For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেভিন পিটারসেন নরেন্দ্র মোদীকে ট্যাগ করে চাইলেন সাহায্য! ভারতে আসার আগে হারিয়েছেন পরিচয়পত্র

  • |
Google Oneindia Bengali News

আজ থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ। এরপর রয়েছে শ্রীলঙ্কা সিরিজ। ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে ভারতে আসার আগে মহা সমস্যায় পড়েছেন কেভিন পিটারসেন। তড়িঘড়ি টুইটে নরেন্দ্র মোদীকে ট্যাগ করে চাইলেন ভারতের সাহায্য। তাঁর টুইটের প্রেক্ষিতে ভারতের আয়কর দফতরও সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিয়েছে।

কেভিন পিটারসেন নরেন্দ্র মোদীকে ট্যাগ করে চাইলেন সাহায্য! ভারতে আসার আগে হারিয়েছেন পরিচয়পত্র

কেভিন পিটারসেন গতকাল ইংরেজি ও হিন্দিতে দুটি টুইট করেন। তিনি জানান, ভারতের কাছে সাহায্য প্রত্যাশা করছি! আমি প্যান কার্ড হারিয়ে ফেলেছি। ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কিন্তু সেখানে পৌঁছে বিভিন্ন কাজের জন্য প্যান কার্ড তো লাগবে। এরপরই কাতর প্রার্থনা করে কেপি লেখেন, এ ব্যাপারে যিনি আমাকে এই সমস্যা থেকে মুক্ত করতে পারেন এমন কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দিন।

কেভিন পিটারসেন নরেন্দ্র মোদীকে ট্যাগ করে চাইলেন সাহায্য! ভারতে আসার আগে হারিয়েছেন পরিচয়পত্র

ক্রিকেটার হিসেবে তো বটেই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে পিটারসেনের ভারতে বিপুল জনপ্রিয়তা রয়েছে। ইংল্যান্ডের বেশিরভাগ প্রাক্তন যেখানে ভারতীয় দল বা ক্রিকেটারদের খোঁচা দিতে ছাড়েন না, সেখানে কেপি সেই পথে হাঁটেন না। দরকার সমালোচনা নিশ্চয়ই করেন, তবে তার মধ্যেও অনেক মজাদার ছোঁয়া। সবমিলিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে কেপির ভালোই জনপ্রিয়তা রয়েছে। ২০০৯ সালে নিউল্যান্ডসে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল পিটারসেনের। তিনি ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুনে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্সেও খেলেছেন। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজেও খেলে গিয়েছেন কেপি।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই কেপি-র টুইটটি রিটুইট করেন। বিষয়টি নজরে আসে ভারতের আয়কর বিভাগেরও। ইনকাম ট্যাক্স ইন্ডিয়া টুইটার হ্যান্ডল থেকে কেপিকে ট্যাগ করে লেখা হয়, আপনাকে সহযোগিতার জন্য প্রস্তুত। কেপির কাছে প্যান কার্ড সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়। এমনকী তিনি যদি তা নাও দিতে পারেন সেজন্য নতুন ফিজিক্যাল প্যান কার্ড পাওয়ার আবেদন করার লিঙ্কও পাঠানো হয়। এতে অভিভূত পিটারসেন প্রত্যুত্তরে লেখেন, অনবদ্য, ধন্যবাদ! আমি ই মেল করে দিয়েছি। এই টুইটার হ্যান্ডলটি ফলো করাও শুরু করেছেন পিটারসেন।

English summary
Kevin Pietersen Requests India For Help After He Misplaced His Permanent Account Number (PAN) Card. He Also Expressed Happiness For The Quick Response From Income Tax Department.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X