For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL: বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত, রাজস্থানের বিরুদ্ধে জায়গা করে নিতে পারেন ওয়ার্নার-বিরাটদের ক্লাবে

বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত, রাজস্থানের বিরুদ্ধে জায়গা করে নিতে পারেন ওয়ার্নার-বিরাটদের ক্লাবে

Google Oneindia Bengali News

আইপিএল-এর অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় রোহিত শর্মাকে। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ থেকে রোহিতের হাতে পরে আইপিএল-এর সফলতম দল হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে, আইপিএল ২০২২-এ শুরুটা ভাল হয়নি রোহিতের দলের। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হয়েছে তারা।

IPL: বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত, রাজস্থানের বিরুদ্ধে জায়গা করে নিতে পারেন ওয়ার্নার-বিরাটদের ক্লাবে

শুধু অধিনায়ক হিসেবে নয়, দক্ষ ব্যাটসম্যান হিসেবেও নিজের ছাপ ছেড়েছেন রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর নজির গড়েছেন রোহিত। শনিবার রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ম্যাচে এই তারকা ব্যাটসম্যানের কাছে সুযোগ রয়েছে নিজের মুকুটে আরও একটি পালক জুড়ে নেওয়ার। রাজস্থানের বিরুদ্ধে ৬৪ রান করলে টি-২০ ক্রিকেটে বিরাট মাইলস্টোন স্পর্শ করবেন রোহিত। তিনি যদি এই সংখ্যক রান করতে পারেন তা হলে সর্বমোট সপ্তম ব্যাটসম্যান এবং বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দশ হাজার রান পূর্ণ করার নজির তৈরি করবেন। এই তালিকার শীর্ষে রয়েছে ক্রিস গেইল (৪৬৩ ম্যাচ ১৪,৫৬২ রান), শোয়েব মালিক (১১,৬৯৮), কিরন পোলার্ডা (১১,৪৩০), অ্যারন ফিঞ্চ (১০,৪৪৪), বিরাট কোহলি (১০,৩১৪) এবং ডেভিড ওয়ার্নার (১০,৩০৮)। একই সঙ্গে এই ম্যাচে ৬৪ রান করলে দ্রুততম দশ হাজার রান পূর্ণকারী পঞ্চম ক্রিকেটার হবেন তিনি।

IPL: বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত, রাজস্থানের বিরুদ্ধে জায়গা করে নিতে পারেন ওয়ার্নার-বিরাটদের ক্লাবে

তবে, এই কৃতিত্ব রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্পর্শ করা সহজ হবে না রোহিত শর্মার জন্য। কারণ এই ম্যাতে রোহিতের ব্যাটিংকে চ্যালেঞ্জের ফেলার জন্য জন্য রাজস্থানের তরফ থেকে থাকবেন যুজবেন্দ্র চহাল, রবিচন্দ্রন অশ্বিনের মতো বিধ্বংসী বোলাররা। পাশাপাশি রোহিতকে চিন্তায় রাখবে আইপিএল-এ তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স। ২০২০ থেকে তাঁর ব্যাটিং গড় ২৯.০০। শেষ দুই মরসুম এবং চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ মিলেয়ে এখনও পর্যন্ত মাত্র চারটি ম্যাচে অর্ধ শতরান বা তার বেশি করেছেন ভারতীয় দলের নব নিযুক্ত অধিনায়ক। তাঁর স্ট্রাইক রেট ১৩০-এর নীচে। তবে, ভারতের হয়ে ধারাবাহিকতা রয়েছে রোহিতের। শেষ দুই বছরে ২১টি ইনিংসে দেশের হয়ে ৬৮০ রান করেথে রোহিত, তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৫-এর কাছাকাছি। তবে, রোহিতের স্তরের ব্যাটসম্যানরা দীর্ঘ দিন অফ ফর্মে থাকেন না, তিনি অতি শীঘ্রই ফর্মে ফিরবেন আশা ক্রিকেট সার্কিটের। ফর্মে ফেরার লক্ষ্যে রাজস্থান ম্যাচের আগের দিন আলাদা ভাবেও প্র্যাকটিস করতে দেখা গিয়েছে

English summary
Rohit Sharma is standing in the verge of big milestone. Rohit will become only the seventh batter to score 10,000 T20 runs if scores 64 against Rajasthan Royals. He will also be the fifth-fastest to achieve the feat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X