For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে উঠল কোহিনুর প্রসঙ্গ! গাভাসকরের মন্তব্যে ভারতরত্ন প্রদানের দাবি সোশ্যাল মিডিয়ায়

Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচ চলাকালীন উঠল কোহিনুর প্রসঙ্গ। গতকাল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচ চলাকালীন। প্রসঙ্গটি তুললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। সেই সময় গাভাসকরের পাশেই ছিলেন ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স। সানির সরস মন্তব্য শুনে প্রশংসা করেছেন নেটাগরিকরা।

ব্রিটেনের কাছে কোহিনুর ফেরতের দাবি জানালেন সুনীল গাভাসকর

রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের সময় ড্রোন ক্যামেরায় দেখানো হচ্ছিল মুম্বইয়ের আলোকসজ্জিত মেরিন ড্রাইভের ছবি। যা দেখে অ্যালান উইলকিন্স রানির নেকলেস বা কুইন্স নেকলেসের সঙ্গে মেরিন ড্রাইভের তুলনা করেন। তখনই গাভাসকর বলেন, আমরা কিন্তু এখনও কোহিনুর হিরের প্রতীক্ষায় রয়েছি। এখানেই না থেমে সহাস্য উইলকিন্সকে সানি বলেন, আপনার যদি কোনও বিশেষ প্রভাব থাকে তাহলে ব্রিটিশ সরকারকে বলুন আমাদের কোহিনুর ফেরত দেওয়ার জন্য।

ব্রিটেনের কাছে কোহিনুর ফেরতের দাবি জানালেন সুনীল গাভাসকর

উল্লেখ্য, দ্বিতীয় ব্রিটিশ-শিখ যুদ্ধের পর শিখদের হারিয়ে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখল করে। লর্ড ডালহৌসি যে লাহোরের শেষ চুক্তি তৈরি করেন তাতেই কোহিনুর-সহ মহারাজার যাবতীয় সম্পদ ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়াকে সমর্পণের কথা বলা হয়েছিল। ১৮৫০ খ্রিস্টাব্দে দলীপ সিং তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। ১০৮.৯৩ ক্যারেট ওজনের কোহিনুর প্রথমে রানি ভিক্টোরিয়া ব্যবহার করতেন তাঁর হাতে। পরে এটি শোভিত হয় ব্রিটিশ মুকুটে। নাবালক রাজা দলীপ সিংকে চাপ দিয়ে কোহিনুর নিয়েছিল ব্রিটিশরা। স্বাধীনতার সময় এবং ১৯৫৩ সালে বর্তমান মহারানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের সময় কোহিনুর প্রত্যর্পণের দাবি তুলেছিল ভারত। পরেও সেই দাবি বারবার ওঠে, কিন্তু তা খারিজ করে ব্রিটিশরা। রানি ভিক্টোরিয়া আইন জারির মাধ্যমে ঘোষণা করেছিলেন, শুধুমাত্র রাজপরিবারের রানিরাই এই হিরে মুকুটে ব্যবহার করবেন।

সুনীল গাভাসকর ক্রিকেটীয় বিশ্লেষণ ভারতীয়দের মধ্যে সেরা তো বটেই, বিশ্বেও সমাদৃত। সানির পরামর্শ নিতে মুখিয়ে থাকেন অনেক তারকাও। গাভাসকর ক্রিকেট ধারাভাষ্যের সময় নানা মজাদার কথাবার্তাও বলে থাকেন। যা ধারাভাষ্যকে আরও প্রাণোচ্ছ্বল করে তোলে। অনেক অজানা ঘটনার কথাও উঠে আসে সানির কথায়। এবার যেভাবে তিনি কোহিনুরের প্রসঙ্গ তুলে আনলেন তার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ গাভাসকরকে ভারতরত্ন দেওয়ার দাবিও জানিয়েছেন।

English summary
IPL 2022 Gavaskar Asks Wilkins To Request The British Government To Give Back The Kohinoor. While Comparing Marine Drive To The Queen’s Necklace, Gavaskar Told Wilkins, “We Are Still Awaiting The Kohinoor Diamond”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X