For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ ফাইনালে স্ত্রীর বিধ্বংসী ইনিংসের সাক্ষী থাকলেন মিচেল স্টার্ক, স্ট্যান্ড থেকেই কুর্নিশ প্রিয়তমাকে

বিশ্বকাপ ফাইনালে স্ত্রীর বিধ্বংসী ইনিংসের সাক্ষী থাকলেন মিচেল স্টার্ক, স্ট্যান্ড থেকেই কুর্নিশ প্রিয়তমাকে

Google Oneindia Bengali News

রবিবার বিশ্বকাপের ফাইনালে তলয়ারির ফলার মতো ঝলসে উঠেছে অ্যালিসা হিলির ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে খেতাব নির্ধারণের ম্যাচে ১৭০ রানে চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার মহিলা দলের এই উইকেটরক্ষক। আন্তর্জাতিক একদিনের কেরিয়ারে এটাই অজি তারকার সর্বোচ্চ রান এবং একই সঙ্গে মহিলা বিশ্বকাপের ফাইনালেও এটি ব্যক্তিগত সর্বোচ্চ রান।

বিশ্বকাপ ফাইনালে স্ত্রীর বিধ্বংসী ইনিংসের সাক্ষী থাকলেন মিচেল স্টার্ক, স্ট্যান্ড থেকেই কুর্নিশ প্রিয়তমাকে

এরই সঙ্গে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সেমিফাইনাল এবং ফাইনালে শতরান করলেন হিলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালে ১২৯ রানের ইনিংস খেলেন তিনি।

এরই সঙ্গে এ দিন আরও একটি রেকর্ড ভেঙে দেন হিলি। মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ডেবি হকলি'কে সরিয়ে চলতি বিশ্বকাপেই রেকর্ড গড়েছিলেন হেইনস। ১৯৯৭ সালের মহিলা বিশ্বকাপ ৪৫৬ রান করেছিলেন ডেবি। সেই রেকর্ড তিনি ভেঙে দিয়েছিলেন। কিন্তু ফাইনালে চোখ ধাঁধানো ১৭০ রানের ইনিংস খেলে সতীর্থ রাচেল হেইনসের রেকর্ডও ভেঙে দিলেন তিনি। কোনও এক বিশ্বকাপে পাঁচশো বা তাঁর বেশি রান করার নজির এ দিন স্পর্শ করেছেন হিলি। তাঁর সৌজন্যেই মহিলা বিশ্বকাপের ফাইনালে ইতিহাসে প্রথণ বার এত রান উঠলো।

হিলি-র এই দুর্দান্ত শতরান সহ গড়া একাধিক কৃতিত্বের সাক্ষী থাকলেন তাঁর স্বামী মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার তারকা পেসারকে দেখা যায় ক্রাইস্টচার্চের হেগলে ওভালে দাঁড়িতে স্ত্রীর এই অসামান্য সাফল্যকে কুর্ণিশ জানতে।

সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল মিচেল স্টার্কের। সেখান থেকেই তিনি ক্রাইস্টচার্চে উড়ে যান বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকার জন্য।

উল্লেখ্য, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আইপিএল-এ না খেলার সিদ্ধান্ত নেন মিচেল স্টার্ক। সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা বোলার হয়েও স্টার্ক আইপিএল ২০২২-এর মেগা নিলামে অংশ নেননি। আইপিএল-এ মাত্র দু'টি মরসুম খেলেছেন মিচেল স্টার্ক। ২৭ ম্যাতে ৩৭টি উইকেট সংগ্রহ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই প্রাক্তন পেসার। ২০১৮ সালে তাঁকে ৯.৪ কোটি টাকার চুক্তি অফার করে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়ার জন্য তিনি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন।

English summary
Mitchell Starc, applauds his wife Alyssa Healy as she follows up her century in the semi final with another in the ICC Women Cricket World Cuo final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X