For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রাবিড়ের ডানা ছেঁটে বড় ভূমিকায় ধোনিকে আনছে বিসিসিআই? আইপিএল থেকে অবসর নিয়ে তুঙ্গে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন আজ। এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। আজই অবসর ঘোষণা করেছেন মুম্বই ইন্ডিয়ান্সে খেলা ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার কায়রন পোলার্ড। ভারতীয় ক্রিকেটে বড় ভূমিকা গ্রহণ করতে ধোনিও আসন্ন আইপিএলের পর অবসর নিতে পারেন বলে জানা যাচ্ছে।

দ্রাবিড়ের ডানা ছেঁটে ধোনি

দ্রাবিড়ের ডানা ছেঁটে ধোনি

টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বৈঠকে বসবে বিসিসিআই। এরই মধ্যে দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় ক্রিকেট দলে বড় দায়িত্ব দিতে আগ্রহী বিসিসিআই। গত বছর বোর্ড সচিব জয় শাহর উদ্যোগে টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হতে রাজি হয়েছিলেন ধোনি। যদিও তারপর আর ভারতীয় দলে তাঁকে দেখা যায়নি। হেড কোচ রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারত এবারের টি ২০ বিশ্বকাপেও ফাইনালে উঠতে পারেনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনেকেই মনে করছেন, তিন ফরম্যাট সামলানো দ্রাবিড়ের পক্ষে মুশকিল। আর সেখানেই বেশি করে সামনে আসছে ধোনির প্রয়োজনীয়তা।

ভারতের সফলতম অধিনায়ক

ভারতের সফলতম অধিনায়ক

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত সীমিত ওভারের সব আইসিসি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। ইংল্যান্ডের ক্রিকেটের উন্নতিতে যেমন অ্যান্ড্রু স্ট্রসের ভূমিকা রয়েছে, সেরকমই ডিরেক্টর অব ক্রিকেট বা সেই ধরনের কোনও পদে ধোনিকে বসানো হতে পারে। সেখানে বাছাই ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে, টেকনিক্যাল নানা বিষয়ে মূল্যবান পরামর্শ তিনি দিতে পারবেন। ভারতের ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেটারদের বিভিন্ন সময় দেখা গিয়েছে ধোনির সঙ্গে আলাদা করে কথা বলে মূল্যবান টিপস দিতে। ধোনি ভারতীয় দলের সঙ্গে পাকাপাকিভাবে যুক্ত হলে দলের মানোন্নয়ন যে হবে, সে ব্যাপারে সংশয় নেই কারও। ধোনি চেয়েছিলেন চেন্নাইয়ের মানুষকে তাঁর বিদায়ী ম্যাচ দেখার সুযোগ করে দিতে। সেটা এবারই হওয়ার প্রবল সম্ভাবনা।

ইংল্যান্ডকে অনুসরণ করুক ভারত

ইংল্যান্ডকে অনুসরণ করুক ভারত

বিসিসিআইয়ের এখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের স্ট্র্যাটেজি অনুসরণের পরামর্শ দিয়েছেন মাইকেল ভন-সহ অনেকেই। এমনকী টি ২০ দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে করার দাবিও তুলেছেন অনেকেই। অ্যাডিলেডে ভারত এবারের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ১০ উইকেটে ইংল্য়ান্ডের কাছে পরাস্ত হয়েছে। সেই অ্যাডিলেডেই সাত বছর আগে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। এরপরই ইসিবি ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটাউনকে সরিয়ে, ডিরেক্টর অব ক্রিকেট পদ তৈরি করে। তাতে বসানো হয় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসকে। অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে ছিলেন হেড কোচ ট্রেভর বেলিস। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলে ইংল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। গত বছর টি ২০ বিশ্বকাপ সেমিফাইনাল খেলে। এবার জস বাটলারের নেতৃত্বাধীন টি ২০ বিশ্বকাপ জিতেছে। প্রথম দল হিসেবে একই সময় ইংল্যান্ডের দখলে আছে ৫০ ও ২০ ওভারের বিশ্বকাপ।

বেঙ্গসরকার-জয় রাজি করাবেন মাহিকে?

বেঙ্গসরকার-জয় রাজি করাবেন মাহিকে?

ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ এখন ব্রেন্ডন ম্যাকালাম, সাদা বলের ক্রিকেটে ম্যাথু মট। দলে প্রয়োজনীয় কিছু রদবদলেই সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে ইংল্যান্ড। সেই মডেল ভারতের অনুসরণ করার দাবি উঠছে। ধোনিকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এর আগে যেমন জয় শাহর ভূমিকা ছিল, তেমনই এখন বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার। তিনিই ধোনিকে তুলে আনার ক্ষেত্রে অবদান রেখেছিলেন বোর্ডের ট্যালেন্ট রিসার্চ ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান হিসেবে। বেঙ্গসরকার ভারতীয় দলের নির্বাচক প্রধানও ছিলেন। ধোনির সঙ্গেও তাঁর সুসম্পর্ক। ফলে বেঙ্গসরকারের মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ধোনিকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে।

English summary
Chennai Super Kings Skipper MS Dhoni Is Expected To Retire After IPL 2023. BCCI Wants To Utilize His Experience With A Larger Role Like Director Of Cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X