For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলামের প্রথম দিনে কারা পেলেন কী পরিমাণ দর? অবিক্রিত রইলেন কোন ক্রিকেটাররা?

  • |
Google Oneindia Bengali News

আইপিএল নিলামের প্রথম দিনে সবচেয়ে বেশি দর উঠল ঈশান কিষাণের। তার পিছনেই রইলেন দীপক চাহার ও শ্রেয়স আইয়ার। প্রথম দিনে ভাগ্যপরীক্ষা হলো ৯৭ জন ক্রিকেটারের। কাল বেলা ১২টা থেকে শুরু হবে নিলাম প্রক্রিয়া। নিলামে উঠবে ৯৮ থেকে ১৬১ নম্বরে থাকা ক্রিকেটারদের নাম। তারপর অ্যাক্সিলারেটেড অকশন হবে। এ জন্য ২০ জন করে ক্রিকেটারের নাম জমা দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। একনজরে দেখে নেওয়া যাক আজ কারা দল পেলেন, কারা রইলেন অবিক্রিত:

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংসের হাতে অর্থ বাকি রয়েছে ২০.৪৫ কোটি টাকা। আজ নিলাম থেকে তারা নিয়েছে রবিন উথাপ্পা (২ কোটি), ডোয়েইন ব্র্যাভো (৪ কোটি ৪০ লক্ষ), অম্বাতি রায়ুডু (৬ কোটি ৭৫ লক্ষ), দীপক চাহার (১৪ কোটি), কেএম আসিফ (২০ লক্ষ), তুষার দেশপাণ্ডে (২০ লক্ষ)-কে। রিটেনশন ধরলে দলে ১০ জনের মধ্যে বিদেশির সংখ্যা ২।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালসের হাতে অর্থ অবশিষ্ট রয়েছে ১৬.৫০ কোটি টাকা। আজ নিলাম থেকে তারা নিয়েছে ডেভিড ওয়ার্নার (৬ কোটি ২৫ লক্ষ), মিচেল মার্শ (৬ কোটি ৫০ লক্ষ), শার্দুল ঠাকুর (১০ কোটি ৭৫ লক্ষ), মুস্তাফিজুর রহমান (২ কোটি), কুলদীপ যাদব (২ কোটি), অশ্বিন হেব্বার (২০ লক্ষ), সরফরাজ খান (২০ লক্ষ), কমলেশ নাগারকোটি (১ কোটি ১০ লক্ষ), কে এস ভরত (২ কোটি)-কে। রিটেনশন ধরলে দলে ১৩ জন ক্রিকেটারের মধ্যে মোট বিদেশির সংখ্যা ৪।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের হাতে অর্থ অবশিষ্ট রয়েছে ১২.৬৫ কোটি টাকা। আজকের নিলাম থেকে কেকেআর নিয়েছে যাঁদের তাঁরা হলেন প্যাট কামিন্স (৭ কোটি ২৫ লক্ষ), শ্রেয়স আইয়ার (১২ কোটি ২৫ লক্ষ), নীতীশ রানা (৮ কোটি), শিবম মাভি (৭ কোটি ২৫ লক্ষ), শেলডন জ্যাকসন (৬০ লক্ষ)। রিটেনশন ধরলে দলে ৯ ক্রিকেটারের মধ্যে মোট বিদেশির সংখ্যা ৩।

