For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: তিলকের অর্ধশতরানে মানরক্ষা মুম্বইয়ের, সহজ ক্যাচ ফেলার প্রদর্শনী চেন্নাই সুপার কিংসের

Google Oneindia Bengali News

চাপের মুখে ফের জ্বলে উঠল তিলক বর্মার ব্যাট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পেলেন চলতি আইপিএলের দ্বিতীয় অর্ধশতরান। তাঁর ইনিংসেই মরণ-বাঁচন লড়াইয়ে কিছুটা মানরক্ষা হলো মুম্বই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপার কিংস সহজ ক্যাচ ফেলার প্রদর্শনী না দেখালে অবশ্য রোহিতদের কাজটা আরও কঠিনই হতো। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তিলক ৪৩ বলে ৫১ রানে অপরাজিত রইলেন।

পাওয়ারপ্লেতে তিন উইকেট

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মা ও ঈশান কিষাণের উইকেট তুলে নেন মুকেশ চৌধুরী। মুম্বই ওপেনাররা দুজনেই শূন্য রানে আউট হন। ডেওয়াল্ড ব্রেভিস (৭ বলে ৪) মুকেশের তৃতীয় শিকার। পাওয়ারপ্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ৩ উইকেটে ৪২। সূর্যকুমার যাদব ৭.৩ ওভারে দলের ৪৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ২১ বলে ৩২।

ধাক্কা কাটিয়ে লড়াইয়ে

অভিষেক ম্যাচে নজর কাড়লেন হৃতিক শোকিন। তিনটি চারের সাহায্যে ২৫ বলে ২৫ রান করে তিনি যোগ্য সঙ্গত দেন ফর্মে থাকা তিলক বর্মাকে। ১৩.৩ ওভারে শোকিন ডোয়েইন ব্র্যাভোর বলে আউট হন। তার আগে শোকিনের ক্যাচ ফেলেন জাদেজা। ৮৫ রানে পঞ্চম উইকেট হারানোর পর ১৫তম ওভারের শেষ বলে ১০০ রানে পৌঁছায় মুম্বই ইন্ডিয়ান্স। ১৬.২ ওভারে কায়রন পোলার্ড ৯ বলে ব্যক্তিগত ১৪ রানে মাহিশ থিকশানার শিকার হন। ১১১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সপ্তম উইকেট পড়ে ১৭.২ ওভারে ১২০ রানের মাথায়। ড্যানিয়েল স্যামস ৩ বলে ৫ রান করে ব্র্যাভোর বলে লেগ বিফোর হন, রিভিউ নিয়েও রক্ষা পাননি। এরপর দলকে ৭ উইকেটে ১৫৫ রানে পৌঁছে দেন তিলক ও জয়দেব উনাদকাট। ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন উনাদকাট, মেরেছেন একটি করে চার ও ছয়।

অনবদ্য তিলক

রাজস্থান রয়্যালস ম্যাচে ৬১ রান করেছিলেন। আজ ৪৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার প্রথম পাঁচে চলে এলেন হায়দরাবাদের এই ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্সের তারকাখচিত ব্যাটিং লাইন আপে পাঁচে নেমে তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন তিলক। তিনি জানালেন ২০ ওভার খেলাই লক্ষ্য ছিল। ১৪৫ থেকে ১৫০ রান এই পিচে যথেষ্ট হবে বলেই মনে হচ্ছে।

ক্যাচ নষ্টের প্রদর্শনী

চেন্নাই সুপার কিংস এদিন প্রচুর ক্যাচ ফেলেছে। ডোয়েইন ব্র্যাভো ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বলে তিলকের ক্যাচ ফেলেছিলেন। সেটি ধরতে পারলে তিলক ২ রানে সাজঘরে ফিরতেন। জাদেজা দুটি সহজ ক্যাচ ফেলেছেন, শিবম দুবেও সহজ ক্যাচ হাতছাড়া করেছেন। যা চেন্নাই সুপার কিংসের পক্ষে বেমানান। মুকেশ চৌধুরী ৩ ওভারে ১৯ রানে তিন উইকেট নেন। ডোয়েইন ব্র্যাভো ৪ ওভারে ৩৬ রান খরচ করে নেন ২ উইকেট। মিচেল স্যান্টনার ৩ ওভারে ১৬ রানে এবং মাহিশ থিকশানা ৪ ওভারে ৩৫ রানে একটি করে উইকেট দখল করেন। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ৩০ রান ও ডোয়েইন প্রিটোরিয়াস ২ ওভারে ১৭ রান খরচ করলেও কোনও উইকেট পাননি।

English summary
IPL 2022: Mumbai Indians Set The Target Of 156 Runs For Chennai Super Kings. Tilak Varma Hits 2nd IPL Half Century, Mukesh Choudhury Bags 3 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X