For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের চূড়ায় পাকিস্তানের তারকা, তৈরি করলেন নতুন বিশ্ব রেকর্ড

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের চূড়ায় পাকিস্তানের তারকা, তৈরি করলেন নতুন বিশ্ব রেকর্ড

Google Oneindia Bengali News

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন যাচ্ছে মহম্মহ রিজওয়ানের। স্বপ্নের ফর্মে থেকে বিশ্বকাপে নামতে চলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক। আইসিসি'র টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-২০ সিরিজে রানের সাইক্লোন তুলেছেন। সাত ম্যাচের ঐতিহাসিক সিরিজ শেষ হওয়ার আগেই এক অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন তারকা পাকিস্তানি ব্যাটার।

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের চূড়ায় পাকিস্তানের তারকা, তৈরি করলেন নতুন বিশ্ব রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের সিরিজে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই অর্ধ-শতরান করেছেন মহম্মদ রিজওয়ান। প্রথম ম্যাচে তিনি করেন ৬৮ রান, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৮৮ রান করেন। তৃতীয় ম্যাচে করেন ৮ রান, চতুর্থ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৮৮ রান। গত ম্যাচে অর্থাৎ পঞ্চম টি-২০ ম্যাচে ৬৩ রান করেন তিনি।

পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত মহম্মদ রিজওয়ানের সংগ্রহ ৩১৫ রান। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-পাক্ষিক সিরিজে ৩০০-র বেশি রান করলেন রিজওয়ান। দ্বি-পক্ষিক সিরিজের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পথে রিজওয়ান টপকে গেছেন সার্বিয়ার লেসলি ডানবারকে। বুলগেরিয়ার বিপক্ষে ৪ ইনিংসে ডানবার করেছিলেন ২৮৪ রান।

টি ২০ বিশ্বকাপের আগে ভারতের ব্যাটারদের উদ্দেশে হুঙ্কার পাকিস্তানের পেসার হ্যারিস রউফেরটি ২০ বিশ্বকাপের আগে ভারতের ব্যাটারদের উদ্দেশে হুঙ্কার পাকিস্তানের পেসার হ্যারিস রউফের

তার আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের দখলে, ৫ ইনিংসে কক করেছিলেন ২৫৫ রান। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম চার ইনিংসে ২১০ রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে আরো দুটি ম্যাচ বাকি। এই রান সংখ্যা আরও বাড়াবেন তিনি এটাই প্রত্যাশিত।

English summary
Mohammad Rizwan created a new history in World Cricket. He became the highest scorer in any bilateral series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X