারত

(ছবি- সিএবি)

রাতের দিকে বেশি পরিমাণে শিশির পড়বে বলে আজও যে দল টস জিতবে তারা ফিল্ডিংই নিতে চাইবে। টি ২০ বিশ্বকাপ থেকে ধরলে বেশিরভাগ দলই রাতের ম্যাচে রান তাড়া করে জিতেছে। গৌতম গম্ভীর কেকেআরের অধিনায়ক হিসেবেও দীর্ঘ সময় কাটিয়েছেন ইডেনে। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ভারত আজকের ম্যাচে ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে আবেশ খানকে খেলাতে পারে। তাহলে আবেশ কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। কেন না, ইডেনের উইকেটে পেস ও বাউন্স থাকে। গতকাল বিমানবন্দর থেকে সোজা ইডেনে পিচ দেখে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। সলিড পিচ দেখে তিনি কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছ থেকে জেনে নিয়েছেন কেমন বাউন্স ও ক্যারি থাকতে পারে। খোঁজ নিয়েছেন শিশিরের ব্যাপারেও। সুজন মুখোপাধ্যায় যে ভালো উইকেটই তৈরি রাখেন সেটা জানাতে ভোলেননি দ্রাবিড়। গম্ভীর মনে করেন, ভারত আজকের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতেই পারে। তবে এমন বেশি পরিবর্তনের দরকার নেই যাতে চাপ এসে পড়ে। নির্দয়ভাবেই ৩-০ ব্যবধানে সিরিজ জিততে ঝাঁপানো উচিত ভারতের।

রোহিতের নেতৃত্বে আগেও ইডেনে টি ২০ আন্তর্জাতিক জিতেছে ভারত

কিউরেটর বলছেন, ইডেনে এবার ১৬০-এর বেশি রান উঠবে। যদিও তাতে ব্যাটারদের দক্ষতা ও ভূমিকাও থেকেই যায়। কিন্তু ইডেনে টি ২০ আন্তর্জাতিকে ভারত সবচেয়ে বেশি রান তুলেছিল ৯ উইকেটে ১২০। ২০১১ সালে ইডেনে সেই ম্যাচটি ভারত ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে ২০১ তুলেছিল। সেই বিশ্বকাপেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে ১৫.৫ ওভারে ৪ উইকেটে ১১৯ রান তুলে ম্যাচ জিতেছিল। ২০১৬-র টি ২০ বিশ্বকাপে ইডেনে ৬ উইকেটে ১৬১ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে, দুই বল বাকি থাকতে কাপ জয় নিশ্চিত করেছিল ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড সেই ম্য়াচে ৯ উইকেটে ১৫৫ তুলেছিল। এ ছাড়া আফগানিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে ১৫৩ তুলেছিল, শ্রীলঙ্কা ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ করে ম্যাচ জিতেছিল।এ ছাড়া আর ইডেনে দেড়শোর উপর রান নেই কোনও দলের।

এদিন ইডেনে সস্ত্রীক উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমন্ত্রিত। তবে তিনি যাবেন কিনা সে বিষয়ে নিশ্চিত খবর এখনও নেই।

English summary
Rohit Sharma Set To Lead Indian Team For The Second Time In T20Is At Eden Gardens In Kolkata. Gautam Gambhir Opines India Can Rest Bhuvneshwar Kumar And Give Avesh Khan A Chance In Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X