For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার রক্তচক্ষু ও নাইট কার্ফু এড়িয়ে মুম্বইয়ে আইপিএল হওয়া নিয়ে মহারাষ্ট্র মন্ত্রীর কোন বার্তা?

করোনার রক্তচক্ষু ও নাইট কার্ফু এড়িয়ে মুম্বইয়ে আইপিএল হওয়া নিয়ে মহারাষ্ট্র মন্ত্রীর বার্তা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের নতুন ঢেউয়ে কার্যত ভেসে গিয়েছে মহারাষ্ট্র। মুম্বইয়ে কোভিড ১৯ আক্রান্ত এবং মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে কড়া বিধি চালু করেছে মহারাষ্ট্র সরকার। করোনা থেকে বাঁচতে মুম্বইয়ে কড়া ভাবে পালন করা হচ্ছে নিয়ম। এহেন পরিস্থিতিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন আদৌ সম্ভব কিনা, তা নিয়ে বিশেষ বার্তা দিলেন উদ্ধব ঠাকরে সরকারের মন্ত্রিসভার সদস্য।

মুম্বইয়ে হবে আইপিএল

মুম্বইয়ে হবে আইপিএল

করোনা ভাইরাস রোধি কড়া বিধির মধ্যেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২১ সালের আইপিএলের ম্যাচগুলি হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার সদস্য নবাব মালিক। বলেছেন যে এ ব্যাপারে উদ্ধব ঠাকরে প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে আয়োজক এবং ক্রিকেটারদের কড়া ভাবে সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানিয়েছেন নবাব মালিক।

মোট দশটি ম্যাচ হওয়ার কথা

মোট দশটি ম্যাচ হওয়ার কথা

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল দেশে শুরু হচ্ছে আইপিএল। ১০ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলা হবে। এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের এই চিরস্মরণীয় মাঠে ২০২১ সালের আইপিএলের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

করোনা আক্রান্ত ওয়াংখেড়ের আট কর্মী

করোনা আক্রান্ত ওয়াংখেড়ের আট কর্মী

আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহ আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আট মাঠ কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই ক্রিকেট প্রেমীদের মনে ফিসফাঁস শুরু হয়েছিল। উদ্ভুত পরিস্থিতিতে এই মাঠে আগামী টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, সে নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ইতিমধ্যে দেশে প্রতিদিনের কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মুম্বই সহ মহারাষ্ট্রে এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

কড়া মহারাষ্ট্র প্রশাসন

কড়া মহারাষ্ট্র প্রশাসন

করোনা ভাইরাসের চেন ভাঙতে রাজ্যজুড়ে নাইট কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। প্রতিদিন রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মানুষকে ভিড়ভাট্টা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তারই মধ্যে কোভিড ১৯ নিয়ে উদ্ধব ঠাকরে সরকারের নতুন নির্দেশিকায় পরিস্থিতি আরও গম্ভীর হয়েছে। সে সবের মধ্যেও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল হবে বলে জানিয়েছেন মন্ত্রী নবাব মালিক।

গত মরসুমের স্মৃতি উস্কে আইপিএল ২০২১-এ বেগুনি টুপি জয়ের দৌড়ে যে যে বোলারগত মরসুমের স্মৃতি উস্কে আইপিএল ২০২১-এ বেগুনি টুপি জয়ের দৌড়ে যে যে বোলার

English summary
IPL 2021 to go ahead in Mumbai amid coronavirus restrictions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X