For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোজের বাংলা রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে, আকাশ দীপের ৫ উইকেট

রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার দাপট অব্যাহত। আকাশ দীপ ৫ উইকেট তুলে নেওয়ায় মনোজ তিওয়ারির দল হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে ২৫৬ রানে।

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে বাংলার দাপুটে পারফরম্যান্স এবার দেখা গেল হরিয়ানার বিরুদ্ধেও। লাহলিতে চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে এলিট গ্রুপ এ-র ম্যাচের দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসে ২৫৬ রানের লিড নিশ্চিত করে ফেলেছে বাংলা। বাংলার ৪১৯ রানের জবাবে এদিন মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় হরিয়ানার প্রথম ইনিংস। আকাশ দীপ নেন ৫ উইকেট।

 বাংলা রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে

(ছবি- সিএবি মিডিয়া)

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৬ উইকেটে ৩৩৫। অনুষ্টুপ মজুমদার ১৩৭ ও প্রদীপ্ত প্রামাণিক ২৩ রানে অপরাজিত ছিলেন। আজ ম্যাচের দ্বিতীয় দিনে বাংলা আরও ২৩.৪ ওভার খেলে। প্রথম ইনিংসে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দল তোলে ১১৩.৪ ওভারে ৪১৯। চ্যালেঞ্জিং পিচে গতকাল দুরন্ত শতরান করে বাংলার চাপ কাটিয়েছিলেন অনুষ্টুপ। ১৪টি চারের সাহায্যে ২৪৫ বলে ১৪৫ রান করে তিনি সুমিত কুমারের বলে বোল্ড হন। প্রদীপ্ত করেন ৪৬ বলে ৩৭। আকাশ দীপ ১৮ বলে ২২ ও মুকেশ কুমার ২৪ বলে ১৭ রান করেন। ২৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ঈশান পোড়েল। হর্ষল প্যাটেল হরিয়ানার সফলতম বোলার। ভারতীয় দলে খেলা হর্ষল ৪টি মেডেন-সহ ২৪.৪ ওভারে ৮০ রান খরচ করে নিয়েছেন চারটি উইকেট। অজিত চাহাল তিনটি, সুমিত কুমার ২টি ও আমন কুমার একটি উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে সতর্কভাবেই শুরু করেছিল হরিয়ানা। ৪৪ রানে প্রথম উইকেট পড়ার পর আর ১২ রান যোগ হওয়ার ফাঁকে আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হর্ষল প্যাটেলের নেতৃত্বাধীন দল। ৬৯ রানে পঞ্চম, ৮১ রানে ষষ্ঠ, ৮২ রানে সপ্তম, ৯৯ রানে অষ্টম ও ১০০ রানে নবম উইকেট পড়ে যায়। যদিও দশম উইকেট জুটিতে সুমিত কুমার ও আমন কুমার ৬৩ রান যোগ করেন। ৫২ ওভারে ১৬৩ রানে অল আউট হয় হরিয়ানা। সুমিত কুমার ৭৪ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।

বাংলার সফলতম বোলার আকাশ দীপ। তিনি ১৩ ওভারে ৬১ রান খরচ করে পাঁচটি উইকেট নেন। ঈশান পোড়েল ১৪ ওভার বল করেছেন, ৬টি মেডেন, ২৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। মুকেশ কুমার সাতটি মেডেন-সহ ১৭ ওভারে ৪১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। একটি মেডেন-সহ চার ওভারে ১৯ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন প্রদীপ্ত প্রামাণিক। প্রথম ইনিংসে বাংলা ২৫৬ রানের লিড নিয়ে হরিয়ানাকে ফলো অনে বাধ্য করিয়ে সরাসরি জয়ের পথেই হাঁটতে পারে। কারণ, উত্তরাখণ্ড বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে। বরোদা দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে পিছিয়ে রয়েছে ১২ রানে। ফলে উত্তরাখণ্ডের জয়ের সম্ভাবনা ভালোই। এই পরিস্থিতিতে বাংলা যদি হরিয়ানাকে হারায় তবেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখতে পারবে।

English summary
Ranji Trophy 2022-23: Bengal Secure 1st Innings Lead Of 256 Runs Against Haryana. Akash Deep Bags 5 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X