For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়কত্ব ছাড়লেন বিরাট, সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য কোচের

অধিনায়কত্ব ছাড়লেন বিরাট, সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য কোচের

Google Oneindia Bengali News

বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি বলেন , তিনি ঠিক জানেন না কেন বিরাট এমন সিদ্ধান্ত নিয়েছেন, তবে তিনি মনে করেন এই সিদ্ধান্ত অনভিপ্রেত ছিল। যেহেতু তিনি সঠিক কারণ জানেন না তাই বিষয়টার গভীরে যেতে চান না তিনি।

অধিনায়কত্ব ছাড়লেন বিরাট, সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য কোচের

কী বলেছেন তিনি?

রাজকুমার শর্মা বলেছেন, 'আমি খুব আশ্চর্য হয়েছি বিরাটের এই সিদ্ধান্তে। আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারব না। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলতে চাইব না কী কারণে ও এই সিদ্ধান্ত নিল। এ ব্যাপারে বেশি কিছু বলাও আমার ঠিক হবে না। কি হয়েছে না হয়েছে প্রকৃত বিষয় না জেনে কিছু বলাটা ঠিক হবে বলে আমি মনে করি না। তবে এটুকু বলতে পারি এই সিদ্ধান্ত হঠকারিতার মধ্যে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে বিরাট এই সিদ্ধান্ত নিয়েছে।'

কী মনে করেন রাজকুমার শর্মা?

একইসঙ্গে তিনি বলেছেন, 'আমি বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে ওর অবদান অপরিহার্য। ও ভারতের অন্যতম সফল অধিনায়ক। ও যখন অধিনায়ক হয়েছিল দল টেস্ট ক্রিকেটে বিশ্বতালিকায় সাত নম্বরে নেমে গিয়েছিল। সেখান থেকে দলকে টেনে তুলে এক নম্বর করেছিল। প্রায় চার বছর এই স্থানে ছিল ভারত। বিষয়টা অত সহজে হয় না'।।

ধোনি টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নেওয়ার পর ২০১৪ সালে বিরাট কোহলির হাতে দলের দায়িত্ব আসে। তাঁর অধিনায়কত্বে ৬৮ টেস্ট খেলে ভারত ৪০টিতেই জিতেছে। এটাই আজ পর্যন্ত কোনও ভারতের টেস্ট অধিনায়কের সেরা পরিসংখ্যান।

তাঁর অধিনায়কত্বেই অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত। দলের বিদেশের মাটিতে টেস্ট খেলার ধারনাই বদলে দিয়েছিল তাঁর অধিনায়কত্ব। একটা ম্যাচ নয় বিদেশে সিরিজ জয়ের মনোভাব তৈরি করেছিলেন কোহলি।

English summary
rajkumar sharma on test virat Kohli's test captaincy decision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X