For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IND vs SA: দক্ষিণ আফ্রিকায় কেরিয়ার বাঁচাতে মাঠে নামবেন শিখর

দক্ষিণ আফ্রিকায় কেরিয়ার বাঁচাতে মাঠে নামবেন শিখর

Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে হঠাৎ করেই ব্রাত্য হয়ে পড়েছেন শিখর ধাওয়ান। টেস্ট দলে কখনওই নিয়মিত ছিলেন না শিখর, কিন্তু ওডিআই এবং টি-২০ ক্রিকেটে তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। বর্তমানে তাঁর জায়গা দখল করেছেন লোকেশ রাহুল। ওডিআই-তে ৪৫.৫৫ গড়ে ছয় হাজারের উপর রানের মালিক শিখরের জায়গায় খেলার জন্য তৈরি রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, ঋতুরাজ গায়েকোয়াডের মতো তরুণ প্রতিভা। ৯৩.৭৩ স্ট্রাইক রেটে ওডিআই ফরম্যাটে ধাওয়ানের রয়েছে ১৭টি শতরান।

IND vs SA: দক্ষিণ আফ্রিকায় কেরিয়ার বাঁচাতে মাঠে নামবেন শিখর

চোখ ধাঁধানো পরিসংখ্যান থাকলেও হঠাৎই থমকে গিয়েছে শিখরের কেরিয়ার, বরাবরই প্রচারের আলোর বাইরে এক কোনে থাকেন এই বামহাতি ব্যাটম্যান।

টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শিখর। ৩৬ বছর বয়সী ক্রিকেটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ওডিআই সিরিজ। এই সিরিজে শিখরের পারফরম্যান্স ঠিক করে দেবে তাঁর ওডিআই কেরিয়ারের ভবিষ্যৎ, বর্তমানে ভারতীয় দলের যা অবস্থা তাতে একমাত্র এই ফরম্যাটেই শিখরকে জাতীয় দলের জন্য ফিট করতে পারেন নির্বাচকরা। দীর্ঘদিন দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি শিখরের। গত বছর জুলাই মাসে রাহুল দ্রাবিড়ের কোচিং-এ দ্বিতীয় সারির ভারতীয় দলকে নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন শিখর। ওই সফরে ভারতের নেতৃত্বে ছিলেন তিনি। উল্লেখ্য, সিনিয়র ভারতীয় দল তখন ইংল্যান্ড সফরে ছিল।

দেশের হয়ে টি-২০ ফরম্যাটের ক্রিকেটেও নিজের জায়গা হারিয়েছেন শিখর ধাওয়ান। আইপিএল-এ দিল্লি ক্যাপিটলসের জার্সিতে তাঁর ব্যাটিং ব্যর্থতার কারণে টি-২০ বিশ্বকাপের দলেও রাখা হায়নি তাঁকে। এটাই প্রথমবার নয় যেখানে জাতীয় দলে জায়গা হারানোর মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন শিখর। এর আগেও একাধিকবার এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন তিনি। রোহিত শর্মার হাঁটুর চোট ফের একবার তাঁর সামনে সুযোগ এনে দিয়েছে নিজের ওডিআই কেরিয়ার বাঁচানোর।

বিশ্বকাপের আগে খুব বেশি ওডিআই সিরিজ খেলবে না ভারত। যে'কটা ম্যাচ হাতে পাবে তার মধ্যেই ২০২৩ বিশ্বকাপের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে টিম ইন্ডিয়াকে। ২০২৩ বিশ্বকাপের সময়ে ৩৮ বছরে পা রাখবেন শিখর। সেই সময়ে ভারতীয় দলে সুযোগ পেতে হলে এই ওডিআই ম্যাচগুলিতে ব্যাটে রান পাওয়া খুবই জরুরি। কারণ তরুণ ঋতুরাজ গায়েকোডের বিধ্বংসী ব্যাটিং এবং ধারাবাহিকতা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে শিখরকে। ভারতের হয়ে ১৪৫টি ওডিআই ম্যাচে ৬১০৫ রান রয়েছে শিখরের। গত বছর দেশের জার্সিতে ৬টি ওডিআই ম্যাচে ২৯৭ রান করেছেন তিনি। তিনটি অর্ধ-শতরান পেলেও, আসেনি একটিও শতরান।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নামার আগে ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক ধাওয়ান প্রসঙ্গে বলেছেন, "শিখর একজন অভিজ্ঞ ক্রিকেটার। ও জানে দল ওর থেকে কী আশা করে। একজন অধিনায়ক হিসবে তাঁকে ক্রমাগত ভাল পারফর্ম করার জন্য আত্মবিশ্বাস দেওয়াটা আমার কাজ। যাতে অতীতে যে ভাবে দলকে সাহায্য করেছে, সেই ভাবেই নিজের কাজটা করতে পারে।" ভারতীয় ক্রিকেট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারুণ্য প্রতি জোর দিচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। সেই জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধাওয়ানে পারফরম্যান্স প্রত্যাশা মতো না হলে ওডিআই ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে যাবে।

English summary
South Africa tour is going to be a crucial one for Shikhar Dhawan’s ODI Career. Shikhar Dhawan is going to play to save his odi career. There are many young talent around and inconsistency of Dhawan led him in the verge of losing place in the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X