For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আবু ধাবিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রান তাড়া করার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের

  • |
Google Oneindia Bengali News

আবু ধাবিতে আজকের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্স দলে দুটি পরিবর্তন হয়েছে। ঈশান কিষাণের জায়গায় এসেছেন সৌরভ তিওয়ারি, অ্যাডাম মিলনের পরিবর্তে খেলানো হচ্ছে নাথান কুল্টার-নাইলকে। পাঞ্জাব কিংসে ময়াঙ্ক আগরওয়ালের জায়গায় দলে এসেছেন মনদীপ সিং। ঘাড়ে ব্যথার কারণে খেলছেন না পাঞ্জাবের নির্ভরযোগ্য ওপেনার।

টস জিতে ফিল্ডিং নিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত

আগের হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা জানিয়েছেন, আমরা যে সব ভুল করেছি তা যাতে আর না ঘটে সেজন্য সকলের সঙ্গে কথাও হয়েছে। টি ২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলে থাকা মুম্বই ইন্ডিয়ান্স দলের ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া ও রাহুল চাহারকে সবচেয়ে বেশি চিন্তা রয়েছে। হার্দিক নেটে বোলিং করলেও ম্যাচে আজ বোলিং করেন কিনা সেদিকে নজর থাকবে। ঈশান কিষাণ বাদ পড়েছেন। ১০ অক্টোবরের আগে ভারতও বিশ্বকাপের দলে রদবদল করতে পারবে। ফলে শ্রেয়স আইয়ার ঈশান কিষাণের স্থলাভিষিক্ত হবেন কিনা তা নিয়েও জল্পনা চলছে। ম্যাচের ষষ্ঠ ওভারে ক্রুণাল পাণ্ডিয়ার বলে লেগ বিফোর হয়েছেন মনদীপ। ১৪ বলে ১৫ রান করে তিনি আউট হন। পাওয়ারপ্লে-র শেষে ৬ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৩৮। ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল ও ক্রিস গেইল।

১০ ম্যাচে দুই দলের দখলেই রয়েছে ৮ পয়েন্ট। নেট রান রেটে পাঞ্জাব কিংস এগিয়ে। কলকাতা নাইট রাইডার্স জিতে যাওয়ায় প্লে অফে ওঠার লড়াইয়ে আজকের ম্যাচ রোহিত ও রাহুল দুজনের দলের কাছেই গুরুত্বপূর্ণ। নাইটদের নেট রান রেট ভালো থাকায় আজকের এই ম্যাচে যে দল জিততে তারা থাকবে পাঁচে। আইপিএলে পাঞ্জাব ও মুম্বইয়ের দ্বৈরথ হয়েছে ২৭ বার। ১৩ বার জিতেছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৪টি ম্যাচে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাইয়ে পাঞ্জাব কিংস মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়েছিল। ২০১৮ সালের আইপিএলে দুটি সাক্ষাতেই জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ২০১৯ ও ২০২০ সালের আইপিএলে দুই দলই একবার করে জিতেছে পারস্পরিক দ্বৈরথে। গত বছরের আইপিএলে আবু ধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স ৪৮ রানে জিতেছিল, ফিরতি সাক্ষাতে পাঞ্জাব জেতে সুপার ওভারে।

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার),সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, নাথান কুল্টার-নাইল, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট

পাঞ্জাব কিংস- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার),মনদীপ সিং, ক্রিস গেইল, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, দীপক হুডা, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, নাথান এলিস, অর্শদীপ সিং, মহম্মদ শামি

English summary
Mumbai Indians Have Won The Toss And Elected To Bowl First Against Punjab Kings In Abu Dhabi. Punjab Kings Beat Mumbai Indians In Their First Meeting In IPL 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X