For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: অ্যাডাম মিলনের পরিবর্তন খুঁজে নিল চেন্নাই, ধোনি-জাডেজার দলে এলেন শ্রীলঙ্কার এই পেসার

IPL 2022: অ্যাডাম মিলনের পরিবর্তন খুঁজে নিল চেন্নাই, ধোনি-জাডেজার দলে এলেন শ্রীলঙ্কার এই পেসার

Google Oneindia Bengali News

অবশেষে অ্যাডম মিলনের পরিবর্তন খুঁজে নিল চেন্নাই সুপার কিংস। নিউজিল্যান্ডের তারকা পেসাররে পরিবর্তে আইপিএল-এ সুযোগ পেয়েছেন প্রতিবেশী রাষ্ট্রের এক তরুণ প্রতিভা।

চোট পাওয়া মিলনের পরিবর্তন খুঁজে নিল সিএসকে:

চোট পাওয়া মিলনের পরিবর্তন খুঁজে নিল সিএসকে:

চোট পাওয়া অ্যাডাম মিলনের পরিবর্তন খুঁজে নিল চেন্নাই সুপার কিংস। নিউজিল্যান্ডের এই পেসারের পরিবর্তন হিসেবে চেন্নাই সই করাল শ্রীলঙ্কার উঠতি ক্রিকেটার মাথেশা পাথিরানাকে। চলতি আইপিএল-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং-এ চোট পান মিলনে।

মাথেশা পাথিরানার সঙ্গে আগে থেকেই পরিচিতি রয়েছে সিএসকের:

মাথেশা পাথিরানার সঙ্গে আগে থেকেই পরিচিতি রয়েছে সিএসকের:

২০২১ আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে দলের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী এই বোলার। তাঁর বোলিং কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে সিএসকের টিম ম্যানেজমেন্ট। তাই নতুন কাউকে না নিয়ে বা কোনও বড় নামের দিকে না দৌড়ে পরীক্ষিত তরুণের উপর ভরসা রাখল আইপিএল-এ চার বারের চ্যাম্পিয়নরা। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় চেন্নাই সই করিয়েছে ক্যান্ডির এই ক্রিকেটারকে।

বাইশ গজের উল্লেখযোগ্য কিছু তথ্য:

বাইশ গজের উল্লেখযোগ্য কিছু তথ্য:

২০২০ এবং ২০২২ শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন মাথেশা। তরুণ পেসাররে বিশেষত্ব তাঁর গতি। ১৪৫-১৫৫কিমি/ ঘণ্টা বেগে ক্রমাগত বল করার দক্ষতা রয়েছে এই বোলারের। এখনও পর্যন্ত কেরিয়ারে একটি লিস্ট এ ম্যাচ এবং দু'টি টি-২০ ম্যাচ খেলেছেন মাথেশা পাথিরানা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুই ম্যাচের তাঁর সংগ্রহ দু'টি উইকেট।

চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স:

চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স:

আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস একেবারেই ছন্দে নেই এই মরসুমে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। বাকি পাঁচটি ম্যাচই হেরেছে তারা। মরসুম শুরু আগে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি, দলের অধিনায়কত্ব এখন সামলাচ্ছেন রবীন্দ্র জাডেজা। দুই পয়েন্ট নিয়ে লিগ টেবলের নয় নম্বরে রয়েছে চেন্নাই। চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চেন্নাইয়ের নির্ভরযোগ্য বোলার দীপক চাহার।

এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ পরিবর্ত ক্রিকেটারদের তালিকা:

এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ পরিবর্ত ক্রিকেটারদের তালিকা:

জেসন রয়ের পরিবর্তে গুজরাত টাইটানস সই করিয়েছে রাহমানুল্লা গুরবাজকে। অ্যালেক্স হেলসের পরিবর্তে কেকেআর-এ এসেছেন অ্যারন ফিঞ্চ। মার্ক উইডের জায়গায় অ্যান্ড্রু টাই এসেছেন লখনউ সুপার জায়ান্টসে। লভনিথ সিন্ধের পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়েছেন রজত পাতিদারকে। রসিক ডারের পরিবর্তে হর্ষিত রানা এসেছে কলকাতার দলে। অ্যাডম মিলনের পরিবর্তে চেন্নাইে এলেন মাথেশা পাথিরানা।

English summary
CSK have signed Matheesha Pathirana as a replacement for New Zealand pacer Adam Milne for the IPL 2022. Pathirana, is a young 19-year old medium pacer from Sri Lanka who was part of Sri Lanka’s U19 World Cup squads in 2020 and 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X