For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ২০১১-এর বিশ্বকাপ জয়ে সৌরভের অবদান স্মরণ করালেন মনোজ

ভারতের ২০১১-এর বিশ্বকাপ জয়ে সৌরভের অবদান স্মরণ করালেন মনোজ

  • |
Google Oneindia Bengali News

২৮ বছরের প্রতীক্ষা শেষে ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বিশ্ববাসী এই জয়ের শ্রেয় ক্যাপ্টেন কুলকে দিলেও এই ইস্যুতে অন্য পথেই হেঁটেছেন বাংলা তথা ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। উল্টে তিনি এই খেতাব অর্জনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান স্মরণ করিয়েছেন।

বিশ্বজয়ী ক্রিকেটাররা তো সৌরভের হাতেই তৈরি

বিশ্বজয়ী ক্রিকেটাররা তো সৌরভের হাতেই তৈরি

২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য যুবরাজ সিং, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা এবং গৌতম গম্ভীরকে ভারতীয় দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ই অন্তর্ভূক্ত করেছিলেন বলে স্মরণ করিয়েছেন মনোজ তিওয়ারি। এমনকী সে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উত্থানের পিছনেও মহারাজের অবদান রয়েছে বলে মনে করেন তিওয়ারি।

যুব ক্রিকেটারদের নিরাপত্তা

যুব ক্রিকেটারদের নিরাপত্তা

মনোজ তিওয়ারির কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে দলের তরুণ ক্রিকেটাররা কখনও নিরাপত্তাহীনতায় ভুগতেন না। পর পর দশ ম্যাচে ব্যর্থ হলেও বিসিসিআই সভাপতি সংশ্লিষ্ট ক্রিকেটারের পাশে দাঁড়াতেন বলে জানিয়েছেন বাংলার ব্যাটসম্যান। মনোজের কথায়, সৌরভ জানতেন যে এই যুবরাজ, শেহওয়াগ, জাহির, হরভজনরা এক সময় ভারতীয় ক্রিকেটে দৃষ্টান্ত স্থাপন করবেন।

সৌরভকে কাছ থেকে দেখেছেন মনোজ

সৌরভকে কাছ থেকে দেখেছেন মনোজ

দীর্ঘদিন বাংলা ক্রিকেট দলে খেলার সুবাদে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন মনোজ তিওয়ারি। অভিভাবকের মতো মহারাজের দেওয়া পরামর্শ তাঁর কেরিয়ারে ব্যাপক প্রভাব ফেলেছে বলেও জানিয়েছেন দেশের হয়ে ১২টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান।

কেন সফল সৌরভ

কেন সফল সৌরভ

২০০০-এর ম্যাচ ফিক্সিং থেকে ঘুরে দাঁড়ানো ভারতীয় দলকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয় মহারাজের মুকুটে বিশেষ পালক যোগ করে। দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারানোর গৌবর ভুলবে না ভারতবাসী।

এটিকে মোহনবাগানের সঙ্গে ৩ বছরের চুক্তি আই লিগ জয়ী তরুণ মিডফিল্ডারেরএটিকে মোহনবাগানের সঙ্গে ৩ বছরের চুক্তি আই লিগ জয়ী তরুণ মিডফিল্ডারের

English summary
Manoj Tiwary gives credit Sourav Ganguly for India's 2011 World Cup win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X