For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক আন্দোলনকে সমর্থন পাঞ্জাব ক্রিকেটার মনদীপের, ভাইকে নিয়ে নামলেন রাস্তায়

কেন্দ্র বিরোধী কৃষক আন্দোলনে জুড়ে গেল ক্রিকেট! রাস্তায় নামলেন ক্রিকেটার!

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করা কৃষকদের পাশে দাঁড়াল ক্রিকেট। রাস্তায় নামলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটার তথা পাঞ্জাব ক্রিকেট দলের অধিনায়ক মনদীপ সিং। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি বুক ফুলিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন করছেন। কৃষকদের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মনদীপ।

কৃষক আন্দোলনকে সমর্থন পাঞ্জাব ক্রিকেটার মনদীপের, ভাইকে নিয়ে নামলেন রাস্তায়

করোনা ভাইরাসের আবহে সদ্য শেষ হওয়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে মাঠ কাঁপান মনদীন সিং। টুর্নামেন্ট চলাকালীন বাবাকে হারান পাঞ্জাবের ক্রিকেটার। যিনি নিজে কৃষক দরদি ছিলেন বলে জানিয়েছেন মনদাীপ। তাঁর কথায়, বাবা বেঁচে থাকলে হয়তো কৃষকদের সঙ্গে আন্দোলনে নেমে পড়তেন। যে দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকরা রাস্তা নেমেছন, তা তিনি সমর্থনও করেন বলে জানিয়েছেন মনদীপ সিং।

কৃষক আন্দোলনকে সমর্থন পাঞ্জাব ক্রিকেটার মনদীপের, ভাইকে নিয়ে নামলেন রাস্তায়

মনদীপ সিং একা নন, তাঁর ভাই হরবিন্দর সিংও কৃষক আন্দোলনকে সমর্থন করে রাস্তায় নেমেছন। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পাঞ্জাবের রঞ্জি দলের অধিনায়ক। ভগবানের কাছে তাঁর প্রার্থনা, খুব শীঘ্র যেন সবকিছু ঠিক হয়ে যায়। মনদীপের ভূমিকায় মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাঁকে সাধুবাদ দিয়েছেন অনেকে।

সদ্য শেষ হওয়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সাতটি ম্যাচ খেলে ১৩০ রান করেছেন মনদীপ সিং। টুর্নামন্টে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৬৬। ভারতীয় দলের জার্সিতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েও জ্বলে উঠতে না পারা মনদীপ সিংয়ের মাঠের বাইরের ইনিংস মনে রাখবেন দেশের কৃষক সমাজ।

English summary
Mandeep Singh becomes first active cricketer to join farmers' protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X