For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থের দুরন্ত অর্ধশতরানের সঙ্গে প্রত্যয়ী বিরাটের জুটিতে ধাক্কা সামলে কেপ টাউনে লিড বাড়াচ্ছে ভারত

  • |
Google Oneindia Bengali News

কেপ টাউন টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর পরই জোড়া ধাক্কা খেয়েছিল ভারত। তারপর ভারত ঘুরে দাঁড়াল প্রত্যয়ী বিরাট কোহলির সঙ্গে আক্রমণাত্মক ঋষভ পন্থের জুটিতে ভর করেই। প্রথম ইনিংসে বিরাট-পন্থ জুটিতে উঠেছিল ৫১ রান। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে অবিচ্ছেদ্য জুটিতে ৭২ রান যোগ করেছেন তাঁরা। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত এগিয়ে ১৪৩ রানে।

বিরাট-পন্থ জুটিতে ভর করে বড় লিডের দিকে এগোচ্ছে ভারত

এদিন ৫৮ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৬০ বলে ৫১ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। তিনি চারটি চার ও কেশব মহারাজের বলে একটি ছক্কা হাঁকিয়েছেন। চারটি চারের সাহায্যে ১২৭ বলে ২৮ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ১৭ ওভারে ২ উইকেটে ৫৭। আজ খেলা শুরুর পর দ্বিতীয় বলেই চেতেশ্বর পূজারা আউট হন মার্কো জানসেনের দুরন্ত বলে বলে ধরা কিগান পিটারসেনের অনবদ্য ক্যাচে। ৩৩ বলে ৯ রান করে পূজারা আউট হওয়ার পরের ওভারেই কাগিসো রাবাডার শিকার হন অজিঙ্ক রাহানে। তিনি ৯ বলে ১ রান করেন। ৫৮ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ার পর থেকে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ ও বিরাট কোহলি।

জোহানেসবার্গে বাজে শট খেলে আউট হয়ে প্রবল সমালোচিত হয়েছিলেন ঋষভ পন্থ। এরপর তাঁর সঙ্গে কথা বলেন হেড কোচ রাহুল দ্রাবিড়-সহ টিম ম্যানেজমেন্ট। প্রথম ইনিংসে চারটি চারের সাহায্যে ৫০ বলে ২৭ রান করে মার্কো জানসেনের শিকার হয়েছিলেন। তার আগে বিরাট কোহলির সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন মূল্যবান ৫১ রান। এদিনও বিরাটের সঙ্গে তিনি যে বড় পার্টনারশিপ গড়লেন তা এই টেস্টের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সুনীল গাভাসকর বলেছেন, এদিন একদিনের মেজাজে ব্যাট করলেও পন্থ যে শটগুলি খেলেছেন তা যথেষ্ট দায়িত্বশীলভাবেই। সেই সঙ্গে ভরসা দিয়েছেন অধিনায়ককে। রাবাডা, জানসেনদের আগুনে পেসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছেন বিরাট, খানিকটা স্বভাববিরুদ্ধ ঢঙেই মন্থর ব্যাটিং করছেন। কিন্তু চ্যালেঞ্জিং পিচে এই ইনিংস অধিনায়কোচিত তো বটেই। গাভাসকরের মতো বিশেষজ্ঞরা বারবার প্রশংসা করছেন পন্থের ব্যাটিংয়ের। যে পিচে ব্যাট করা সহজ নয়, সেখানে অবলীলায় ৮৫-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করা সত্যিই প্রশংসার দাবি রাখে।

বিরাট-পন্থ জুটিতে ভর করে বড় লিডের দিকে এগোচ্ছে ভারত

অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা নেয় পন্থের ব্যাট। সিডনি টেস্ট ড্র করতে দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ১৮১ বলে ৯৭। ব্রিসবেনে ১৮১ বলেই অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে টেস্ট তথা সিরিজ জয় নিশ্চিত করেছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। ইংল্যান্ড সফরে সেপ্টেম্বরে ওভাল টেস্টে অর্ধশতরানের পর ফের এদিন হাফ সেঞ্চুরি পেলেন।

English summary
Rishabh Pant Hits First Test Fifty Against South Africa In Cape Town Test. At Lunch Of Day 3, India Lead By 143 Runs With 6 Wickets Remaining.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X