For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ অভিযান শেষ হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি

বিশ্বকাপ অভিযান শেষ হতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি

Google Oneindia Bengali News

বিশ্বকাপে শেষ হয়ে গিয়েছে আফগানিস্তানের সফর। সুপার ১২-এ গ্রুপ ১-এ খেলা আফগান বাহিনী সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অভিযান শেষ করেছে গ্রুপের তলানিতে থেকে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আফগান ক্রিকেটের অন্যতম নক্ষত্র মহম্মদ নবি।

আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন মহম্মদ নবি:

আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন মহম্মদ নবি:

অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত চলতি টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগান দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মহম্মদ নবি। এই বর্ষীয়ান অলরাউন্ডার জানিয়েছেন ম্যানেজমেন্ট যদি মনে করে তাঁর প্রয়োজন রয়েছে আফগানিস্তান ক্রিকেটের তা হলে ক্রিকেটার হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাবেন তিনি। চলতি বছর এশিয়া কাপেও আফগানিস্তান দলের নেতৃত্বে ছিলেন মহম্মদ নবি। টুইট করে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সেরা দাঁড়ানোর কথা জানান নবি।

অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে কী লিখেছেন মহম্মদ নবি:

টুইটারেএকটি চিঠি পোস্ট করেন মহম্মদ নবি। সেখানেই তিনি উল্লেখ করেন অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা। পোস্ট করা চিঠিতে নবি লিখেছেন, "প্রিয় দেশবাসী এবং ক্রিকেটপ্রেমীরা! আমি টি ২০ বিশ্বকাপে অভিযান শেষ হয়েছে। এমন একটা ফলাফল হয়েছে যার আশা আমরা বা আমাদের সমর্থকেরা করেননি। ম্যাচের ফলাফল নিয়ে আপনাদের মতোই হতাশ আমরাও। গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি সেই স্তরের হয়নি যেই স্তরের এক জন অধিনায়ক চান বা প্রয়োজন কোনও বড় টুর্নামেন্টে নামার আগে।গত কয়েকটি সফরে নির্বাচন কমিটি, টিম ম্যানেজমেন্ট এবং আমার মধ্যে মত পার্থক্য ছিল। সব মিলিয়ে দলের ভারসাম্যে তার প্রভাব পড়েছে। সকলকে যথাযথ সম্মান দিয়ে অধিনায়ক হিসাবে ইস্তফা দিচ্ছি। দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। আপনাের প্রত্যেককে অন্তর থেকে ধন্যবাদ জানাই যাঁরা বৃষ্টির প্রভাব একাধিক ম্যাচে পড়লেও মাঠে এসে আমাদের সমর্থন করেছেন এবং তাঁদেরও যাঁরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমর্থন জানিয়েছেন। আপনাদের ভালবাসা আমাদের কাছে অনেক কিছু।"

টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স:

টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স:

আফগানিস্তান টি ২০ বিশ্বকাপের সুপার ১২-এ খেলেছে গ্রুপ ১-এ। এই গ্রুপের তলানিতে থেকে শেষ করেছে তাঁরা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ রান পরাজিত হন আফগানরা। আফগানিস্তানের হয়ে রশিদ খান দুর্ধর্ষ ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেও জেতাতে পারেননি দলকে। আফগানিস্তান ২ ম্যাচ পেয়েছে ৫ম্যাচ থেকে। এই দু'টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। তিনটি ম্যাচে তারা পরাজিত হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদনবিরপরিসংখ্যান:

আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদনবিরপরিসংখ্যান:

আফগানিস্তানের হয়ে ১৩৩ ওডিআই ম্যাচে ২৯০১ রান করেছেন মহম্মদ নবি। একটি শতরান এবং ১৫টি অর্ধ-শতরান রয়েছে তাঁর, সর্বোচ্চ ১১৬ রান। সদ্য প্রাক্তন আফগান অধিনায়ক একদিনের ক্রিকেটে ১৪২টি উইকেট নিয়েছেন। ১০৩টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচে তিনি করেছেন ১৬৮৪ রান। ৪টি অর্ধ-শতরান রয়েছে তাঁর, সর্বোচ্চ ৮৯ রান। আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে তিনি উইকেট নিয়েছেন ৮৯টি। ৩টি টেস্ট নিজের দেশের হয়ে খেলেছেন নবি। ৩ টেস্টে ৩৩ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৮টি।

English summary
Mohammad Nabi steps down from the captaincy right after his team's exit from T20 World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X