For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিয়ামি ওপেনেও খেলতে পারবেন না নোভাক, নিয়মের গেঁড়োয় আটকে গেলেন সার্বিয়ান তারকা

মিয়ামি ওপেনেও খেলতে পারবেন না নোভাক, নিয়মের গেঁড়োয় আটকে গেলেন সার্বিয়ান তারকা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের টিকা না নেওয়ার কারণে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলীয় ওপেনে অংশ নিতে পারেননি নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার এক দিন আগেই অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছিল নোভাককে।

মিয়ামি ওপেনেও খেলতে পারবেন না নোভাক, নিয়মের গেঁড়োয় আটকে গেলেন সার্বিয়ান তারকা

এখনও পর্যন্ত টিকা না নিতে পারার জন্য প্রশ্নের মুখে ফরাসি ওপেনে তাঁর অংশ গ্রহণও। এ বার টিকা না নেওয়ার কারণে ইন্ডিয়ান ওপেন এবং মিয়ামি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না নোভাক জকোভিচ। নিজেই সেই কথা জানিয়েছেন সার্বিয়ার সর্বকালের সেরা টেনিস তারকা।

২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জানিয়েছেন ক্যালিফোর্নিংয়ায় আসন্ন ইন্ডিয়ান ওয়েলসে তিনি অংশ নিতে পারবেন না এবং একই রকম ভাবে অংশ নিতে পারবেন না মিয়ামি টুর্নামেন্টসেও কারণ ভ্যাকসিন না নেওয়ার কারণে তাঁর আমেরিকায় যাওয়ার অনুমতি নেই। জোকভিচ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সেন্টর ফর ডিজিস কন্ট্রোল নিয়মে কোনও পরিবর্তন আনেনি তাই এই টুর্নামেন্টগুলিতে তিনি অংশ নিতে পারবেন না।

এই মুহূর্তে এটিপি ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জকোভিচ। ভ্যাকসিন না নেওয়ার কারণে তাঁকে অস্ট্রেলিয়া থেকে ডিপোর্ট করা হয়েছিল।

জকোভিচ না থাকার কারণে অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ বাছাই রাফায়েল নাদাল সহজেই কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলীয় ওপেন জিতে ঐতিহাসিক ২১তম গ্র্যান্ডস্ল্যামটি জিতে নেন। টুইট করে নোভাক বলেন, "বিএনপি পরিবাস ওপেন এবং মিয়ামি ওপেনের ড্র-এ আমার নাম থাকলেও আমি হয়তো সেখানে যেতে পারবো না। সিডিএস জানিয়েছে নিয়মের কোনও পরিবর্তন করা হবে না। তাই আমি ইউএস-এ খেলতে পারবো না। যারা এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে তাদেরকে আমার শুভেচ্ছা রইল।"

চলতি বছর ফেব্রুয়ারিতে নোভাক জকোভিচ জানিয়েছিলেন, যদি দরকার পরে তা হলে তিনি উইম্বলডন বা ফরাসি ওপেনে খেলবেন না কিন্তু তিনি টিকা নেবেন না। ফেব্রুয়ারি মাসের শেষ দিন এটিপি ক্রমতালিকায় শীর্ষ স্থান হারান নোভাক। শীর্ষ স্থানে উঠে এসেছেন ড্যানিয়েল মেদভেদেভ। মোট ৩৬১ সপ্তাহ শীর্ষ স্থান ধরে রেখেছিলেন নোভাক। ১ মার্চ নোভাক জকোভিচ জানান তিনি এবং তাঁর কোচ মারিয়ান ভাজদা দীর্ঘ ১৫ বছর পর সম্পর্ক ছিন্ন করেছেন।

English summary
Novak Djokovic will not take part in Miami Open. He informs this in twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X