For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লেজেন্ডস লিগ ক্রিকেটে ইউনিভার্স বস! শেহওয়াগ-দিন্দার সতীর্থ হচ্ছেন ক্রিস গেইল, শুরু টিকিট বিক্রি

Google Oneindia Bengali News

লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন ইউনিভার্স বস। ২০২৩ সালের আইপিএলে গেইলের প্রত্যাবর্তন নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন এলএলসি কর্তৃপক্ষ তাঁর খেলার ব্যাপারে সম্মতি আদায় করে ফেলল। আদানি স্পোর্টসলাইন গুজরাতের ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে। এই দলের অধিনায়ক বীরেন্দ্র শেহওয়াগ। সেই দলেই খেলবেন ক্রিস গেইল।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে একটি চ্যারিটি ম্যাচ দিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচ-সহ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে তিনটি ম্যাচ। ১৬ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে। তবে মূলপর্বের খেলাগুলি শুরু হবে তার পরের দিন থেকে। চ্যারিটি ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলার কথা ছিল। তাঁকে ইন্ডিয়া মহারাজাসের অধিনায়কও করা হয়েছিল। কিন্তু সৌরভ ব্যস্ততার কারণে এই ম্যাচ খেলতে পারছেন না। তবে স্টেডিয়ামে হাজির থাকবেন।

আজ থেকে শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। বুকমাইশো-তে গিয়ে এই টুর্নামেন্টের টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। তার আগেই এদিন আয়োজকদের তরফে জানানো হয়েছে, ক্রিস গেইল গুজরাতের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। দল গঠনের জন্য ফ্র্যাঞ্চাইজিদের তিন দিন সময় দেওয়া হয়েছিল। ক্রিকেটার বাছাইয়ের পরও যদি কাউকে কোনও দল নিতে চায় সেই সুযোগও দেওয়া হয়। জানা গিয়েছে, গুজরাত জায়ান্টস ১৫ জন ক্রিকেটারকে দলে নিতে ৫ কোটি ৫১ লক্ষ ৮০ হাজার টাকা খরচ করেছিল শুক্রবার ভার্চুয়াল ড্রাফট চলাকালীন। চূড়ান্ত দল গঠনের আগে তাদের হাতে ছিল ২ কোটি ৪৮ লক্ষ ২০ হাজার টাকা। এরপরই গুজরাত গেইলকে নিতে আগ্রহ প্রকাশ করেছিল বলে জানান লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও তথা অন্যতম প্রতিষ্ঠাতা রামন রাহেজা।

শেহওয়াগ-দিন্দার সতীর্থ হচ্ছেন ক্রিস গেইল, শুরু টিকিট বিক্রি

প্রতি দলকে দল গঠনের জন্য ৮ কোটি টাকা খরচ করতে বলা হয়েছিল। ষোড়শ সদস্য হিসেবে গেইলকে নিয়েছে গুজরাত। গত আইপিএলে গেইল-ঝড় ক্রিকেটপ্রেমীরা মিস করলেও এবার গুজরাত জায়ান্টসের হয়ে তাঁর ব্যাটিংয়ের সাক্ষী থাকতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। গেইল ইডেনে চ্যারিটি ম্যাচে খেলবেন কিনা তা অবশ্য আয়োজকদের তরফে জানানো হয়নি। গুজরাত জায়ান্টস দলে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী লেন্ডল সিমন্স রয়েছেন। ভারতীয়দের মধ্যে রয়েছেন পার্থিব প্যাটেল, অশোক দিন্দা। একনজরে দেখে নেওয়া যাক গুজরাত জায়ান্টস দল: বীরেন্দ্র শেহওয়াগ (অধিনায়ক), পার্থিব প্যাটেল, ক্রিস গেইল, এলটন চিগমবুরা, ক্রিস ট্রেমলেট, রিচার্ড লেভি, গ্রেম সোয়ান, যোগিন্দর শর্মা, অশোক দিন্দা, ড্যানিয়েল ভেত্তোরি, কেভিন ও ব্রায়েন, স্টুয়ার্ট বিনি, মিচেল ম্যাকলেনাঘান, লেন্ডল সিমন্স, মনবিন্দর বিসলা, অজন্তা মেন্ডিস।

এশিয়া কাপের সুপার ফোরে রোহিত বনাম বাবর, সোশ্যাল মিডিয়ায় মিম-যুদ্ধেও এগিয়ে ভারত এশিয়া কাপের সুপার ফোরে রোহিত বনাম বাবর, সোশ্যাল মিডিয়ায় মিম-যুদ্ধেও এগিয়ে ভারত

English summary
Legends League Cricket: Chris Gayle Will Play For Virender Sehwag-Led Gujarat Giants. LLC Kicks Off From September 16 At The Eden Gardens, Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X