For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023: আইপিএলে কেকেআরে নিজেকে উন্নত করতে চান জগদীশান, মাথায় রাখবেন ধোনির পরামর্শ

Google Oneindia Bengali News

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সে খেলতে দেখা যাবে নারায়ণ জগদীশানকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটার যে নাইটদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দলে থেকে নিজেকে আরও সমৃদ্ধ করবেন তা বলার অপেক্ষা রাখে না। আইপিএল নিলামে এই ক্রিকেটারের আরও বেশি দর উঠবে বলে প্রত্যাশিত ছিল। যদিও ৯০ লক্ষ টাকাতেই তাঁকে নিতে সক্ষম হয়েছে কেকেআর।

 কেকেআরে নিজেকে উন্নত করতে চান জগদীশান

বিজয় হাজারে ট্রফিতে এবার বিধ্বংসী ফর্মে ছিলেন জগদীশান। পাঁচটি শতরান করেন। তার মধ্যে একটিতেই করেন ২৭৭, লিস্ট এ-তে যা সর্বাধিক স্কোর। বিজয় হাজারে ট্রফিতে ৮ ম্যাচে ২ বার অপরাজিত থেকে ৮৩০ রান করেছেন জগদীশান। ৭৩টি চার ও ৩১টি ছয় মেরেছেন। তামিলনাড়ুর এই ব্যাটার অন্ধ্রের বিরুদ্ধে করেন অপরাজিত ১১৪, ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ১০৭, গোয়ার বিরুদ্ধে ১৬৮, হরিয়ানার বিরুদ্ধে ১২৮ এবং অরুণাচলের বিরুদ্ধে ২৭৭। সব কটিই কিন্তু পরপর। রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে করেছেন ১১৬ ও অপরাজিত ৫৯।

জগদীশানকে নিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের হয়ে ওপেন যে তিনিই করবেন তা এখন থেকেই বলা যায়। পাশাপাশি উইকেটকিপিংও করতে পারেন। এর আগে জগদীশান আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে জগদীশানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ভবিষ্যতে চেন্নাই সুপার কিংসে ফিরতে চান কিনা। তার উত্তরে জগদীশান বলেছেন, এটা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির ব্যাপার। আপাতত ভালো খেলে নিজেকে উন্নত করাই তাঁর লক্ষ্য। সেদিকেই এখন তাঁর যাবতীয় ফোকাস।

তবে চেন্নাই সুপার কিংসে থাকাকালীন মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি যে উইকেটকিপিংয়ের ব্যাপারেও মূল্যবান পরামর্শ পেয়েছেন, সে কথা স্বীকার করেছেন জগদীশান। তাঁর কথায়, সিএসকে-তে থাকাকালীন মহেন্দ্র সিং ধোনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। কোনও ব্যাপারে কিছু জানার থাকলে আমি তাঁর কাছে যেতাম। উইকেটকিপিং ও ব্যাটিং নিয়ে নানা টেকনিক্যাল টিপস পেয়েছি। খেলা সংক্রান্ত নানা টেকনিক্যাল বিষয়েও তিনি অনেক কিছু বলেছেন।

আইপিএলে কেকেআরের হয়ে এবার নিজেকে মেলে ধরার সুযোগ। জগদীশান বলেন, টাকার চেয়েও আমার কাছে বড় বিষয় হলো যে দল আমাকে নিয়েছে তার অংশ হতে পেরে আমি খুশি। আমি কেকেআরের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি। ২৭ বছরের এই ওপেনিং ব্যাটার ৫১টি টি ২০ ম্যাচে ১০৬৪ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৮। ৬টি অর্ধশতরান রয়েছে।

English summary
IPL 2023: N Jagadeesan Wants To Continue His Good Form In KKR. According To Jagadeesan, He Will Try To Improve His Game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X