For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় দলে বড় ঝাঁকুনি! বিভিন্ন টি ২০ লিগে খেলার ছাড়পত্র কি দেবে বিসিসিআই?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে ফের হতাশ করল ভারতীয় দল। বিশ্বের ১ নম্বর টি ২০ দলকে গতকাল অ্যাডিলেডে ১০ উইকেটে হেলায় হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে জস বাটলারের ইংল্যান্ড। এরপর ভারতের নিউজিল্যান্ড সফর রয়েছে। নিউজিল্যান্ডও এবারের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পরাস্ত হয়েছে। এই সিরিজের জন্য রাহুল দ্রাবিড় ও অন্যান্য সাপোর্ট স্টাফদের পাঠানো হচ্ছে না।

নিউজিল্যান্ডে কোচ লক্ষ্মণ

নিউজিল্যান্ডে কোচ লক্ষ্মণ

নিউজিল্যান্ডে গিয়ে ভারত তিনটি করে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক খেলবে। প্রথম ম্যাচ ওয়েলিংটনে ১৮ নভেম্বর। ইতিমধ্যেই এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকাদের। টি ২০ সিরিজে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। একদিনের সিরিজে শিখর ধাওয়ান। এরপর বাংলাদেশ সফরে অবশ্য পূর্ণশক্তির দল নিয়েই যাবে ভারত। ভারত টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রাহুল দ্রাবিড় নন, নিউজিল্যান্ড সফরে ভারতীয় হেড কোচের ভূমিকা পালন করবেন ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। ব্যাটিং কোচ হিসেবে যাবেন হৃষীকেশ কানিতকর ও বোলিং কোটের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে। এর আগে, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে সফরের পাশাপাশি ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে লক্ষ্মণ অ্যান্ড কোংকে ভারতীয় দলে কোচিং করাতে দেখা গিয়েছে।

টি ২০ লিগে খেলার অনুমতি নিয়ে চর্চা

টি ২০ লিগে খেলার অনুমতি নিয়ে চর্চা

টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর থেকে বিসিসিআইয়ের এক সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা চলছে। মহিলাদের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিলেও ভারতীয় পুরুষ দলের ক্রিকেটারদের সেই অনুমতি দেয় না বিসিসিআই। বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলতি টি ২০ বিশ্বকাপে অনেকে সফল হয়েছেন। গতকাল অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডনদের বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে ইংল্যান্ড। শুধু বিগ ব্যাশেই নয়, ইংল্যান্ডের অনেক ক্রিকেটার বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন। তারই সুফল মিলছে বিশ্বকাপেও। ভারতীয় ক্রিকেটাররা বিগ ব্যাশে খেললে টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার ধারা কাটানো সম্ভব হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।

দ্রাবিড় তুললেন মূল সমস্যার কথা

দ্রাবিড় তুললেন মূল সমস্যার কথা

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, বিগ ব্যাশে খেলতে পারলে সুফল যে মিলবে সে বিষয়ে সন্দেহ নেই। ইংল্যান্ডের অনেকেই বিগ ব্যাশে খেলেন। তবে ভারতের পক্ষে বিগ ব্যাশে প্লেয়ারদের পাঠানোটা কঠিন। কেন না, যখন এই টুর্নামেন্টটি চলে তখন ভারতে অনেক ঘরোয়া টুর্নামেন্ট চলে। সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতিজনিত কারণেই আমাদের ক্রিকেটাররা এই ধরনের লিগে খেলার সুযোগ পাচ্ছেন না। এই ব্যাপারে বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ঘরোয়া ক্রিকেট মরশুমের মাঝামাঝি বিগ ব্যাশ হয়। ভারতীয় ক্রিকেটারদের এতটাই চাহিদা যে, তাঁরা এই লিগে খেললে ভারতে ঘরোয়া টুর্নামেন্টই হবে না। ভারতে যদি রঞ্জি ট্রফি-সহ প্রথম শ্রেণির ক্রিকেট না হয়, তাহলে টেস্ট ক্রিকেটও উঠে যাবে!

টেস্ট ক্রিকেটকেই প্রাধান্য

টেস্ট ক্রিকেটকেই প্রাধান্য

দ্রাবিড়ের কথায়, অনেকেই বিভিন্ন টি ২০ লিগে ভারতীয়দের অংশগ্রহণ করতে না দেওয়ার প্রসঙ্গে মতামত জানান। কিন্তু ভারতীয় ক্রিকেটের চ্যালেঞ্জ, বিসিসিআই কোন পরিস্থিতিতে পড়বে, সেই সমস্ত দিকও বিবেচনার দরকার আছে। আমাদের মরশুমের মাঝপথে বিভিন্ন লিগের জন্য অনেকেই আমাদের ক্রিকেটারদের পেতে চান। আমাদের চোখের সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের উদাহরণ, ভারতীয় ক্রিকেট সেদিকে যাক সেটা আমরা চাইব না। টি ২০ লিগগুলিতে ক্রিকেটাররা খেললে তার প্রভাব পড়বে রঞ্জি ট্রফিতে। যাতে আবার প্রভাবিত হবে টেস্ট ক্রিকেট। আমি মনে করি, ভারতীয়দের টেস্ট ক্রিকেট ভালো খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লোকেশ রাহুল তীব্র সমালোচনায় বিদ্ধ! অ্যাডিলেডে প্রেমিকাকে নিয়ে ভুরিভোজে দেখে নাগরিকত্ব কাড়ার দাবিলোকেশ রাহুল তীব্র সমালোচনায় বিদ্ধ! অ্যাডিলেডে প্রেমিকাকে নিয়ে ভুরিভোজে দেখে নাগরিকত্ব কাড়ার দাবি

English summary
Rahul Dravid-Led Coaching Staff Has Been Given A Break After India Were Defeated By England In The T20 World Cup Semi Final. VVS Laxman To Act As Head Coach In New Zealand Tour.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X