
আইপিএল নিলামে ভাগ্যের পরীক্ষা দিতে চান প্রায় ১ হাজার ক্রিকেটার, কোন দেশ থেকে কতজন জানুন
আইপিএলের আগামী মরশুমের আগে ২৩ ডিসেম্বর কোচিতে হবে নিলাম। ১০টি দল আগেই জানিয়ে দিয়েছিল কাদের ধরে রাখা হবে এবং কাদের ছেড়ে দেওয়া হবে। গতকাল শেষ হয়েছে আইপিএল নিলামে নিজের জন্য নাম লেখানোর প্রক্রিয়া। বিসিসিআই জানাল, আইপিএল খেলার জন্য আবেদন করেছেন ৯৯১ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ২২৭ জন বিদেশি। যদিও যা পরিস্থিতি তাতে সিংহভাগই দল পাবেন না।

৯৯১ জনের আবেদন
বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতি মারফত জানিয়েছেন, যে ক্রিকেটাররা আইপিএলের ১০টি দলে জায়গা পাওয়ার লক্ষ্যে নিলাম প্রক্রিয়ায় নিজেদের নাম লিখিয়েছেন তাঁদের মধ্যে দেশের হয়ে খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ১৮৫। দেশের হয়ে খেলেননি এমন আবেদনকারী ক্রিকেটারের সংখ্যা ৭৮৬। অ্যাসোসিয়েট দেশের ২০ জন ক্রিকেটার আইপিএল খেলতে আগ্রহী।

ভারতীয় ক্রিকেটার ৭১৪ জন
ভারতীয় ক্রিকেটার সবমিলিয়ে ৭১৪ জন আবেদন করেছেন। দেশের হয়ে খেলেছেন এমন ১৯ জন ভারতীয় ক্রিকেটার আইপিএল নিলামে ভাগ্যের পরীক্ষা দিতে চান। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, এমন ১৬৬ জন বিদেশি নাম লিখিয়েছেন। আইপিএলে খেলেছেন, কিন্তু ভারতের হয়ে খেলার সুযোগ পাননি এমন ৯১ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। আগে আইপিএল খেলেছেন, অথচ আন্তর্জাতিক অভিষেক হয়নি এমন বিদেশির সংখ্যা ৩। ৯৯১ জনের তালিকায় রয়েছেন ৬০৪ জন আনক্যাপড (দেশের হয়ে খেলেননি) ভারতীয়, আনক্যাপড বিদেশির সংখ্যা ৮৮। তাঁদের কেউই আগের কোনও আইপিএলে খেলেননি।

এগিয়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সর্বাধিক ৫৭ জন ক্রিকেটার আইপিএল খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। দক্ষিণ আফ্রিকার ৫২ জন ক্রিকেটার আইপিএল নিলামে নিজেদের নাম লিখিয়েছেন। এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৩৩ জন আবেদন করেছেন। আফগানিস্তানের ১৪ জন, বাংলাদেশের ৬ জন, টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ৩১ জন, আয়ারল্যান্ডের ৮ জন, নামিবিয়ার ৫ জন, নেদারল্যান্ডসের ৭ জন, নিউজিল্যান্ডের ২৭ জন, স্কটল্যান্ডের ২ জন, শ্রীলঙ্কার ২৩ জন, সংযুক্ত আরব আমিরশাহীর ৬ জন এবং জিম্বাবোয়ের ৬ জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন।

দল পাবেন সর্বাধিক ৮৭ জন
৯৯১ জন ক্রিকেটার আবেদন করেছেন। এরপর ঝাড়াই-বাছাই হওয়ার কথা। সিংহভাগকেই ফিরতে হবে বিফল মনোরথে। কেন না, প্রতিটি দল সর্বাধিক ২৫ জন করে ক্রিকেটার নিতে পারে। সেই নিরিখে আইপিএল মিনি নিলাম থেকে সর্বাধিক ৮৭ জন ক্রিকেটার বিভিন্ন দলে ঠাঁই পেতে পারেন। এই ৮৭ জনের মধ্যে রয়েছেন ৩০ জন বিদেশি।