For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের হ্যাংলামি যাচ্ছে না, ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে আইসিসিকে চাপ

দিন কয়েক আগে আইসিসি ক্রিকেটে নতুন লিগের ভাবনা দেখিয়েছে। সব দেশ মিলিয়ে হোম -অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে ক্রিকেট।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবার আইসিসিকে চাপে ফেলতে চেষ্টা করল। আইসিসি দিন কয়েক আগে দারুণ সিদ্ধান্ত নিয়েছে একদিনের লিগ ও টেস্ট লিগ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এই লিগে পাকিস্তান খেলার জন্য শর্ত দিয়েছে।

পাকিস্তানের হ্যাংলামি যাচ্ছে না, ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে আইসিসিকে চাপ

২০১৯ থেকে এই ক্রিকেট লিগ চালু করার ভাবনায় আইসিসি। এদিকে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান নাজম শেটি জানিয়েছেন ভারত যদি পাকিস্তানের মাঠে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয় তাহলেই এই নতুন লিগে সায় জানাবে তারা।

২০১৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে মউ সই করেছিল বিসিসিআই। যেটা অনুযায়ি ২০১৫-২০২৩ -র মধ্যে ছটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। কিন্তু দু দেশের রাজনৈতিক সম্পর্কে অবনতি হওয়ায় ভেস্তে যায় সেই মউ। তারপর থেকে নানাভাবে ভারতকে চাপ দিয়ে ক্রিকেট সিরিজ খেলানোর দাবি তুলেছে পাকিস্তান।

পাকিস্তানের হ্যাংলামি যাচ্ছে না, ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে আইসিসিকে চাপ

সেই চিত্রনাট্যে নবতম সংযোজন আইসিসিকেও চাপে রাখা। নাজম শেটি বলেছেন, 'ভারত যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলে তবেই এই চুক্তিতে সই করবে তারা।২০১৪ সালের চুক্তিতে যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল সেভাবে সিরিজ খেলতে হবে।২০২৩ -র মধ্যে সেই ম্যাচ গুলি খেলে নিতে চাইছে তারা। '

৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও দাবি করেছে তারা। সব মিলিয়ে যেকোন অবস্থাতেই ভারতকে খেলাতো তারা বদ্ধপরিকর।

English summary
Pakistan cricket board roars again Najam Sethi clears his view on ICC league 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X