For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যাজলউড-সিরাজ-হাসারঙ্গার দাপট সামলালেন পরাগ, রাজস্থান ১৪৫ রানের টার্গেট দিল আরসিবিকে

IPL 2022: হ্যাজলউড-সিরাজ-হাসারঙ্গা ত্রয়ীর দাপট! পরাগের অপরাজিত অর্ধশতরানে রাজস্থান ১৪৫ রানের টার্গেট দিল আরসিব

Google Oneindia Bengali News

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে জয়ের জন্য ১৪৫ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে রাজস্থান ১৪৪ রানে পৌঁছাতে পেরেছে রিয়ান পরাগের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরানের দৌলতে। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন পরাগ। জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ২টি করে উইকেট নেন।

শুরু থেকে চাপে

শুরু থেকে চাপে

টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ দু প্লেসি। শাহবাজ আহমেদকে দিয়ে বোলিং ওপেন করানোর কৌশল কাজে না লাগলেও মহম্মদ সিরাজ ও জশ হ্যাজলউডের দাপটে শুরু থেকেই চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দেবদত্ত পাড়িক্কল মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর হন ৭ বলে ব্যক্তিগত ৭ রানে। ১১ রানে প্রথম উইকেট হারানোর পর রবিচন্দ্রন অশ্বিনকে তিনে ব্যাট করতে পাঠানো হয়। ৩৩ রানের মাথাতেই পরপর দুই বলে ফেরেন অশ্বিন ও জস বাটলার। চতুর্থ ওভারের শেষ বলে অশ্বিন সিরাজের বলেই কট অ্যান্ড বোল্ড হন চারটি চারের সাহায্যে ৯ বলে ১৭ রান করে। পঞ্চম ওভারের প্রথম বলে সেই সিরাজ বাটলারের ক্যাচ অনবদ্য দক্ষতায় তালুবন্দি করেন। ৯ বলে ৮ রান করেন বাটলার। পাওয়ারপ্লে-র ৬ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ৩ উইকেটে ৪৩।

নিয়মিত ব্যবধানে উইকেট

নিয়মিত ব্যবধানে উইকেট

৯.৩ ওভারে দলের ৬৮ রানের মাথায় রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ওয়ানিন্দু হাসারঙ্গার বলে বোল্ড হন। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি করেন ২১ বলে ২৭। ১৪.২ ওভারে দলের ৯৯ রানের মাথায় ড্যারিল মিচেল হ্যাজলউডের শিকার। তিনি করেন ২৪ বলে ১৬। ১৫.৩ ওভারে শিমরন হেটমায়ারকে প্যাভিলিয়নে ফেরান হাসারঙ্গা। ৭ বলে তিন রান করে দলের ১০২ রানের মাথায় আউট হন হেটমায়ার।

পরাগের ব্যাটে লড়াইয়ের জায়গায়

পরাগের ব্যাটে লড়াইয়ের জায়গায়

১৮তম ওভারে হর্ষল প্যাটেলের বলে শর্ট মিড উইকেটে বিরাট কোহলি যেভাবে ট্রেন্ট বোল্টের জোরালো শট তালুবন্দি করেন তা চলতি আইপিএলের অন্যতম সেরা ক্যাচগুলির মধ্যে থাকবে। ৭ বলে ৫ রান করে বোল্ট আউট হন দলের ১১০ রানের মাথায়। ১৮.৪ ওভারে ১২১ রানে অষ্টম উইকেট হারায় রাজস্থান রয়্যালস। ৫ বলে ২ রান করে রান আউট হন প্রসিদ্ধ কৃষ্ণ। রাজস্থান রয়্যালস শেষ অবধি লড়াইয়ের জায়গায় পৌঁছায় রিয়ান পরাগের ঝোড়ো ব্যাটে ভর করে।

আরসিবির বোলারদের দাপুটে পারফরম্যান্স

আরসিবির বোলারদের দাপুটে পারফরম্যান্স

জশ হ্যাজলউডের প্রথম তিন ওভারে একটি মেডেন ওভার ছিল, শেষ ওভারে ১২ রান দিয়ে ১টি উইকেট নেওয়ায় তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভার ১ মেডেন ১৯ রানের বিনিময়ে দুই উইকেট। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ চার ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। শাহবাজ আহমেদ ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট পাননি। হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। হর্ষলের শেষ ওভারেই ২টি ছক্কা-সহ ১৮ রান নেন পরাগ। ম্যাক্সওয়েল ১ ওভারে ৪ রান দেন।

English summary
IPL 2022 Riyan Parag Hits Unbeaten Half Century As RR Set The Target Of 145 Runs For RCB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X