For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: উইলিয়ামসনের দুরন্ত অর্ধশতরান! গুজরাত টাইটান্সের বিজয়রথ থামাল সানরাইজার্স হায়দরাবাদ

Google Oneindia Bengali News

চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের বিজয়রথ থামাল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৬ বলে সর্বাধিক ৫৭ রান করেন। অরেঞ্জ আর্মিকে জয়ের লক্ষ্য পার করে দিল নিকোলাস পুরাণের ঝোড়ো ব্যাটিং। জয় এলো ৫ বল বাকি থাকতে ৮ উইকেটে। চেন্নাই সুপার কিংসের পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াল সানরাইজার্সের। চিন্তা বাড়ল মুম্বই ও চেন্নাইয়ের। গুজরাত টাইটান্স ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সানরাইজার্স হায়দরাবাদ রইল অষ্টম স্থানে।

গুজরাত টাইটান্সের বিজয়রথ থামাল সানরাইজার্স হায়দরাবাদ

জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে আত্মবিশ্বাসের সঙ্গেই হিসেব কষে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। নবম ওভারের পঞ্চম বলে ওপেনিং জুটি ভাঙেন রশিদ খান। দলের ৬৪ রানের মাথায় ৩২ বলে ৪২ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। তাঁর ইনিংসে ছিল ৬টি চার। এরপরই দায়িত্বশীল, অধিনায়কোচিত ব্যাটিংয়ের মাধ্যমে সামনে থেকে নেতৃত্ব দেন উইলিয়ামসন। ১৪তম ওভারে রাহুল তেওয়াটিয়ার প্রথম বলে ছক্কা হাঁকানোর পরই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রাহুল ত্রিপাঠী। দলের ১০৪ রানের মাথায় তিনি ১১ বলে ১৭ রান করার পর খেলা চালিয়ে যেতে না পারলে মাঠে নামেন নিকোলাস পুরাণ।

গুজরাত টাইটান্সের বিজয়রথ থামাল সানরাইজার্স হায়দরাবাদ

১৬তম ওভারে আইপিএল কেরিয়ারের ১৮তম অর্ধশতরানটি কেন উইলিয়ামসন পূর্ণ করেন ৪২ বলে। কিন্তু ১৭তম ওভারের প্রথম বলেই তাঁকে ফেরান গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫৭ রান করে আউট হন সানরাইজার্স অধিনায়ক। দ্বিতীয় উইকেট পড়ার পর সানরাইজার্সের জয়ের জন্য দরকার হয়ে পড়ে ২৩ বলে ৩৪। উইলিয়ামসন আউট হওয়ার পর নামেন এইডেন মার্করাম। হার্দিক ৬ রান দেওয়ায় এই ওভারের শেষে সানরাইজার্সের তুলতে হতো ১৮ বলে ২৮। হার্দিক ৪ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট পান। ১৮তম ওভারে লকি ফার্গুসন নিজের বলেই দারুণ প্রয়াস চালিয়েও নিকোলাস পুরাণের দেওয়া ক্যাচ তালুবন্দি করতে পারেননি। পরের বলেই পুরাণ চার মারেন। এরপরের বলটি ওয়াইড। পরের ডেলিভারিতেই ছক্কা বল ও রানের ব্যবধান অনেক কমিয়ে আনে। এই ওভারে ফার্গুসন দেন ১৫ রান। ১২ বলে অরেঞ্জ আর্মির দরকার দাঁড়ায় ১৩। ১৯তম ওভারে পুরাণ ও মার্করাম মিলে ১২ রান তুলে ফেলেন।

দর্শন নালকণ্ডের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলের গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট নিশ্চিত করেন নিকোলাস পুরাণ। ২টি করে চার ও ছয় মেরে ১৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন পুরাণ। মার্করাম অপরাজিত থাকেন ৮ বলে ১২ রানে। রশিদ খান ৪ ওভারে ২৮ রান দিয়ে ১টি উইকেট পেলেন পুরানো দলের বিরুদ্ধে। শততম আইপিএল উইকেটের জন্য তাঁর অপেক্ষা বাড়ল। মহম্মদ শামি ৪ ওভারে ৩২ রান দিয়ে উইকেট পাননি। ত্রিপাঠীর একটি ক্যাচ ধরার চেষ্টা না করায় তাঁর উপর ক্ষোভ উগড়াতে দেখা যায় বোলার হার্দিককে।

গুজরাত টাইটান্সের বিজয়রথ থামাল সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলে আগে ২০টি ম্যাচের মতো এদিনও টস-জয়ী অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। গুজরাত টাইটান্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। চারে নেমে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৫ রান করেন অভিনব মনোহর। ম্যাথু ওয়েড ১৯, শুভমান গিল ৭, সাই সুদর্শন ১১, ডেভিড মিলার ১২ ও রাহুল তেওয়াটিয়া ৬ ও রশিদ খান শূন্য রানে আউট হন। টি নটরাজন ও ভুবনেশ্বর কুমার চার ওভারে যথাক্রমে ৩৪ ও ৩৭ রান খরচ করে দুটি করে উইকেট দখল করেন। মার্কো জানসেন ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে নেন ১ উইকেট। টুর্নামেন্টের দ্রুততম বলটি করা উমরান মালিক চার ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন।

English summary
IPL 2022: Gujarat Titans Have Been Defeated For The First Time In The Ongoing IPL By Sunrisers Hyderabad. SRH Captain Kane Williamson Has Scored 57 Off 46 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X