For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: উমরান ফের ভাঙলেন নিজের রেকর্ড! হলেন চলতি আইপিএলে দ্রুততম বলের মালিক, নেটাগরিকরা আপ্লুত

Google Oneindia Bengali News

সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক ফের নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। চলতি আইপিএলে দ্রুততম বল করার রেকর্ডটিকে আরও উন্নত জায়গায় নিয়ে গেলেন গুজরাত টাইটান্স ইনিংসে। প্রায়ই ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর দ্রুততম বলটির বেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫৩.১ কিমি.। আজ সেই রেকর্ডটিও ভেঙে গেল।

উমরান মালিক চলতি আইপিএলে দ্রুততম বলটি করলেন

উমরান মালিক নিশ্চিতভাবেই ভারতীয় দলে খেলবেন বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি উমরানকে কাউন্টিতে খেলতে পাঠানোর পরামর্শও দিয়েছেন। আজ বল করতে আসেন সপ্তম ওভারে। এই ওভারের প্রথম বলই লেগেছিল হার্দিক পাণ্ডিয়ার হেলমেটে। এতেই স্পষ্ট হতে থাকে আজও বল হাতে গতির ম্যাজিক দেখাবেন জম্মু ও কাশ্মীরের এই পেসার। এই ওভারের শেষ বলে লেগ বিফোর হন ম্য়াথু ওয়েড। এই বলটির গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৪৯.৩ কিলোমিটার।

এই ওভারে ৯ রান দেন উমরান। দশম ওভারে এসে দেন ৭, ১৩তম ওভারে দেন ১৩ রান। ক্রিকেটপ্রেমীরা নজর রাখছিলেন উমরানের বলের গতির দিকে। ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিবেগে ধেয়ে আসে কয়েকটি ডেলিভারি। কখনও তা ছিল ১৪৯, দুবার ১৫০, ১৫১ ও ১৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টায়। অর্থাৎ বেশিরভাগ বলই ছিল ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিবেগের আশেপাশে।

উমরান মালিক চলতি আইপিএলে দ্রুততম বলটি করলেন

১৫তম ওভারের তার বলের গতি ছিল যথাক্রমে এরকম- প্রতি ঘণ্টায় ১৪৮, ১৪৯, ১৪৫ ও ১৫৩ কিলোমিটার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উমরান মালিক অম্বাতি রায়ুডুকে ফুল লেংথে প্রতি ঘণ্টায় ১৫৩.১ কিলোমিটার বেগে বল করেছিলেন। আজ সেটা ছাপিয়ে করলেন প্রতি ঘণ্টায় ১৫৩.৩ কিলোমিটার বেগে বল। ভারতীয় পেসারদের মধ্যে আইপিএলে দ্রুতগতির বল করার মালিক ইতিমধ্যেই উমরান।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর বলটিই ছিল এবারের টুর্নামেন্টে দ্রুততম। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নিজের নিজের রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলেন উমরান মালিক। এই বলটিতে কোনও রানই নিতে পারেননি অভিনব মনোহর। যদিও তার আগে তিনি পরপর দুটি বাউন্ডারি মারেন। চার ওভারে ৩৯ রানের বিনিময়ে উমরান নিয়েছেন ১টি উইকেট।

উমরান মালিক চলতি আইপিএলে দ্রুততম বলটি করলেন

গত বছরের আইপিএলেও গতি দিয়ে নজর কেড়েছিলেন উমরান। সানরাইজার্স হায়দরাবাদে এবার বোলিং কোচ হিসেবে রয়েছেন ডেল স্টেইন। আইপিএলে দ্রুতগতির বল করে স্টেইন-সহ তারকাদের পাশে নিজের নাম লেখালেন উমরান। আইপিএলের ইতিহাসে দ্রুততম বলটি করেছেন শন টেট (১৫৭.৭ কিলোমিটার/প্রতি ঘণ্টা)। আনরিখ নরকিয়ার চারটি দ্রুতগতির ডেলিভারি রয়েছে আইপিএলে, যথাক্রমে ১৫৬.২২ কিলোমিটার/প্রতি ঘণ্টা, ১৫৫.২১ কিলোমিটার/প্রতি ঘণ্টা, ১৫৪.৭৪ কিলোমিটার/প্রতি ঘণ্টা ও ১৫৪.২১ কিলোমিটার/প্রতি ঘণ্টা। ডেল স্টেইন ১৫৪.৪ কিলোমিটার/প্রতি ঘণ্টা ও কাগিসো রাবাডা ১৫৪.২৩ কিলোমিটার/প্রতি ঘণ্টায় আইপিএলে বল করার নজির গড়েছেন। ১৫৩ পেরিয়ে যাওয়া উমরানের পরের টার্গেট কি ১৫৪ স্পর্শ করা? তারই অপেক্ষায় আপ্লুত নেটাগরিকরা।

English summary
IPL 2022: Sunrisers Hyderabad's Pacer Umran Malik Bowls The Fastest Delivery And Breaks Own Record. Malik Has Bowled At 153.3 kmph Speed During The 15th Over Of The GT Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X