লখনউ সুপার জায়ান্টস

আইপিএলে নবাগত লখনউ সুপার জায়ান্টসের হাতে অর্থ অবশিষ্ট রয়েছে ৬.৯০ কোটি টাকা। আজ তাঁরা নিয়েছে কুইন্টন ডি কক (৬ কোটি ৭৫ লক্ষ), মণীশ পাণ্ডে (৪ কোটি ৬০ লক্ষ), জেসন হোল্ডার (৮ কোটি ৭৫ লক্ষ), দীপক হুডা (৫ কোটি ৭৫ লক্ষ), ক্রুণাল পাণ্ডিয়া (৮ কোটি ২৫ লক্ষ), মার্ক উড (৭ কোটি ৫০ লক্ষ), আবেশ খান (১০ কোটি), অঙ্কিত সিং রাজপুত (৫০ লক্ষ)-কে। দলে মোট ১১ জন ক্রিকেটারের মধ্যে বিদেশির সংখ্যা ৪।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্সের হাতে ২৭.৮৫ কোটি টাকা রয়েছে। আজ তারা নিয়েছে ঈশান কিষাণ (১৫ কোটি ২৫ লক্ষ), ডেওয়াল্ড ব্রেভিস (৩ কোটি), বেসিল থাম্পি (৩০ লক্ষ), মুরুগান অশ্বিন (১ কোটি ৬০ লক্ষ)-কে। দলে মোট ৮ জনের মধ্যে বিদেশির সংখ্যা ২।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংসের হাতে এখনও ২৮.৬৫ কোটি টাকা রয়েছে। আজ তারা নিয়েছে শিখর ধাওয়ান (৮ কোটি ২৫ লক্ষ), কাগিসো রাবাডা (৯ কোটি ২৫ লক্ষ), জনি বেয়ারস্টো (৬ কোটি ৭৫ লক্ষ), রাহুল চাহার (৫ কোটি ২৫ লক্ষ), শাহরুখ খান (৯ কোটি), হরপ্রীত ব্রার (৩ কোটি ৮০ লক্ষ), প্রভসিমরন সিং (৬০ লক্ষ), জিতেশ শর্মা (২০ লক্ষ), ঈশান পোড়েল (২৫ লক্ষ)-কে। দলে মোট ১১ জনের মধ্যে বিদেশির সংখ্যা ২।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের পার্সে পড়ে রয়েছে ১২.১৫ কোটি টাকা। রাজস্থান নিলাম থেকে আজ যাঁদের নিয়েছে সেই তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি), ট্রেন্ট বোল্ট (৮ কোটি), শিমরন হেটমায়ার (৮ কোটি ৫০ লক্ষ), দেবদত্ত পাড়িক্কল (৭ কোটি ৭৫ লক্ষ) , প্রসিদ্ধ কৃষ্ণ (১০ কোটি), যুজবেন্দ্র চাহাল (৬ কোটি ৫০ লক্ষ), রিয়ান পরাগ (৩ কোটি ৮০ লক্ষ), কেসি কারিয়াপ্পা (৩০ লক্ষ)। দলে এখনও অবধি ১১ জন ক্রিকেটারের মধ্যে বিদেশি ৩।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিলামের দ্বিতীয় দিনে খরচ করতে পারবে ৯.২৫ কোটি টাকা। আজ আরসিবি নিয়েছে ফাফ দু প্লেসি (৭ কোটি), হর্ষল প্যাটেল (১০ কোটি ৭৫ লক্ষ), ওয়ানিন্দু হাসারঙ্গা (১০ কোটি ৭৫ লক্ষ), দীনেশ কার্তিক (৫ কোটি ৫০ লক্ষ), জশ হ্যাজলউড (৭ কোটি ৭৫ লক্ষ), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লক্ষ), অনুজ রাওয়াত (৩ কোটি ৪০ লক্ষ), আকাশ দীপ (২০ লক্ষ)। এই দলে বাংলা থেকে রয়েছেন ২ জন। রিটেনশন ধরলে এখনও অবধি ১১ জন ক্রিকেটারের মধ্যে আরসিবিতে রয়েছেন ৪ বিদেশি।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ এখনও অবধি ১৩ জন ক্রিকেটারকে নিয়েছে। আজ নিলাম থেকে নিয়েছে ওয়াশিংটন সুন্দর (৮ কোটি ৭৫ লক্ষ), নিকোলাস পুরাণ (১০ কোটি ৭৫ লক্ষ), টি নটরাজন (৪ কোটি), ভুবনেশ্বর কুমার (৪ কোটি ২০ লক্ষ), প্রিয়ম গর্গ (২০ লক্ষ), রাহুল ত্রিপাঠী (৮ কোটি ৫০ লক্ষ), অভিষেক শর্মা (৬ কোটি ৫০ লক্ষ), কার্তিক ত্যাগী (৪ কোটি), শ্রেয়স গোপাল (৭৫ লক্ষ), জগদীশ সূচিথ (২০ লক্ষ)-কে। সানরাইজার্সের হাতে এখনও পড়ে ২০.১৫ কোটি টাকা। দলে বিদেশির সংখ্যা ২।

গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্স আজ নিলাম থেকে তুলে নিয়েছে মহম্মদ শামি (৬ কোটি ২৫ লক্ষ), জেসন রয় (২ কোটি), লকি ফার্গুসন (১০ কোটি), অভিনব সদারঙ্গানি (২ কোটি ৬০ লক্ষ), রাহুল তেওয়াটিয়া (৯ কোটি), নূর আহমেদ (৩০ লক্ষ), আর সাই কিশোর (৩ কোটি)-কে। এখনও অবধি ১০ জনের দলে রয়েছেন ৪ বিদেশি। ১৮.৮৫ কোটি টাকা রয়েছে গুজরাতের ঝুলিতে।

নিলামে অবিক্রিত

নিলামে অবিক্রিত

আজ প্রথম দিনের নিলামে যাঁরা দল পেলেন না তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা। অবিক্রিতদের তালিকায় রয়েছেন ডেভিড মিলার, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, শাকিব আল হাসান, মহম্মদ নবি, ম্যথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, স্যাম বিলিংস, উমেশ যাদব, আদিল রশিদ, মুজিব জাদরান, ইমরান তাহির, অ্যাডাম জাম্পা, অমিত মিশ্র, রজত পাতিদার, আনমোলপ্রীত সিং, সি হরি নিশান্ত, মহম্মদ আজহারউদ্দিন, বিষ্ণু বিনোদ, বিষ্ণু সোলাঙ্কি, এন জগদীশান, এম সিদ্ধার্থ, সন্দীপ লামিছানে। যদিও এই ক্রিকেটারদের মধ্যে কারও ভাগ্য কাল খুলে যেতেই পারে।

English summary
IPL Auction 2022: List Of Players Picked By CSK, KKR, MI, RCB, LSG, GT, DC, PBKS, RR And SRH. Mumbai Indians Bought Back Ishan Kishan By Spending INR 15.25 Cr.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X