For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল অভিযান শেষ হল পঞ্জাবের

চেন্নাই সুপার কিংসের কাছে পাঁচ উইকেটে ম্যাচ হারতে হল কিংস ইলেভেন পঞ্জাবকে।

Google Oneindia Bengali News

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে ২০১৮ আইপিএল অভিযান শেষ করল কিংস ইলেভেন পঞ্জাব। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনর মাঠে শেষ ম্যাচেও জয়ের মুখ দেখতে পারল না পঞ্জাব।

চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল অভিযান শেষ হল পঞ্জাবের

এদিন ঘরের মাঠে টসে জিতে কিংস ইলেভেন পঞ্জাবকে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে পঞ্জাবের কোনও ব্যাটসম্য়ানই এদিন রুখে দাঁড়াতে পারেননি চেন্নাইয়ের বোলিং ব্রিগেডের কাছে। বলা ভাল লুঙ্গি এনগিডির দাপুটে বোলিংয়েই তছনছ হয়ে যায় কিংস ইলেভেন পঞ্জাবের ইনিংস।

পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন করুণ নায়ার। ২৬ বলে ৫৪ রান করেন করুণ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং ৫টি ছয় দিয়ে।

করুণ ছাড়া এই ম্যাচে রান পান মনোজ তিওয়ারি। ৩৫ রান করেন মনোজ। ২৪ রান করেন দীর্ঘ দিন বাদে পঞ্জাবের প্রথম একাদশে সুযোগ পাওয়া ডেভিড মিলার। ১৪ রানে আউট হন অক্ষর পটেল। এই ক'জন ছাড়া পঞ্জাবের আর কেউই ১০ রানের গণ্ডি পেরতে পারেনি।

উল্লেখযোগ্য ভাবে এই ম্য়াচে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ক্রিস গেইল। ৭ রান রান করে আউট হন লোকেশ রাহুল।

চেন্নাইয়ের হয়ে বিধ্বংশী বোলিং করেন লুঙ্গি এনগিডি। ৪ ওভারে ১০ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। এই চার ওভারের মধ্যে একটি মেইডেন ওভারও ছিল। দু'টি করে উইকেট নেন শার্দূল ঠাকুর এবং ডিজে ব্র্যাভো। একটি করে শিকার রবীন্দ্র জাডেজা এবং দীপক চাহারের।

জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে এদিন ম্যাচ উইনিং ইনিংস খেলেন সুরেশ রায়না। ৪৮ বলে ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। রায়নার ইনিংসটি সাজানো ছিল চারটি চার এবং দু'টি ছয় দিয়ে। রায়না ছাড়াও রান পান দীপক চাহার। ২০ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন দীপক।

এছাড়া ১৯ রান করেন হরভজন সিং এবং ১৪ রান করেন ফাফ দু প্লেসি। এই ম্যাচে রান পাননি স্যাম বিলিংস। রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন বিলিংস। ৭ বলে ১৬ রান করে রায়নাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক এমএস ধোনি।

পঞ্জাবের হয়ে ভাল বোলিং করেন অঙ্কিত রাজপুত। ৪ ওভারে ১৯ রান খরচ করে দুই উইকেট নেন রাজপুত। পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনও নেন দু'টি উইকেট। একটি শিকার মোহিত শর্মার।

English summary
Chennai Super Kings beat Kings Eleven Punjab by five wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X