For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখর ধাওয়ানের প্রশংসায় রবি শাস্ত্রী, বিরাট-রোহিতের প্রসঙ্গ তুলে বললেন কোন কথা

শিখর ধাওয়ানের প্রশংসায় রবি শাস্ত্রী, বিরাট-রোহিতের প্রসঙ্গ তুলে বললেন কোন কথা

Google Oneindia Bengali News

টি ২০ সিরিজ জিতে নিউজিল্যান্ড সফর শুরু করা ভারতীয় দল ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে, এই হারের মধ্যেও ভারতের জার্সিতে ঝকঝকে লেগেছে টপ অর্ডারকে।

শিখর ধাওয়ানের প্রশংসায় রবি শাস্ত্রী, বিরাট-রোহিতের প্রসঙ্গ তুলে বললেন কোন কথা

বোলারদের ব্যর্থতায় ভারতীয় দলকে হারতে হলেও ব্যাটসম্যানরা দারুণ পারফর্ম করেছেন। শ্রেয়স আইয়ার ৮০ রান করেছেন, অর্ধ-শতরান করেছেন শুভমন গিল (৫০)। তবে সব থেকে বেশি নজর কেড়েছেন এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানো শিখর ধাওয়ান। ৭২ রানের ইনিংস খেলেন শিখর। ১৩টি চার দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন শিখর ধাওয়ান। এটি কেরিয়ারের ৩৯তম অর্ধ শতরান ছিল শিখরের।

এই ম্যাচের আগে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের সম্প্রচারকারী সংস্থার প্রি-ম্যাচ শো-তে শিখর ধাওয়ানের ভুয়সী প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। তিনি জানিয়েছে, শিখরের কখনওই নিজের প্রাপ্য প্রশংসা পায়নি। সব লাইম লাইট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর এবং তিনি থেকে গিয়েছেন আড়ালেই। শিখরের প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, "প্রচুর অভিজ্ঞ এক জন ক্রিকেটার শিখর। যতটা প্রশংসা ওর প্রাপ্য ততটা ও পায়নি। সত্যি বলতে অধিকাংশ স্পট লাইটই বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপর। কিন্তু এক দিনের ক্রিকেটে ওর রেকর্ডের দিকে যদি দেখেন এবং তার কিছু ইনিংসের দিকে যদি নজর রাখেন তা হলে দেখবেন বল দলগুলোর বিরুদ্ধে বড় ম্যাচে ও পারফর্ম করেছে, এটা অসাধারণ একটা রেকর্ড। উপরের দিকে এক জন লেফট হ্যান্ডার অনেক তফাৎ গড়ে দেয়। স্বাভিক স্ট্রোক প্লেয়ার ও। উচ্চ মানের ফাস্ট বোলিংকে কাউন্টার করার জন্য ওর কাছে পুল, কাট, ড্রাইভ বিভিন্ন রকম শট রয়েছে। ব্যাটে বল ভাল মতো এলে ও খেলতে পছন্দ করে। আমি মনে করি ওর অভিজ্ঞতা এই সিরিজে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বহু তরুণ ক্রিকেটার রয়েছে দলে তবে আমি মনে করি এই ফরম্যাটে ওর অভিজ্ঞতা খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে।"

যদিও মাঠের মধ্যে রবি শাস্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারতীয় বোলাররা। উমরান মালিক ছাড়া এই ম্যাচে কোনও ভারতীয় বোলারই ঠিক মতো পারফর্ম করতে পারেননি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভারত খেলবে ২৯ নভেম্বর হ্যামিলটনে এবং তৃতীয় ম্যাচটি খেলবে ক্রাইস্টচার্চে ৩০ নভেম্বরয

English summary
Ravi Shastri applauds Shikhar Dhawan and feels his experience will be vital in New Zealand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X