For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিশতরান দিয়ে বছর শুরু! তৃতীয় কিউয়ি ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির উইলিয়ামসনের, বিরাটকে ধরার মুখে

দ্বিশতরান দিয়ে বছর শুরু! তৃতীয় কিউয়ি ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির উইলিয়ামসনের, বিরাটকে ধরার মুখে

  • |
Google Oneindia Bengali News

দ্বিশতরান দিয়ে বছর শুরু করলেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়কের অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে চালকের আসনে অবস্থান করছে নিউজিল্যান্ড। একই সঙ্গে তৃতীয় কিউয়ি ব্যাটসম্যান হিসেবে টেস্টে অনবদ্য নজিরও গড়েছেন কেন। আর এক ধাপ এগোলেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যাবেন উইলিয়ামসন। কী বলছে পরিসংখ্যান, এক নজরে দেখে নেওয়া যাক।

দুর্দান্ত উইলিয়ামসন

দুর্দান্ত উইলিয়ামসন

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩৬৪ বলে ২৩৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কেন উইলিয়ামসন। ২৮টি চার এসেছে কিউয়ি ব্যাটসম্যানের ব্যাট থেকে। উইলিয়ামসনের সতীর্থ হেনরি নিকোলসও ২৯১ বলে ১৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। সেই সুবাদে পাকিস্তানের ২৯৭ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬৫৯ রান করে ডিক্লিয়ার দিয়েছেন কেন উলিয়ামসনরা।

কেনের অনন্য নজির

কেনের অনন্য নজির

পাকিস্তানের বিরুদ্ধে ডবল সেঞ্চুরির হাত ধরে টেস্ট ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে এই নজির গড়লেন অধিনায়ক। দেশের হয়ে ৮৩টি টেস্ট ম্যাচ খেলা উইলিয়ামসনের বর্তমান রান ৭১১৫। তাতে ২৪টি শতরান সামিল রয়েছে।

তালিকার প্রথম দুই স্থান

তালিকার প্রথম দুই স্থান

তালিকার প্রথম দুই স্থানে অবস্থান করছেন কিউয়ি কিংবদন্তি রস টেলর ও সে দেশের প্রাক্তন অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। ৭৩৭৯ রান করেছেন টেলর। ৭১৭২ রান করেছেন ফ্লেমিং।

বিরাটকে ধরার মুখে

বিরাটকে ধরার মুখে

এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৮৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে ৭৩১৮ রান। তাতে সামিল রয়েছে ২৭টি শতরান। এর অর্থ আর কিছুটা এগোলেই টেস্ট রানের নিরিখে ভারত অধিনায়ককে পিছনে ফেলে দেবেন কেন উইলিয়ামসন।

English summary
Kane Williamson complete 7 thousands runs as 3rd Kiwi batsman in test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X