For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রোহিত পথ আটকালেন জাদেজার! টস জিতে নেওয়া সিদ্ধান্তে ধোঁয়াশা কি নিছক মজা? ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

আইপিএলে বেশিরভাগ দলেই রয়েছেন ভারতীয় অধিনায়ক। তাঁদের মধ্যে অনেকেই আবার রোহিত শর্মার দলের একেকজন স্তম্ভ। পারস্পরিক গভীর বন্ধুত্বের প্রভাব দেখা যায় আইপিএলের আসরেও। ঋষভ পন্থ যেমন টস করার সময় বেশ মজা করে থাকেন। আজ প্রথমবার রবীন্দ্র জাদেজার সঙ্গে টস করতে গিয়েছিলেন রোহিত শর্মা। আর তাতেই যে ঘটনা ঘটল, তার ভিডিও রীতিমতো ভাইরাল।

জাদেজার সঙ্গে রোহিতের টস

চলতি আইপিএলে টস জিতলেই ফিল্ডিং নিতে দেরি করছেন না অধিনায়করা। আজ রবীন্দ্র জাদেজা টস জিতেই এগিয়ে যান সম্প্রচারকারী সংস্থার প্রতিনিধির কাছে। যিনি টসের সময় সঞ্চালনার দায়িত্বে থাকেন। তিনি এদিন টস জেতার পর সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করার আগেই জাদেজা জানিয়ে দেন, তিনি ফিল্ডিংই নিচ্ছেন। এরপর সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাড্ডু। এরপর ফিরে যাওয়ার সময় রোহিত শর্মা হঠাৎ পথ আটকান রবীন্দ্র জাদেজার।

সিদ্ধান্ত নিয়ে মজা

রোহিত জাদেজাকে উদ্দেশ করে বলেন, "বোলিং? আমাকে তো বললে তোমরা ব্যাট করবে!" জাদেজা হেসে মাথা নেড়ে রোহিতের দাবি উড়িয়ে দেন। রোহিতও হাসছিলেন। ফলে এটা যে নিছক মজার ব্যাপার তা স্পষ্ট হতে দেরি হয়নি। তবে দুই অধিনায়কের এই বন্ধুত্বপূর্ণ মজা বেশ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

মুখোমুখি সচিন

রোহিত শর্মার মুখের হাসি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। আইপিএল কেরিয়ারে ১৪ বার শূন্যে আউট হয়ে তিনি সাজঘরে ফেরেন। যদিও প্রাথমিক ধাক্কা কাটিয়ে মম্বই ইন্ডিয়ান্সকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্স সাত উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে। ৪৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিলক। সচিন তেন্ডুলকর সিএসকে ইনিংসের ফাঁকে ধারাভাষ্যকারদের প্রশ্নের উত্তর দিতে ডাগ আউট থেকে বেরিয়ে আসতেই দর্শকরা সচিনের জয়ধ্বনিতে ফেটে পড়েন। সচিন বলেন, মাঠে থাকতে বরাবরই ভালো লাগে। সেটা দড়ির যে কোনও প্রান্তেই হোক। মুম্বই ইন্ডিয়ান্সের সফরও উপভোগ করছি। এবার আমরা কাঙ্ক্ষিত ফল করতে পারিনি। আজও ব্যাটারদের থেকে বেশি রান প্রত্যাশিত ছিল। তবে কয়েকটি উইকেট তুলে নিতে পারলে জেতা সম্ভব। সচিন আরও বলেন, মুম্বইয়ের এই দল নতুন, অনেক তরুণ প্রতিভা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সই তাদের ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে, এই দলই আরও কিছুটা সময় পেলেই সেই প্রত্যাশা করতে পারবে বলে আশাবাদী মাস্টার ব্লাস্টার। ২৪ এপ্রিল তাঁর ৫০তম জন্মদিন। সচিন বলেন, আমি নিজের রানও যেমন গুনি না, তেমনই বয়স কত সেটাও আমার কাছে স্রেফ সংখ্যামাত্র।

ধাক্কা কাটাচ্ছে সিএসকে

জয়ের জন্য ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। ড্যানিয়েল স্যামসের প্রথম বলেই শূন্য রানে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। ২.৩ ওভারে দলের ১৬ রানের মাথায় ফেরেন মিচেল স্যান্টনার। তিনি ৯ বলে ১১ রান করে স্যামসের দ্বিতীয় শিকার। চেন্নাই সুপার কিংসের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন রবিন উথাপ্পা ও অম্বাতি রায়ুডু। উথাপ্পা এদিন ২০০তম আইপিএল ম্যাচ খেলছেন।

English summary
IPL 2022: MI Skipper Rohit Sharma And CSK Skipper Ravindra Jadeja Engaged In A Fun Banter During Toss. CSK Need 156 Runs To Win Against Mumbai Indians.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X