For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2023 Auction: এ বারের নিলামে এই পাঁচটি নিয়ম মাথায় রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে

IPL 2023 Auction: এ বারের নিলামে এই পাঁচটি নিয়ম মাথায় রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে

Google Oneindia Bengali News

আইপিএল-এর মিনি নিলাম শুরু হতে আর বেশি সময় বাকি নেই। প্রথম বারের জন্য এ বার আইপিএল-এর নিলাম প্রক্রিয়া আয়োজিত হতে চলেছে কেরালায়। অনুমান করা হচ্ছে দুপুর ২'টো থেকে শুরু হতে চলা এই ইভেন্ট চলবে সন্ধ্যা পর্যান্ত। এক নজরে জেনে নিন এ বারের নিলামে কোন কোন নিয়মের উপর নজর রাখতে হবে দলগুলোকে।

 নিলামের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য:

নিলামের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য:

আইপিএল ২০২৩-এর জন্য আয়োজিত মিনি নিলামে অংশ নেবেন ৪০৫ জন ক্রিকটার। ১০টি ফ্রাঞ্চাইজি মিলিয়ে ৮৭টি ফাঁকা জায়গার জন্য লড়াই হবে এঁদের মধ্যে। আইএপিএল-এর নিমাল বারবারই একাধিক স্মরণীয় মুহূর্তের জন্ম দেয় আশা করা যায় এ বার সেই রকম কিছু হতে পারে।

অতিরিক্ত পাঁচ কোটি টাকা:

অতিরিক্ত পাঁচ কোটি টাকা:

গত মরসুমের বিচারে এ বারের নিলামে ব্যয় করার জন্য অতিরিক্ত পাঁচ কোটি টাকা পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি যা তাদের বেঁচে থাকা টাকার সঙ্গে পার্সে যোগ হবে।

৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে:

৭৫ শতাংশ অর্থ খরচ করতেই হবে:

প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে এ বারের নিলামে তাদের পার্সে থাকা অর্থের ৭৫ শতাংশ খরচ করতেই হবে। যে কোনও মূল্যে এই অর্থ খরচ করতেই হবে ফ্রাঞ্চাইজিগুলিকে এমনটাই নিয়ম করেছে আইপিএল-এর গভার্নিং বডি।

আরটিএম থাকছে না:

আরটিএম থাকছে না:

আইপিএল-এর নিলামে রাইট টু ম্যাচ (আরটিএম) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যথেষ্ট কার্যকরীও বটে। গত বারের নিলামের ক্ষেত্রে রাইট টু ম্যাচের কার্ড প্রয়োগের সুযোগ থাকলেও এ বারের নিলামে তা থাকবে না।

প্রতি দলে ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা:

প্রতি দলে ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা:

আইপিএল-এর গভার্নিং বডি যে নিয়ম তৈরি করেছে তাতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে ১৭ থেকে ২৫ জনের মধ্যে ভারতীয় ক্রিকেটার রাখতে হবে। অর্থাৎ একটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ম ১৭ জন ভারতীয় ক্রিকেটারকে রাখতে হবে নিজেদের স্কোয়াডে এবং সব থেকে বেশি ২৫ জন ভারতীয় ক্রিকেটারকে তারা রাখতে পারবে নিজেদের স্কোয়াডে।

অবিক্রিত ক্রিকেটারকে আবারও কেনা যাবে:

অবিক্রিত ক্রিকেটারকে আবারও কেনা যাবে:

এই নিয়মে খুব একটা নতুনত্ব নেই। আইপিএল-এর প্রথম দিক থেকেই চলে আসছে এই নিয়ম। যে সকল ক্রিকেটার এই নিলাম প্রক্রিয়ার মধ্যে অবিক্রিত থাকবেন তাঁরা আবারও নিজেদের ভাগ্য পরীক্ষা করার সুযোগ পাবেন। অবিক্রিত ক্রিকেটারকে ইচ্ছা মত কিনে নিতে পারে যে কোনও ফ্র্যাঞ্চাইজি।

English summary
IPL 2023 Auction: Franchises must keep these 5 rules in their mind during Auction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X