For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির প্রকাশিত ব্যাটারদের তালিকায় জায়গা হারালেন মিতালি, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় জায়গা ধরে রাখলেন ঝুলন

আইসিসির প্রকাশিত ব্যাটারদের তালিকায় জায়গা হারালেন মিতালি, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় জায়গা ধরে রাখলেন ঝুলন

Google Oneindia Bengali News

আইসিসির প্রকাশিত মহিলাদের ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় এক ধাপ নেমে গেলেন ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ (৬৮৬ পয়েন্ট)। তবে, ভারতের বর্ষীয়ান মহিল ক্রিকেটার নিজের জায়গা হারালেও উল্লেখযোগ্য উন্নতি করেছেন ওপেনার স্মৃতি মন্ধনা (৬৬৯ পয়েন্ট)। এক ধাপ উপরে উঠে নবম স্থানে রয়েছেন স্মৃতি।

আইসিসির প্রকাশিত ব্যাটারদের তালিকায় জায়গা হারালেন মিতালি, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় জায়গা ধরে রাখলেন ঝুলন

প্রথম দশে মিতালি এবং স্মৃতি ছাড়া আর কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার জায়গা করে নিতে পারেননি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারত অধিনায়ক মিতালি ৭ ম্যাচে ১৮২ রান করেছেন। যেখানে মন্ধনার ব্যাট থেকে সমান সংখ্যক ম্যাচে এসেছে ৩২৭ রান। এই বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হরমনপ্রীত কউর (৭ ম্যাচে ৩১৮ রান) এক ধাপ উঠে জায়গা করে নিয়েছেন ১৪ নম্বর স্থানে।

চার ধাপ উপরে উঠে শীর্ষ স্থান দখল করেছে অ্যালিসা হিলি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ১৭০ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন এই অজি উইকেটরক্ষক। তাঁর পয়েন্ট ৭৮৬।

আইসিসির প্রকাশিত ব্যাটারদের তালিকায় জায়গা হারালেন মিতালি, বোলার ও অলরাউন্ডারদের তালিকায় জায়গা ধরে রাখলেন ঝুলন

বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি ঝুলন গোস্বামী। বোলারদের ক্রমতালিকায় ঝুলনের উন্নতি বা অবনতি কিছুই হয়নি। ৬৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন চাকদাহ এক্সপ্রেস। ইংল্যান্ডের স্পিনার সোফি ইকলেস্টন ৭৭১ পয়েন্ট নিয়ে ধরে রেখেছেন শীর্ষ স্থান। অভিজ্ঞ পেসার ইংল্যান্ডের অন্যা শ্রাবসোল (৬২৯) পাঁচ ধাপ উপরে উঠে সেরা দশে জায়গা করে নিয়েছেন। তিনি রয়েছেন অষ্টম স্থানে।

আইসিসির সদ্য প্রকাশিত মহিলাদের অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে নিজেদের জায়গা ধরে রেখেছেন দীপ্তি শর্মা এবং ঝুলন গোস্বামী। ২৪৯ পয়েন্ট নিয়ে দীপ্তি শর্মা রয়েছেন সপ্তম স্থানে, ২১৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন ঝুলন গোস্বামী। এক ধাপ উঠে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন নাতালিয়া স্কিভার, তাঁর সংগৃহীত পয়েন্ট ৩৯৩। এলিসা পেরিকে সরিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন তিনি। ৩৭৪ পয়েন্ট নিয়ে পেরি নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে।

সদ্যসমাপ্ত বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া। রাউন্ডরবিন পর্ব শেষে পঞ্চম স্থান থেকে বিদায় হয়েছিল ভারতীয় মহিলা দলকে।

English summary
India Women team skipper Mithali Raj slips one spot. In the bowler’s and all-rounder’s ranking Jhulan Goswami holds her spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X