For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রোহিত শর্মার দখলে গেল আইপিএলে লজ্জার রেকর্ড! মুকেশের ধাক্কায় চাপে মুম্বই ইন্ডিয়ান্স

Google Oneindia Bengali News

আইপিএলে রোহিত শর্মার দুঃসময় অব্যাহত। এখন যা পরিস্থিতি তাতে প্লে অফের দৌড়ে টিকে থাকতে সব ম্যাচ জিততে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। কিন্তু মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এল ক্লাসিকোয় অস্বস্তিতে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে রোহিত শর্মার দখলে গেল আইপিএলের লজ্জার রেকর্ড।

রোহিতের লজ্জার রেকর্ড

আজ চেন্নাই সুপার কিংসের প্রথম ওভার করতে যান মুকেশ চৌধুরী। তাঁর দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়ে যান রোহিত শর্মা। আইপিএলে এই নিয়ে ১৪ বার তিনি শূন্য রানে আউট হলেন, যে নজির আর কারও নেই। ১৩ বার করে শূন্যে আউট হওয়ার নজির রয়েছে পীযূষ চাওলা, হরভজন সিং, মনদীপ সিং, পার্থিব প্যাটেল, অজিঙ্ক রাহানে ও অম্বাতি রায়ুডুর। গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক ও মণীশ পাণ্ডে- প্রত্যেকেই ১২ বার করে শূন্য রানে আউট হয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল ১১ বার আইপিএলে ব্যাট করতে নেমে স্কোরারদের ব্যস্ত না করে খালি হাতে ফিরেছেন। এবি ডি ভিলিয়ার্স, শিখর ধাওয়ান, অমিত মিশ্র ও সুনীল নারিন ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে।

বিরাটের পাশাপাশি ব্যর্থ রোহিত

ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বিরাট কোহলির পাশাপাশি চলতি আইপিএলে রোহিত শর্মাও একেবারেই চেনা ছন্দে নেই। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি করেছিলেন ৪১ রান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আউট হন ১০ রানে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২৬, পাঞ্জাব কিংস ম্যাচে ২৮ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ রানে আউট হয়েছিলেন। দলের মরণ-বাঁচন ম্যাচে আজ শূন্যে সাজঘরে ফিরলেন। ৭ ম্যাচে তাঁর রান মাত্র ১১৪। গড় নেমে গিয়েছে ১৬.২৮-এ। স্ট্রাইক রেট ১২৬.৬৬।

হতাশ করলেন ঈশান

রোহিত শর্মার ওপেনিং পার্টনার ঈশান কিষাণকে ১৫.২৫ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। তিনিও হতাশ করেই চলেছেন। আজ তিনি আবার পেলেন গোল্ডেন ডাক। মুকেশ চৌধুরীর প্রথম বল খেলতে গিয়ে শূন্য রানে বোল্ড হন। ওভারের পঞ্চম বলে তিনি ফিরতেই মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২। কিষাণ এখনও অবধি ৭ ম্যাচে ১ বার অপরাজিত থেকে ১৯১ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৮১। গড় ৩১.৮৩, স্ট্রাইক রেট ১১৬.৪৬। মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটির ব্যর্থতাও তাদের সামগ্রিক ব্যর্থতার অন্যতম কারণ।

মুকেশ ম্যাজিকে বেসামাল মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্রথম চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছে। রবীন্দ্র জাদেজা ক্যাচ ফেললেও তার ফায়দা নিতে ব্যর্থ ডেওয়াল্ড ব্রেভিস। তৃতীয় ওভারের শেষ বলে দলের ২৩ রানের মাথায় তিনি মুকেশ চৌধুরীর তৃতীয় শিকার, কট বিহাইন্ড হলেন ৭ বলে ৪ রান করে। তিলক বর্মার ক্যাচ স্লিপে ফেলেন ডোয়েইন ব্র্যাভো। পাওয়ারপ্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ৩ উইকেটে ৪২। ৭.৩ ওভারে সূর্যকুমার যাদব মিচেল স্যান্টনারের বলে মুকেশ চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৪৭ রানে চতুর্থ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। সূর্য তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ২১ বলে ৩২।

English summary
IPL 2022: Mumbai Indians Captain Rohit Sharma Holds The Unwanted Record Of Most Ducks In IPL. Mukesh Choudhury Gets The Wickets Of Rohit And Ishan Kishan In The First Over Of MI Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X