For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল মেগা নিলামের পর কেমন হতে পারে ১০ দলের প্রথম একাদশ?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের মেগা নিলাম শেষ। বেশিরভাগ দলই ২৫ জনের দল গড়তে পেরেছে। কয়েকটি দল ৮ বিদেশিকে নিতে পারেনি। এবার শুরু আইপিএল নিয়ে যাবতীয় পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে, টপ অর্ডারের ব্যাটিং ভোগাতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। কোন দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়েও চলছে চর্চা। সেদিকেই এবার আলোকপাত করা যাক:

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে থাকতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মঈন আলি, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, ডোয়েইন ব্র্যাভো, দীপক চাহার, অ্যাডাম মিলনে ও তুষার দেশপাণ্ডে।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার ব্যাটিং নিয়ে চিন্তা থাকছেই। সে অর্থে বিস্ফোরক ব্যাটারই নেই। নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার। কেকেআরের সম্ভাব্য একাদশ- ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা,স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মার দলের প্রথম একাদশে থাকতে পারেন ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, কায়রন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, টাইমাল মিলস, ময়াঙ্ক মার্কণ্ডে, জসপ্রীত বুমরাহ। তবে জোফ্রা আর্চারকে পাওয়া গেলে আর্চার-বুমরাহ জুটিতে বাজিমাত করতেই পারে আইপিএলের সফলতম দল।

লখনউ সুপার জায়ান্টস

এবারের আইপিএল নিলামে শক্তিশালী দল গড়া দলগুলির মধ্যে অন্যতম লখনউ সুপার জায়ান্টস। গুরুত্ব দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের পরামর্শ। লোকেশ রাহুলের দলের প্রথম এগারোয় থাকতে পারেন কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার, কৃষ্ণাপ্পা গৌতম, মার্ক উড, রবি বিষ্ণোই ও আবেশ খান।

দিল্লি ক্যাপিটালস

ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসে এবার বদলাবে ওপেনিং জুটি। উইকেটকিপার-অধিনায়ক ঋষভ পন্থের দলে ওপেনিংয়ে পৃথ্বী শ-র সঙ্গে জুটি বাঁধতে পারেন ডেভিড ওয়ার্নার। তিনে মিচেল মার্শ, চারে ঋষভ নিজে। এ ছাড়াও থাকতে পারেন মনদীপ সিং, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংসের অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি। ময়াঙ্ক আগরওয়াল বা শিখর ধাওয়ানকে এই দায়িত্ব দেওয়া হতেই পারে। অনিল কুম্বলের প্রশিক্ষণাধীন দলের প্রথম একাদশ হতে পারে এরকম- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, ওডিন স্মিথ, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, রাহুল চাহার।

রাজস্থান রয়্যালস

বিদেশি সমস্যায় আগেরবার খুব ভুগেছিল সঞ্জু স্যামসনের দল। এবার রাজস্থানের প্রথম একাদশে থাকতে পারেন যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন, জস বাটলার (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, জিমি নিশাম, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদকে চিন্তায় রাখবে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফিটনেস। তবে সানরাইজার্স এবার বেশ ভালোই দল গড়েছে। প্রথম একাদশ হতে পারে এরকম- এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, কেন উইলিয়ামসন, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), অভিষেক শর্মা, আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার নেতৃত্বের ভার তুলে দিতে পারে ফাফ দু প্লেসির কাঁধেই। তিনি ওপেন করবেন বিরাট কোহলির সঙ্গে। এ ছাড়াও প্রথম একাদশে থাকতে পারেন অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহীপাল লোমরর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ।

গুজরাত টাইটান্স

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সের প্রথম একাদশে থাকতে পারেন জেসন রয়, শুভমান গিল, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন ও মহম্মদ শামি। তবে এই দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। ফলে ওয়েড পাকিস্তান সফরে থাকাকালীন প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। ফলে প্রথম ম্যাচ থেকেই খেলবেন ঋদ্ধি। অন্য কোনও বিদেশিকে দেখা যেতেই পারে প্রথম একাদশে। ওয়েড এলে রদবদল হবে একাদশে। ঋদ্ধিকে দিয়ে ওপেন করানোও যেতে পারে।

English summary
IPL Auction 2022: Probable Playing Eleven Of CSK, KKR, MI, RCB, LSG, GT, DC, PBKS, RR And SRH. KKR May Face Problems Regarding Top Batting Order.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X