For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: সৌরভ-ভক্ত ভেঙ্কটেশ! বাঁ হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য ফাঁস কেকেআর ওপেনারের

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের দ্বিতীয়ার্ধে দাপট দেখাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দলকে জিতিয়ে যেখানে শেষ করেছিলেন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেন ঠিক সেখান থেকেই শুরু করেই পেলেন দুরন্ত অর্ধশতরান। আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেই। এরপরই তিনি খোলসা করলেন তাঁর কেরিয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের কথা।

বাঁ হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য ফাঁস কেকেআর ওপেনারের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

গতকালের ম্যাচে প্রথম ওভারের তৃতীয় বলটি ছিল ভেঙ্কটেশ আইয়ারের খেলা প্রথম বল। ট্রেন্ট বোল্টের সেই বলটিতেই ডিপ স্কোয়্যার লেগ অঞ্চলের বাউন্ডারির উপর দিয়ে হাঁকালেন ছক্কা। পরের ওভারে অ্যাডাম মিলনের প্রথম বলে ছক্কা মারার পরের বলটিতেই হাঁকান চার। ওভারের শেষ বলেও চার। দ্বিতীয় ওভারের শেষে ৭ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। এভাবেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গিয়ে ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন ভেঙ্কটেশ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের কোনও ব্যাটারের এটিই দ্রুততম অর্ধশতরান। গতকাল রোহিতদের বিরুদ্ধে ৩০ বলে ৫৩ রান করেন ভেঙ্কটেশ আইয়ার, চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে। আগের ম্যাচে অপরাজিত ছিলেন ২৭ বলে ৪১ রান করে।

বাঁ হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য ফাঁস কেকেআর ওপেনারের

ভেঙ্কটেশ আইয়ারের জন্ম ১৯৯৪ সালের ডিসেম্বরে, মধ্যপ্রদেশের ইন্দোরে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কতটা বড় ভক্ত তিনি সে কথাও গতকালের ম্যাচের পর স্পষ্ট করেছেন কেকেআরের এই অলরাউন্ডার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই বাঁ হাতে ব্যাটিং আর ডান হাতে মিডিয়াম পেস বোলিং করেন ভেঙ্কটেশ। তিনি বলেছেন, ছোটবেলায় আমি ডান হাতেই ব্যাটিং করতাম। কিন্তু দাদার খেলা দেখে তাঁকে অনুকরণ করতে করতেই বাঁ হাতে ব্যাটিং শুরু করি। আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই ছক্কা মারতে চাইতাম, তাঁর মতোই ব্যাটিং করা আমার লক্ষ্য ছিল। অজান্তে এভাবেই আমার জীবনে বড় ভূমিকা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সুযোগের অপেক্ষায় ছিলাম, জানতাম সুযোগ আসবে।

বাঁ হাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের রহস্য ফাঁস কেকেআর ওপেনারের

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের প্রথম অধিনায়কও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই কেকেআরে সুযোগ পাওয়া আলাদা তৃপ্তি দিয়েছে ভেঙ্কটেশকে। তাঁর কথায়, সত্যি বলছি যেহেতু কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সে কারণে কেকেআরে সুযোগ পাওয়ারই ইচ্ছা ছিল আমার। ফলে যখন কেকেআর আমাকে দলে নিল তখন তা আমার কাছে ছিল স্বপ্নপূরণ। অনেক শুভেচ্ছা, অভিনন্দন, উপহার পেয়েছি। আমি দাদার একজন বিশাল ভক্ত। বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত রয়েছেন। আমি তাঁদেরই একজন। আমার ব্যাটিংয়েও দাদারই প্রভাব রয়েছে।

১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ২৪টি। আজ অবধি টি ২০ ম্যাচ খেলেছেন ৪০টি। মধ্যপ্রদেশের এই ক্রিকেটার ভারতীয় এ দল বা ভারতের বয়সভিত্তিক দলে সুযোগ না পেলেও যে পরিণত ব্যাটিংশৈলী উপহার দিয়েছেন তাতে অভিভূত ধারাভাষ্যকাররাও। ভেঙ্কটেশের প্রশংসা করেছেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেন, আমাদের দলে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটারের মধ্যে থেকেই ভেঙ্কটেশকে প্রথম একাদশে আনতে আমাদের নানা পরিকল্পনা করতে হয়েছে। যেভাবে দুটি ম্যাচে তিনি ব্যাটিং করেছেন তা অসাধারণ। প্র্যাকটিস ম্যাচগুলিতে ভেঙ্কটেশ যে মেজাজে ব্যাটিং করে থাকেন আইপিএলের ম্যাচেও সেভাবেই খেলছেন। যে আত্মবিশ্বাস নিয়ে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট করলেন দেখে মনে হয়নি আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলছেন।

English summary
KKR Opener Venkatesh Iyer Is A Big Fan Of Former Indian Captain Sourav Ganguly, Iyer Says Dada Has Played A Very Big Role Unknowingly In My Life.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X