For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জিতে জমজমাট বাংলা-হায়দরাবাদ ম্যাচ, গোয়ার বিরুদ্ধে অর্ধশতরান রাহানের

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা ও হায়রাবাদের দ্বৈরথ তুল্যমূল্য জায়গায় দাঁড়িয়ে। কটকের বরাবাটি স্টেডিয়ামে জিততে হলে হায়দরাবাদকে করতে হবে আরও ২২৩ রান, বাংলাকে তুলতে হবে ৭ উইকেট। প্রথম ইনিংসে বড় রানের লিড নিতে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরনের দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পারফরম্যান্স মোটেই আশাপ্রদ নয়।

রঞ্জিতে জমজমাট বাংলা-হায়দরাবাদ ম্যাচ, গোয়ার বিরুদ্ধে অর্ধশতরান রাহানের

প্রথম ইনিংসে বাংলার ২৪২ রানের জবাবে একটা সময় ৭০ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল হায়দরাবাদ। সেখান থেকে তারা পৌঁছে যায় ২০৫ রানে। বাংলা বড় রানের বোঝা চাপাতেই পারত হায়দরাবাদের উপর। কিন্তু ফের ব্যাটিং বিপর্যয়ের জেরে সেটি হলো না। গতকালই দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে আউট হয়েছিলেন সুদীপ ঘরামি। আজ ১৫.৩ ওভারে দলের ৩৪ রানের মাথায় অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের উইকেট হারায় বাংলা। ৪৫ বলে ২৪ রান করেন ঈশ্বরন। ৩০.৫ ওভারে ৬৯ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। সায়নশেখর মণ্ডল ফেরেন ১৭ রান করে। মন্ত্রী তথা বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি ফের ব্যর্থ। ১৭ বলে ১০ রান করে তিনি রান আউট হন। ৩৫.৩ ওভারে ৮১ রানে বাংলার চতুর্থ উইকেটটি পড়ে।

রঞ্জিতে জমজমাট বাংলা-হায়দরাবাদ ম্যাচ, গোয়ার বিরুদ্ধে অর্ধশতরান রাহানের

অবস্থা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা চালান ঋত্ত্বিক রায়চৌধুরী ও অনুষ্টুপ মজুমদার। ৪৮.৪ ওভারে ঋত্ত্বিক আউট হলে বাংলার পঞ্চম উইকেটটি পড়ে ১১৮ রানে। ১২৭ বলে ৪১ রান করেন ঋত্ত্বিক। এরপর অনুষ্টুপের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন শাহবাজ আহমেদ। ৭৪.৫ ওভারে ১৮৩ রানের মাথায় ব্যক্তিগত ৪২ রানে আউট হন অনুষ্টুপ। তিনি খেলেন ১২৭ বল। ঠিক দুই বল পরই অভিষেক পোড়েল শূন্য রানে রান আউট হন। বাংলার সপ্তম উইকেটটিও পড়ে ১৮৩ রানে। সেখান থেকে ২০১ রানে অল আউট হয়ে যায় বাংলা। ৮৭ বলে শাহবাজ আহমেদ ৫১ রান করে ধারাবাহিকতার পরিচয় দেন। তনয় ত্যাগরাজন ও তিলক ভর্মা তিনটি করে উইকেট নেন। ২৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই মুকেশ কুমারের শিকার হন অধিনায়ক তন্ময় আগরওয়াল। দিনের শেষে হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে। অক্ষত রেড্ডি শূন্য রানে আকাশ দীপের বলে বোল্ড হন। মিকিল জয়সওয়ালকে ৫ রানে ফেরান ঈশান পোড়েল। তিলক বর্মা অপরাজিত রয়েছেন ১১ রানে।

রঞ্জিতে জমজমাট বাংলা-হায়দরাবাদ ম্যাচ, গোয়ার বিরুদ্ধে অর্ধশতরান রাহানের

আমেদাবাদের মোতেরায় চলছে মুম্বই বনাম গোয়া ম্যাচ। মুম্বইয়ের ১৬৩ রানের জবাবে গোয়া তুলেছিল ৩২৭। জবাবে আজ মুম্বই শেষ পাওয়া খবরে ৭ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে। ১৪৮ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেছেন অজিঙ্ক রাহানে।

English summary
Ranji Trophy: Ajinkya Rahane Slams Fifty Against Goa. Bengal Set The Target Of 239 Runs For Hyderabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X