For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেপ টাউনে টেস্টে নয়া বিশ্বরেকর্ড! পন্থের শতরানে মানরক্ষা ভারতের, দক্ষিণ আফ্রিকার টার্গেট ২১২

  • |
Google Oneindia Bengali News

কেপ টাউন টেস্ট উত্তেজক পরিসমাপ্তির দিকেই এগোচ্ছে। আজ টেস্টের তৃতীয় দিনের চা বিরতির আগে ১৯৮ রানে শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। তার মধ্যে ১০০ রানই ঋষভ পন্থের। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৩৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন ভারতের উইকেটকিপার-ব্যাটার।

কেপ টাউনে টেস্টে বিশ্বরেকর্ড! পন্থের শতরানে মানরক্ষা ভারতের

প্রথম ইনিংসে ভারতের ২২৩ রানের জবাবে ২১০ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট তথা সিরিজ জয় নিশ্চিত করতে ডিন এলগারের দলকে করতে হবে ২১২ রান। এই প্রথম টেস্টে কোনও দলের দুই ইনিংসেই সমস্ত ব্যাটার ক্যাচ আউট হলেন। তার মধ্যে সাতটি ক্যাচ একাই ধরেছেন প্রোটিয়াদের উইকেটকিপার কাইল ভেরেইন। মার্কো জানসেন চারটি, কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি তিনটি করে উইকেট নেন।

গতকাল দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৫৭। আজ খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন চেতেশ্বর পূজারা (৩৩ বলে ৯) ও অজিঙ্ক রাহানে (৯ বলে ১)। দিনের দ্বিতীয় ওভারে জানসেনের বলে পূজারার ক্যাচটি অনবদ্যভাবে তালুবন্দি করেন কিগান পিটারসেন। এর পরের ওভারের শেষ বলে কাগিসো রাবাডার বলে রাহানের ক্যাচটি ধরেন ডিন এলগার।

পূজারা ও রাহানের ব্যর্থতায় তাঁদের দল থেকে বাদ দেওয়ার দাবি সোশ্যাল মি়ডিয়ায় জোরালো হলেও আশিস নেহরা ভিন্নমত পোষণ করেন। তাঁর মতে, এই দুই ব্যাটার আজ যে দুটি বলে আউট হয়েছেন তাতে বিশ্বের যে কেউ, এমনকী বিরাট কোহলিও আউট হতেই পারতেন। তাছাড়া এই সিরিজেই তাঁরা হাফ সেঞ্চুরি করেছেন। এটা ঠিক রানের ধারাবাহিকতা নেই। কিন্তু সিনিয়রদের নিয়ে অবস্থান একটি ম্যাচের পরই বদলানো উচিত নয়। হনুমা বিহারী ও শ্রেয়স আইয়ার তাঁদের বিকল্প হলে যখন সুযোগ পাবেন তখন তাঁদের ক্ষেত্রেও একই মনোভাব দেখানো জরুরি। প্রচুর সময় দিতেই হবে।

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১৩০। ৫৮ বলে ৫০ পূর্ণ করেন পন্থ। তবে ১৪৩ বল খেলে বিরাট কোহলি ২৯ রানে ফেরার পর টেল এন্ডারদের নিয়ে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যেতে থাকেন পন্থ। চাইলে অনেক কম বলেই শতরান পূর্ণ করতে পারতেন। যে পিচে অন্য ব্যাটাররা পেস সামলাতে নাজেহাল, সেখানে অবলীলায় একের পর এক শট খেলে গেলেন পন্থ। ৫৬.১ ওভারে ১৭০ রানের মাথায় শার্দুল ঠাকুর আউট হন। শেষ অবধি ৬৭.৩ ওভারে ১৯৮ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। পন্থ থাকেন অপরাজিত।

English summary
Rishabh Pant Remains Unbeaten On 100 As India Set The Target Of 212 Runs For SA In Cape Town Test. India Have Scored 198 Runs In Their Second Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X