For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: কেমন দল তৈরি করল হার্দিকের নেতৃত্বাধীন গুজরাত ফ্রাঞ্চাইজি, কারা এলেন নবাগত দলে জেনে নিন

IPL 2022: কেমন দল তৈরি করল হার্দিকের নেতৃত্বাধীন গুজরাত ফ্রাঞ্চাইজি, কারা এনে নবাগত দলে জেনে নিন

Google Oneindia Bengali News

আইপিএল-এর দল সংখ্যা বাড়িয়ে ১০ করেছে বিসিসিআই। একাধিক বিডারের জমা দেওয়া বিড খাতিয়ে দেখে যেই দুই দলের নাম ঘোষণা করে বিসিসিআই তার মধ্যে একটি সিভিসি ক্যাপিটলের মালিকানাধীন গুজরাত টাইটান্স। অপর দলটি হল আরপি- সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের লখনৌ সুপার জায়েন্টস।

IPL 2022: কেমন দল তৈরি করল হার্দিকের নেতৃত্বাধীন গুজরাত ফ্রাঞ্চাইজি, কারা এনে নবাগত দলে জেনে নিন

নতুন এই দুই দল কী করে তার দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। গ্যারি কার্স্টন এবং আশিস নেহরার ক্ষুরধার মস্তিস্কের উপর নির্ভর করে বেশ ভালই দল গড়েছে গুজরাত টাইটানস। বেঙ্গালুরুতে আয়োজিত দুই দিনের নিলামে একের পর এক তারকাকে তুলে নিয়েছে গুজরাত, যার মধ্যে অন্যতম জেসন রয়, লকি ফর্গুসান, মহম্মদ শামি। এছাড়াও গুজরাতের দলে রয়েছে বিজয় শঙ্কর, আলজারি জোসেফ, ডেভিড মিলারের মতো একগুচ্ছ তারকা।

আইপিএল-এর মেগা নিলাম শুরু হওয়া আগেই ড্রাফ্টিং-এ হার্দিক পাণ্ডিয়াকে ১৫ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে গুজরাত। তাঁকেই আগামী মরসুমের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। একই মূল্যে দল পেয়েছেন ড্রাফ্টিং-এ গুজরাতের চুক্তিপত্রে সই করা রশিদ খান। কলকাতা নাইট রাইডার্সের রিলিজ করে দেওয়া শুভমন গিলকে ৮ কোটি টাকায় তুলে নিয়েছে গুজরাত।

সদ্য সমাপ্ত মেগা নিলাম থেকে ২০ জন ক্রিকেটারকে দলে নিয়েছে গুজরাত টাইটানস, যার মধ্যে রয়েছে ৮ জন বিদেশি। এক নজরে দেখে নেওয়া যাক কেমন দল গড়লেন আশিস নেহরা, গ্যারি কার্স্টনরা।


সর্ব মোট ২৩ জনের দল গড়েছে গুজরাত টাইটান্স। বিডিং শেষে ১৫ লক্ষ টাকা নিয়ে নিলাম-কক্ষ ছাড়েন এই দলের প্রতিনিধিরা।

হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান এবং শুভমান গিল ছাড়া এই দলে নিলাম থেকে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি ৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে তুলেছে গুজরাত। প্রথম স্লটে অবিক্রিক জেসন রয়কে তুলতে মাত্র ২ কোটি টাকা খরচ করতে হয়েছে গুজরাতকে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার লকি ফার্গুসনের দর উঠেছিল ১০ কোটি, তবুও লক্ষ্য থেকে সরে আসেনি গুজরাত, ওই মূল্যেই তাঁকে দলে সই করায়। অভিনব সদারঙ্গানিকে তারা সই করায় ২ কোটি ৬০ লক্ষ টাকায়। রাহুল তেওয়াটিয়া গুজরাতের দলে সই করেছেন ৯ কোটি টাকায়। মাত্র ৩০ লক্ষ টাকায় নূর আহমেদকে সই করায় তারা। আর সাই কিশোরকে পাওয়ার জন্য তিন কোটি টাকা দর দেয় গুজরাত টাইটানস। ডমিনিক ড্রেকসের জন্য সিভিসি ক্যাপিটলসের মালিকানাধীন দলটির পকেট থেকে খরচ হয় ১ কোটি ১০ লক্ষ টাকা। অল-রাউন্ডার জয়ন্ত যাদব এই নিলামে গুজরাতের থেকে ১ কোটি ৭০ লক্ষ টাকা দাম পান। কার্যকারী অলরাউন্ডার বিজয় শঙ্করকে ১ কোটি ৪০ লক্ষ টাকায় তুলে নেয় গুজরাত।, দর্শন নালকণ্ডে এবং প্রদীপ সাঙ্গোয়ানকে দলে নিতে দুই খেলোয়াড়ের জন্য ২০ লক্ষ টাকা করে খরচ হয় আহমেদাবাদের দলটির। যশ দয়ালকে এই নিলামে ৩ কোটি ২০ লক্ষ টাকায় ক্রয় করে গুজরাত টাইটানস। ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার আলজারি জোসেফের জন্য তারা খরচ করে ২ কোটি ৪০ লক্ষ টাকা। ডেভিড মিলারকে আনসোল্ডদের স্লটে ৩ কোটি টাকায় তুলে নেয় গুজরাত। ওই স্লটেই ঋদ্ধিমান সাহাকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নেয় তারা। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের জন্য ২ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে গুজরাত। গুরকীরত সিং এবং বরুণ অ্যারন দু'জনের জন্যই গুজরাত টাইটানস খরচ করে ৫০ লক্ষ করে।

English summary
After two day mega auction for 2022 here is the full list of Gujarat Titans who will take part in forthcoming IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X