For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচ নির্বাচনে কপিল দেব নেতৃত্বাধীন প্যানেলের উপর কোনও চাপ নেই, জানালেন সিওএ সদস্য

কোচ নির্বাচনে কপিল দেব নেতৃত্বাধীন প্যানেলের উপর কোনও চাপ নেই, জানালেন সিওএ সদস্য

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নির্বাচনে কপিল দেব নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি বা সিএসি-র উপর কোনও চাপ দেওয়া হচ্ছে না। এমনটাই জানালেন সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ-র নতুন সদস্য লেফটেন্যান্ট জেনারেল রবি থোগড়ে।

কোচ নির্বাচনে কপিল দেব নেতৃত্বাধীন প্যানেলের উপর কোনও চাপ নেই, জানালেন সিওএ সদস্য

তাঁর কথায়, সিএসি সম্পূর্ণ রূপে একটি স্বাধীন বডি। তাদের কাজে সিওএ কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না বলেই জানিয়েছেন রবি থোগড়ে। কোচ নির্বাচন নিয়ে কপিল দেব নেতৃত্বাধীন প্যানেলের কোনও সদস্যের ওপর চাপ দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন ওই সিওএ সদস্য। বিসিসিআই-র সংবিধানে যা লেখা আছে, তার বাইরে গিয়ে কোনও কাজ করা হবে না বলে আশ্বাসও দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রবি থোগড়ে।

উল্লেখ্য ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ নির্বাচন প্যানেলের অন্যতম সদস্য অংশুমান গায়েকোয়াড় বলেন, তাঁরা তাঁদের কাজ ফাঁকা মাথায় করতে চান। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচের এই কথা বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। আশঙ্কা, হয়তো কিছুটা হলেও কোচ নির্বাচনে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিওএ সদস্য লেফটেন্যান্ট জেনারেল রবি থোগড়ে।

English summary
Kapil Dev led panel will not face any pressure in coach selection, says CoA member
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X