For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Auction 2022: চেন্নাই সুপার কিংস শক্তিশালী দল গড়েও মিস করছে দুই ক্রিকেটারকে, কারা তাঁরা?

  • |
Google Oneindia Bengali News

চেন্নাই সুপার কিংস আইপিএল নিলামে গিয়েছিল ৪৮ কোটি টাকা নিয়ে। নিলামের শেষে তাদের হাতে পড়ে ছিল ২ কোটি ৯৫ লক্ষ টাকা। চেন্নাই সুপার কিংসের হয়ে যাঁরা ২০১৮ থেকে ২০২১ অবধি খেলেছেন, সেই কোর টিমটাকে ধরে রাখার প্রয়াসই লক্ষ্য করা গিয়েছে ২ দিন ধরে চলা মেগা নিলামে। তবে অনেকেই মনে করছেন আরও ভালো বিদেশির দিকে নজর দিতেই পারতো সিএসকে।

চেন্নাই সুপার কিংস শক্তিশালী দল গড়েও মিস করছে দুই ক্রিকেটারকে

ফাফ দু প্লেসির পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে নিয়েছে গতবারের আইপিএল খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস। শার্দুল ঠাকুরের অভাব মেটাতেই পারেন শিবম দুবে। জশ হ্যাজলউডের নির্ভরযোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন অ্যাডাম মিলনে। তবে যাঁরা হাতছাড়া হয়েছেন তাঁদের বিকল্প, এমনকী ব্যাক-আপও তৈরি রেখেছে সিএসকে। সবমিলিয়ে নিলাম থেকে যে দল গড়়েছে তা বেশ শক্তিশালী। ধোনির অধিনায়কত্বে বিকশিত হতেই পারে অনেক প্রতিভা। তবে এরই মধ্যে কঠিন এক সিদ্ধান্তও নিতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। সুরেশ রায়নার বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। ২ দিনের নিলামে তিনি অবিক্রিত থাকলেন। ২০২০ সালের আইপিএল তিনি ব্যক্তিগত কারণে খেলেননি। কিন্তু আইপিএলের অন্যতম কিংবদন্তি তথা প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নাকে এবার আর হলুদ জার্সিতে দেখা যাবে না। আইপিএলের ইতিহাসে এই প্রথম তিনি অবিক্রিত রইলেন। চেন্নাই সুপার কিংস চিন্না থালা-র জন্য আগ্রহই দেখায়নি।

সিএসকে সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, চেন্নাই সুপার কিংসের হয়ে ১২ বছরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন রায়না। ফলে রায়নাকে ছেড়ে দেওয়া আমাদের কাছে খুবই কঠিন ছিল। একজন ক্রিকেটারকে নেওয়ার ক্ষেত্রে দেখা হয় তাঁর ফর্ম, কেমন দল গড়া হচ্ছে, এইসব বিষয়গুলি। ফলে রায়না এবারের সিএসকে দলের পক্ষে উপযুক্ত নন বলেই আমাদের মনে হয়েছে। এটাও তাকে না নেওয়ার অন্যতম কারণ। উল্লেখ্য, আগামী কয়েক বছরের কথা মাথায় রেখেই দল গড়েছে চেন্নাই।

সুরেশ রায়না আইপিএলে ২০৪টি ম্যাচে ৫৫২৮ রান করেছেন। আইপিএলে সর্বাধিক রানের নিরিখে রয়েছেন চারে, বিরাট কোহলি (৬২৮৩), শিখর ধাওয়ান (৫৭৮৪) ও রোহিত শর্মা (৫৬১১)-র পরেই। তবে শুধু রায়না নন। কাশী বিশ্বনাথন আরও জানিয়েছেন তাঁরা মিস করবেন ফাফ দু প্লেসিকেও। বছর দশেক সিএসকে-র গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকার পর প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক এবার নেতৃত্ব দিতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। দু প্লেসিকে ধরে রাখতে না পারার মধ্যেই অস্বাভাবিক কোনও ব্যাপার নেই বলে দাবি চেন্নাই সিইওর। তাঁর কথায়, এটাই নিলামের প্রক্রিয়া এবং বৈশিষ্ট্য।

English summary
Chennai Super Kings CEO Kashi Viswanathan Says CSK Will Miss Suresh Raina And Faf du Plessis. Faf May Lead RCB But Suresh Raina Went Unsold In The Two-Day IPL Mega Auction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X