For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে প্রথমবার রাহুল-ময়াঙ্ক দ্বৈরথ! লখনউ বনাম পাঞ্জাব ম্যাচে কার পাল্লা কেন ভারী?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের ৪২তম ম্যাচে পুনের এমসিএ স্টেডিয়ামে কাল পাঞ্জাব কিংস খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। রাজ্য দল-সহ ঘরোয়া ক্রিকেট তো বটেই, ভারতীয় দল, এমনকী আইপিএলে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়ালকে। পাঞ্জাবের হয়ে গত বছর অবধি আইপিএলে দুজন ওপেন করেছেন। পাঞ্জাব থেকে রাহুল লখনউয়ের অধিনায়ক হওয়ায় ক্যাপ্টেন্সির দায়িত্ব পান ময়াঙ্ক আগরওয়াল। দুই বন্ধু, দুই অধিনায়কের দ্বৈরথ এই ম্যাচে ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণের কারণ।

আইপিএলে লখনউ

আইপিএলে লখনউ

এবারের আইপিএলে নবাগত লখনউ সুপার জায়ান্টস ৮ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। জিতেছে ৫টিতে, পরাজয় ৩টিতে। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে, সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে, দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে, মুম্বই ইন্ডিয়ান্সকে দুটি ম্যাচে যথাক্রমে ১৮ ও ৩৬ রানে হারিয়েছে লোকেশ রাহুলের দল। গুজরাত টাইটান্সের কাছে ৫ উইকেটে, রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৮ রানে পরাস্ত হয়েছে। প্লে অফের দৌড়ে রাহুলের লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের চেয়ে সুবিধাজনক জায়গাতেই রয়েছে। সর্বোপরি, রাহুল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জোড়া অপরাজিত শতরান করায় আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। রাহুলের লখনউ এই মুহূর্তে পয়েন্ট তালিকায় রয়েছে চারে।

পিছিয়ে পাঞ্জাব

পিছিয়ে পাঞ্জাব

পাঞ্জাব কিংসের রয়েছে ৮ ম্যাচে ৮ পয়েন্ট, চারটিতে জিতেছে, চারটিতে হেরেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে, চেন্নাই সুপার কিংসকে ৫৪ রানে, মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে এবং চেন্নাই সুপার কিংসকে ১১ রানে হারিয়েছে ময়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দল। কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ৬ উইকেটে, গুজরাত টাইটান্সের কাছে ৬ উইকেটে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে ও দিল্লি ক্যাপিটালসের কাছে ৯ উইকেটে পরাস্ত হয়েছে। পাঞ্জাব কিংস দিল্লির বিরুদ্ধে ১১৫ রানে অল আউট হওয়ার পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

লখনউ সুপার জায়ান্টসের মার্কাস স্টইনিস ১৪ রান করলে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করবেন। টি ২০ ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করতে তাঁর দরকার ৬২ রান। পাঞ্জাব কিংসের জনি বেয়ারস্টো টি ২০ ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করা থেকে ৪৯ রান দূরে রয়েছেন। আইপিএলে ১ হাজার রান পূর্ণ করতে লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডার দরকার ২৮ রান। আর সাতটি চার মারলে লখনউ ওপেনার কুইন্টন ডি কক টি ২০ ক্রিকেটে ৮০০টি বাউন্ডারি মারার নজির গড়ে ফেলবেন। টি ২০ ক্রিকেটে ২০০ ছক্কা মারতে মণীশ পাণ্ডের দরকার ৫টি ওভার বাউন্ডারি, মণীশ রয়েছেন লখনউ দলে। লখনউ সুপার জায়ান্টসের জেসন হোল্ডার ৬ উইকেট পেলে আইপিএলে ৫০ উইকেটশিকারীদের ক্লাবে নাম লেখাবেন।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংসের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা নেই। হাল্কা চোট থাকায় আবেশ খান লখনউয়ের হয়ে শেষ ম্যাচটি খেলেননি বলে জানিয়েছিলেন লোকেশ রাহুল। তিনি ফিট হলে মহসীন খানের জায়গায় একাদশে ফিরবেন। দুই দলের একাদশ কেমন হতে পারে? একনজরে দেখে নেওয়া যাক-

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই, আবেশ খান বা মহসীন খান

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা।

English summary
IPL 2022: Punjab Kings vs Lucknow Super Giants Preview With Stats And Predicted XI. It's The First Time The Two Sides Match Up In The Ongoing IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X