For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: চক্রবর্তীর চক্রব্যূহের 'বিরাট' প্রশংসা! কেকেআর স্পিনার বরুণের পছন্দ কোথায় আলাদা?

  • |
Google Oneindia Bengali News

জন্ম কর্নাটকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বরুণ চক্রবর্তীর অভিষেক তামিলনাড়ুর হয়ে। তামিলনাড়ুর টি ২০ প্রতিযোগিতায় দারুণ পারফর্ম করার সুবাদেই নজরে পড়ে গিয়েছিলেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের। এরপর ২০১৯ সালের আইপিএলে তাঁকে ৮.৪ কোটি টাকায় নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে একটির বেশি ম্যাচে সুযোগ পাননি। পরের বছর কলকাতা নাইট রাইডার্সে আসেন। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত আইপিএলে ১৩ ম্যাচে ১৭ উইকেট পেয়েছিলেন। এবারও আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে দ্বিতীয়ার্ধের জন্য ফিরতেই স্বমহিমায় বরুণ। ৩০ বছর বয়সি চক্রবর্তীর চক্রব্যূহ থেকে রক্ষা না পেয়ে অসহায় আত্মসমর্পণ বিরাট কোহলির দলের তারকাখচিত ব্যাটিং লাইন আপের। স্বাভাবিকভাবেই বরুণই হলেন ম্যাচের সেরা।

চলতি আইপিএলে

চলতি আইপিএলে

এবারের আইপিএলে এখনও অবধি ৮ ম্যাচে বরুণ চক্রবর্তীর ঝুলিতে এসেছে ১০ উইকেট। সেরা বোলিং গতকালের আরসিবি ম্যাচেই। আরসিবির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই তিনি পেয়েছিলেন বিরাট কোহলির উইকেট। একই ওভারে ফিরিয়েছিলেন রজত পাতিদারকে। রাজস্থান রয়্যালস ম্যাচে ২টি এবং পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও একটি উইকেট পান বরুণ।

ছন্দে বরুণ

ছন্দে বরুণ

এরপর শ্রীলঙ্কায় টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয় বরুণের। তিনটি ম্যাচে তিনি দুটি উইকেট পান। ভারতীয় দলে সুযোগ পেয়ে পারফর্ম করা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। গতকালের ম্যাচে তিনি কেকেআরের হয়ে বোলিং ওপেন করেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনি পেয়েছেন তিনটি উইকেট। দ্বাদশ ওভারের চতুর্থ বলে দুরন্ত ডেলিভারিতে গ্লেন ম্যাক্সওয়েলকে ১০ রানে বোল্ড করে আরসিবিকে খাদের কিনারায় ঠেলে দেন বরুণ। পরের বলেই প্যাভিলিয়নে ফেরান ওয়ানিন্দু হাসারঙ্গাকে। হ্যাটট্রিকের সুযোগ ছিল। কাইল জেমিসনের বিরুদ্ধে জোরালো লেগ বিফোরের আবেদন করেন বরুণ। আম্পায়ার নাকচ করলে ডিআরএস নিতে তিনি অনুরোধ করেছিলেন অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। যদিও মর্গ্যান রাজি হননি। পরে রিপ্লেতে দেখা যায় বল জেমিসনের ব্যাটেও লেগেছিল প্যাডে লাগার আগে। বরুণের কথায়, প্রথমে মনে হয়েছিল ওটা আউট। যদিও পরে রিপ্লেতে সেই ভুল ভাঙে।

পছন্দে আলাদা

বাকি স্পিনারদের থেকে বরুণের পছন্দও একটু আলাদা। টার্নিং ট্র্যাকের থেকে ফ্ল্যাট উইকেটে বল করতেই বেশি ভালোবাসেন তিনি। বরুণ জানিয়েছেন, বোলিং শুরু করে প্রথমেই তিনি পিচের চরিত্র বুঝে নেন। আবু ধাবির উইকেটও ফ্ল্যাট ট্র্যাকই ছিল। পিচ থেকে খুব সাহায্য না পেলেও পাওয়ারপ্লেতে দলের সকলেই ভালো বোলিং করায় আরসিবিকে চাপে রাখা গিয়েছে বলে মনে করেন তিনি। বরুণ বলেছেন, পিচ থেকে খুব বেশি সাহায্য মিলত না। তাই স্টাম্পে বল রাখার উপরই জোর দিই। এভাবে বোলিং করতে গিয়ে সতীর্থদের সহযোগিতা পাওয়ায় ভালো অনুভূতির সাক্ষী হই। দেশের হয়ে খেলা আমার খেলাকে সমৃদ্ধ ও উন্নত করেছে। ২৬ বছর বয়সে সুযোগ পেয়েছি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার, দলের সকলকে পাশে পাচ্ছি সব সময়। আবু ধাবির মতো এমন উইকেটে বল করতেই বেশি ভালো লাগছে। এমন উইকেটে বল করার আলাদা মজা রয়েছে, ভালো চ্যালেঞ্জিং ব্যাপার। আমার বোলিং স্টাইল টার্নিং উইকেটের চেয়েও ফ্ল্যাট উইকেটে বেশি কার্যকরী বলেই মনে করি। হয়তো সেই কারণেই চেন্নাইয়ে কাঙ্ক্ষিত সাফল্যও পাইনি।

সেলিব্রেশনে নারাজ

উইকেট পাওয়ার পর বেশি সেলিব্রেশন করতে দেখা যায় না বরুণকে। এর কারণও সতীর্থ আন্দ্রে রাসেলকে জানিয়েছেন বরুণ। তিনি বলেন, আমি প্রসেসটা যাতে ঠিক থাকে সে ব্যাপারে সতর্ক থাকি। যাতে উইকেট-প্রাপ্তির ঠিক পরের বলে কী করা উচিত সেই ফোকাস না নড়ে যায় তা নিশ্চিত করতেই বেশি সেলিব্রেট করতে চাই না। কারণ, জানি পরে সেলিব্রেশনের অনেক সময় পাব।

বিরাট প্রশংসা

ডাগ আউটে বসে দলের ব্যাটিং বিপর্যয় দেখার ফাঁকে আরসিবি তথা ভারত অধিনায়ক বিরাট কোহলি খুশি বরুণের ফর্ম দেখে। তিনি বলেন, বরুণ খুব ভালো ফর্মে রয়েছেন। যখন তিনি দেশের হয়ে খেলবেন তখন অন্যতম প্রধান ফ্যাক্টর নিশ্চিতভাবেই হবেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সুযোগের সদ্ব্যবহার করতে যেভাবে মুখিয়ে থাকেন সেটা খুব ভালো ব্যাপার। বরুণও যেভাবে বোলিং করছেন তাতে অদূর ভবিষ্যতে ভারতীয় দলে নিয়মিত খেলার ইঙ্গিতও রয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
KKR Spinner Varun Chakravarthy Impressed RCB Captain Virat Kohli With His Magical Spell In IPL. He Was Adjudged Player Of The Match In Abu Dhabi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X