For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের সামনে শ্রেয়সের কেকেআর, চাপে পড়ে কাকে ফেরানোর ইঙ্গিত ম্যাকালামের?

Google Oneindia Bengali News

আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হেরে কলকাতা নাইট রাইডার্সেরও শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে শুধুই অঙ্কের হিসেবে। ১১টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। পরাজয় সাতটিতে। নেট রান রেট আরও খারাপ হয়ে পৌঁছে গিয়েছে মাইনাস (-) ০.৩০৪। ফলে বাকি তিনটি ম্যাচ জিতে ১৪ পয়েন্টে পৌঁছালেও নেট রান রেটই ছিটকে দিতে পারে কেকেআরকে। কাল নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বইয়ের কাছে হেরে গেলে সরকারিভাবে নাইটদের বিদায় নিশ্চিত।

নাইটদের বিপর্যয়

লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ১৪.৩ ওভারে মাত্র ১০১ রানে গুটিয়ে গিয়েছে কেকেআর। একদিনের ব্যবধানে সেই ধাক্কা কতটা কাটাতে পারবে ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণাধীন দল, সেটাই দেখার। ফিয়ারলেস ক্রিকেটের আইডিয়াও আরব সাগরের জলে তলিয়ে গিয়েছে। দলের ব্যর্থতার ময়নাতদন্তে হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের উপলব্ধি, চলতি আইপিএলে পাওয়ারপ্লে-তে একেবারেই প্রত্যাশিত মানের পারফরম্যান্স দেখাতে পারেনি কেকেআর। মাঝের বা এমনকী ডেথ ওভারের ব্যাটিংয়েও খুশি কেকেআর কোচ। কিন্তু প্রথম ৬ ওভারে উইকেট না হারিয়ে ঝোড়ো ব্যাটিং করতে না পারাকে ব্যর্থতার জন্য দায়ী করেছেন তিনি।

ম্যাকালামের সাফাই

ম্যাকালামের সাফাই

ওপেনিং কম্বিনেশন, ব্য়াটিং অর্ডারে ঘনঘন রদবদলের নেতিবাচক প্রভাবও পড়েছে। ম্যাকালামের দাবি, সব বিদেশিকে প্রথম থেকে পাওয়া যায়নি। সেই সঙ্গে চোট-আঘাতের সমস্যার কারণেই এই রদবদল করতে হয়েছে। ভেঙ্কটেশ আইয়ারকে নিলামের আগেই ধরে রেখেছিল কেকেআর। তিনিও হতাশাজনক পারফরম্যান্স উপহার দেওয়ায় তাঁকে বসিয়ে রাখা হচ্ছে। যদিও ভারতীয় সীমিত ওভারের দলের অলরাউন্ডারকে কেকেআর যেভাবে ব্যবহার করছে তাতে টিম ম্যানেজমেন্ট ও ম্যাকালামের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তনরাও। কেকেআরের হেড কোচের যুক্তি, আইয়ার এবার দ্বিতীয় আইপিএল মরশুম খেলছেন। তাতে বিপক্ষ দলগুলি তাঁকে আটকাতে প্রয়োজনীয় রণকৌশল সাজিয়ে ফেলেছে। এটি আন্তর্জাতিক ক্রিকেটেও হয়, তবে ভেঙ্কটেশ ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছেন বলেও জানান ম্য়াকালাম।

ফিরতে পারেন আইয়ার

ফিরতে পারেন আইয়ার

বাবা ইন্দ্রজিৎকে দিয়ে ওপেন করিয়ে লাভ হয়নি। ফলে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার যে দলে ফিরতে পারেন, সেই সম্ভাবনা উড়িয়ে দেননি ম্যাকালাম। কেকেআরের প্রথম একাদশে রদবদলের জোরালো সম্ভাবনাই রয়েছে। দ্রুতই চেনা ছন্দে ফিরে ভেঙ্কটেশের সাফল্য পাওয়া নিয়েও কোনও সংশয় নেই ম্যাকালামের। উল্লেখ্য, চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ৬ এপ্রিল পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে হারিয়েছিল কেকেআর। সেই ম্যাচে ৪১ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন আইয়ার।

কামিন্সও কি ফিরছেন?

সেই ম্যাচেই প্যাট কামিন্স ড্যানিয়েল স্যামসের এক ওভারে চারটি ছক্কা-সহ ৩৫ রান নিয়েছিলেন। ১৫ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরানটি করে। এটি আইপিএলেও যুগ্ম দ্রুততম হাফ সেঞ্চুরি। যদিও ১৮ এপ্রিলের পর থেকে আর কোনও ম্যাচে কামিন্সকে খেলায়নি কেকেআর। আজ কামিন্সের জন্মদিন সেলিব্রেট করার ভিডিও পোস্ট করা হয়েছে কেকেআরের সোশ্যাল মিডিয়ায়। কামিন্স কাল নাইটদের একাদশে থাকবেন কিনা সেটাও দেখার। যাঁর বিপক্ষে ঝড় তোলেন কামিন্স, সেই স্যামস মাত্র ৮ রানের পুঁজি নিয়েও দুরন্ত বোলিং করে শেষ ওভারে গুজরাত টাইটান্সের জয় রুখে দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স টানা দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে কাল জয়ের হ্যাটট্রিক সারতে চাইবে। ফলে স্যামসের দিকেও থাকবে বিশেষ নজর।

কেমন হতে পারে দুই দল?

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথে অনেক এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। ৩০টি ম্যাচের মধ্যে ২২টিতেই জিতেছে। ফলে মধুর প্রতিশোধ নিতেই চাইবেন রোহিতরা। মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে রদবদলের সম্ভাবনা নেই। যদি না রিজার্ভ বেঞ্চের কাউকে সুযোগ দেয়। নাইট একাদশে কতটা বদল আসে সেদিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। আগের ম্যাচে কাফ মাসলে চোট থাকায় উমেশ যাদব খেলেননি, তিনি দলে ফিরতে পারেন। শিবম মাভির জায়গায় দলে আসতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। অ্যারন ফিঞ্চের জায়গায় স্যাম বিলিংসকেও খেলানো হতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ- বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), অ্যারন ফিঞ্চ বা স্যাম বিলিংস, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, শিবম মাভি বা ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, টিম সাউদি, হর্ষিত রানা বা উমেশ যাদব


মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন বা হৃতিক শোকিন, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়, রাইলে মেয়ারডিথ

English summary
IPL 2022: Kolkata Knight Riders Will Face Mumbai Indians. KKR Head Coach Brendon McCullum Gives Hint That Venkatesh Iyer May Be Included In The First XI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X