For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের এই বোলার, ভেঙে দিলেন দুই অস্ট্রেলিয়ানের নজির

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের এই বোলার, ভেঙে দিলেন দুই অস্ট্রেলিয়ানের নজির

Google Oneindia Bengali News

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট হল অর্জন করেছেন পাকিস্তানের স্পিড স্টার নাসিম শাহ। তাঁর দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করেই পাকিস্তান প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ডকে। এই ম্যাচে নাসিমের বোলিং ফিগার ১০-০-৫৭-৫। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন নাসিম শাহ।

চারটি ম্যাচের মধ্যে দু'টি পাঁচ উইকেট হল:

চারটি ম্যাচের মধ্যে দু'টি পাঁচ উইকেট হল:

করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নাসিম শাহের শিকার ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস এবং হেনরি শিপলি। নাসিম শাহ এই পাঁচ উইকেট হলের সৌজন্যে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে স্থাপন করলেন নতুন বিশ্ব রেকর্ড। এই ম্যাচে নাসিমের বোলিং ফিগার ১০-০-৫৭-৫। এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাঁচ উইকেট পেয়েছিলেন নাসিম (৫/৩৫)।

তৈরি করলেন বিশ্ব রেকর্ড:

তৈরি করলেন বিশ্ব রেকর্ড:

করাচি পাঁচ উইকেট নেওয়ার সঙ্গেই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে প্রথম বোলার হিসেবে কেরিয়ারের প্রথম চারটি ওডিআই ম্যাচে ১৫টি উইকেট নেওয়ার নজির স্থাপন করলেন তিনি। এই রেকর্ড গড়ার সঙ্গে তিনি ভেঙে দিয়েছেন রায়ান হ্যারিস এবং গ্যারি গিলমউরের রেকর্ড।

প্রথম চার ওডিআই ম্যাচে সর্বাধিক উইকেট এর আগে দখলে ছিল দুই অস্ট্রেলিয়ানের:

প্রথম চার ওডিআই ম্যাচে সর্বাধিক উইকেট এর আগে দখলে ছিল দুই অস্ট্রেলিয়ানের:

এর আগে কেরিয়ারের প্রথম চারটি ওডিআই ম্যাচে সর্বাধিক ১৪টি উইকেট সংগ্রহের নজির ছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটার রায়ান হ্যারিস এবং গ্যারি গিলমউর নিজেদের আন্তর্জাতিক ওডিআই কেরিয়ারে প্রথম চার ম্যাচে পেয়েছিলেন মোট ১৪টি করে উইকেট। সেই রেকর্ড ভেঙেই ১৫ উইকেট নিয়ে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করলেন নাসিম শাহ।

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওডিআই ম্যাচের সংক্ষিপ্তসার:

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম ওডিআই ম্যাচের সংক্ষিপ্তসার:

প্রথম ওডিআই ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে পরাজিত করেছে নিউজিল্যান্ডকে। করাচিতে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মিচেল ব্রেসওয়েল সর্বাধিক ৪৩ রান করেন নিউজিল্যান্ডের হয়ে, ৪২ রান করেন উইকেটরক্ষক টম লেথাম, ৩৭ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৬ রান। পাকিস্তারে হয়ে নাসিম শাহ নেন পাঁচ উইকেট, উসমা মির নেন দুইটি উইকেট এবং একটি করে উইকেট পান মহম্মদ ওয়াসিম এবং মহম্মদ নাওয়াজ। নির্ধারিত ওভার শেষে নিউজিল্যান্ড তোলে ২৫৫/৯।

জবাবে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৫৮/৪ তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান অপরাজিত ৭৭ রান করেন, অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৬৬ রান, ফকর জামান করেন ৫৬ রান। নিউজিল্যান্ডের হয়ে দুইটি উইকেট সংগ্রহ করেন মিচেল ব্রেসওয়েল। একটি করে উইকেট পান টিম সাউদি এবং গ্লেন ফিলিপস।

ঈশান কিষানকে প্রথম একদিনের ম্যাচে দলে না রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকাঈশান কিষানকে প্রথম একদিনের ম্যাচে দলে না রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা

English summary
Naseem Shah made new ODI world record by taking 15 wickets in first four career ODI matches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X