For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতাতে পারেননি রাজস্থান রয়্যালসকে, জরিমানা সঞ্জুর দলের

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সঞ্জু স্যামসনের দল নেমে গিয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। ৯টি ম্যাচের মধ্যে রাজস্থান এবারের আইপিএলে এখনও অবধি জিতেছে চারটি ম্যাচে, হার পাঁচটিতে। পরের ম্যাচে দলে রদবদলের ইঙ্গিতও দিয়েছেন সঞ্জু স্যামসন। এরই মধ্যে গোটা দল শাস্তির কবলে পড়ল।

দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর জরিমানা রাজস্থান রয়্যালসের

আজ আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলতি আইপিএলে দ্বিতীয়বার স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজস্থান রয়্যালস। সে কারণে অধিনায়ক সঞ্জু স্যামসনের ২৪ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে। আরেকবার একই অপরাধে জড়িয়ে পড়লে নির্বাসনের মুখেও পড়তে হবে সঞ্জুকে। প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের প্রত্যেকের জন্য নিয়মমতো ম্যাচ ফি-র ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকার মধ্যে যেটি কম হবে সেই পরিমাণ জরিমানা ধার্য করা হয়েছে। ফলে পরবর্তী ম্যাচগুলিতে নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করার দিকে নজর রাখতে হবে রাজস্থান রয়্যালসকে। কেন না, ফর্মে থাকা সঞ্জু যদি নির্বাসিত হন তাহলে সমস্যা আরও বাড়বে রাজস্থান রয়্যালসের।

দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর জরিমানা রাজস্থান রয়্যালসের

আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। স্লো উইকেটে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তোলে দিল্লি ক্যাপিটালস। একটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৩ রান করে ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়স আইয়ার। শিমরন হেটমায়ার ২৮, ঋষভ পন্থ ২৪ রান করেন। দুই ওপেনার অবশ্য এদিন রান পাননি। শিখর ধাওয়ান ৮ ও পৃথ্বী শ ১০ রান করেন। দলে কামব্যাক করে ললিত যাদব ১৪ রানে অপরাজিত থাকেন। মুস্তাফিজুর রহমান ২২ রানে ২টি এবং চেতন সাকারিয়া ৩৩ রানে ২টি উইকেট নেন। পাঞ্জাব কিংস ম্যাচে শেষ ওভারে ম্যাচ জেতানোর নায়ক কার্তিক ত্যাগী ধাওয়ানকে আউট করলেও চার ওভারে ৪০ রান খরচ করেন। রাহুল তেওয়াটিয়া নেন ১ উইকেট।

দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর জরিমানা রাজস্থান রয়্যালসের

জবাবে খেলতে নেমে, ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানের বেশি এগোতে পারেনি রাজস্থান রয়্যালস। ১৭ রানের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল ৪.২ ওভারে। ম্যাচে পরাজয়ের জন্য এটিকেও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্যামসন। তাঁর কথায়, টার্গেট তোলার মতোই ছিল। কিন্তু প্রথমদিকে দ্রুত উইকেট হারানোয় সমস্যা হয়ে যায়। ১১.৫ ওভারের মাথায় মাত্র ৫৫ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সঞ্জু স্যামসন ৫৩ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। মহীপাল লোমররের ১৯ ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে এনরিখ নরকিয়া (এনরিক নর্টজে) ২টি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা ও অক্ষর প্যাটেল।

English summary
Rajasthan Royals Have Been Fined For Slow Over Rate During Their IPL Match Against Delhi Capitals. Captain Sanju Samson Was Fined Rs 24 Lakhs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X